Jagadhatri Puja 2021: ওয়াচ টাওয়ার থেকে ভিড়ের উপর নজরদারি, জগদ্ধাত্রী পুজোয় আঁটোসাঁটো নিরাপত্তা ব্যবস্থা চন্দননগরে
Chandanngar Jagadhatri Puja: গতকালই চন্দননগর পুলিশ কমিশনারেটের (Chandannagar Police Commissionerate) তরফে নিয়ে বৈঠক করা হয়। এই সময়ের মধ্যে কেউ অসুস্থ হলে তাঁকে জলপথে পরিবহনের ভাবনা জেলা প্রশাসনের।
সৌরভ বন্দ্যোপাধ্যায়, চন্দননগর: হুগলির (Hooghly) চন্দননগরে (Chandanngar) জগদ্বাত্রী পুজো (Jagadhatri Puja 2021) উপলক্ষে বিশেষ ব্যবস্থা নিচ্ছে পুলিশ প্রশাসন। গতকালই চন্দননগর পুলিশ কমিশনারেটের (Chandannagar Police Commissionerate) তরফে এ নিয়ে বৈঠক করা হয়। বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, আজ দুপুর ২টো থেকে ১৫ তারিখ পর্যন্ত চন্দননগরে নো এন্ট্রি থাকবে। এই সময়ের মধ্যে কেউ অসুস্থ হলে তাঁকে জলপথে পরিবহনের ভাবনা রয়েছে জেলা প্রশাসনের। জগদ্বাত্রী পুজোর ভিড়ের ওপর নজরদারি করতে থাকবে ওয়াচ টাওয়ার (Watch Tower), হিডেন ক্যামেরা। ওড়ানো হবে ড্রোনও (Drone)।
চন্দননগর রবীন্দ্র ভবনে গতকাল সন্ধেয় সাংবাদিক বৈঠক করেন চন্দননগর পুলিশ কমিশনার অর্ণব ঘোষ। তিনি বলেন, এবার চন্দননগর ও ভদ্রেশ্বর মিলিয়ে ৩০০ পুজোর অনুমতি দেওয়া হয়েছে অনলাইনে। অফিসার, কনস্টেবল, এস পি, অ্যাডিশনাল এসপি, ডিএসপি, সাব ইন্সপেক্টর পদ মর্যাদার অফিসার এবং ৬০০ জন অস্থায়ী হোমগার্ড সহ প্রায় দেড় হাজার পুলিশ মোতায়েন থাকবে জগদ্ধাত্রী পুজোয়। নজরদারি চালাবে ৫০ টি জায়গায় সিসি ক্যামেরা। ওয়াচ টিম থাকবে। গোপান জায়গা থেকে ভিডিও গ্রাফি হবে। এমন কোনও ছাদ যেখানে কারোর নজর না যায় সেই জায়গায় ক্যামেরা থাকবে। ওয়াচ টাওয়ার থেকে দূরবীনের মাধ্যমে নজরদারি চলবে।
সিপি বলেন, এবারই প্রথম বিশেষ ব্যবস্থা করা হয়েছে মেডিক্যাল প্রয়োজনে। অনেক সময় পুজোর দিনগুলোতে কেউ অসুস্থ হয়ে পড়লে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়ার প্রয়োজন পরে। রাস্তায় প্রচুর ভীর থাকায় অ্যাম্বুলেন্স ঠিক মতো যেতে পারে না। তাই চন্দননগর রানি ঘাটে লঞ্চ থাকবে। দ্রুত অসুস্থকে লঞ্চে করে চুঁচুড়া ফেরিঘাটে নিয়ে যাওয়া হবে। সেখানে অ্যাম্বুলেন্স থাকবে। অ্যাম্বুলেন্স করে ইমামবাড়া হাসপাতালে নিয়ে যাওয়া হবে।
ইতিমধ্য়ে কোভিড বিধি নিয়ে হাইকোর্টের নির্দেশ পুজো কমিটি গুলোকে পাঠানো হয়েছে বলে জানান পুলিশ কমিশনার। নাইট কার্ফুর ক্ষেত্রে সরকারের নিয়ম কার্যকর থাকবে বলে জানান অর্ণব ঘোষ। দিনকয়েক আগে মন্ত্রী ইন্দ্রনীল সেন বলেছিলেন কয়েকদিনের মধ্যেই ঠিক হয়ে যাবে কার্ফু থাকবে কিনা। এদিন নিরাপত্তা নিয়ে একাধিক বিষয় জানালেও নাইট কার্ফু নিয়ে স্পষ্ট ভাবে কিছু জানননি।
আরও পড়ুন: Hooghly News: ধনেখালিতে মা,বাবা,বোনকে খুন করে আত্মহত্যার চেষ্টার অভিযোগ যুবকের বিরুদ্ধে