Hooghly News: ধনেখালিতে মা,বাবা,বোনকে খুন করে আত্মহত্যার চেষ্টার অভিযোগ যুবকের বিরুদ্ধে
Hooghly Crime News:আজ সকালে ধনেখালির দশঘড়ায় বাড়ি থেকে উদ্ধার হয় মা, বাবা, বোনের রক্তাক্ত মৃতদেহ। হাতের শিরা কাটা অবস্থায় উদ্ধার করা হয় ছেলেকে। হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁকে।তিনি পেশায় গৃহশিক্ষক
![Hooghly News: ধনেখালিতে মা,বাবা,বোনকে খুন করে আত্মহত্যার চেষ্টার অভিযোগ যুবকের বিরুদ্ধে Hooghly Youth accused of attempting suicide after killing his mother, father and sister at Dhanekhali Hooghly News: ধনেখালিতে মা,বাবা,বোনকে খুন করে আত্মহত্যার চেষ্টার অভিযোগ যুবকের বিরুদ্ধে](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2021/11/09/fd6a8e8a2e5d757ba41cc6864812103d_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
সৌরভ বন্দ্যোপাধ্যায়, ধনেখালি (হুগলি): হুগলির (Hooghly) ধনেখালিতে (Dhanekhali) একই পরিবারের তিনজনের রক্তাক্ত দেহ উদ্ধার (Dead bodies of Three persons of a same family recovered) গুরুতর জখম অবস্থায় উদ্ধার যুবক। মা, বাবা, বোনকে খুন করে আত্মঘাতী হওয়ার চেষ্টার অভিযোগ উঠেছে ওই যুবকের বিরুদ্ধে। আজ সকালে ধনেখালির দশঘড়ায় বাড়ি থেকে উদ্ধার হয় মা, বাবা, বোনের রক্তাক্ত মৃতদেহ। হাতের শিরা কাটা অবস্থায় উদ্ধার করা হয় ছেলেকে। তাঁকে নিয়ে যাওয়া হয় ধনেখলি গ্রামীণ হাসপাতালে (Hospital)। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, পারিবারিক অশান্তির জেরে মা, বাবা, বোনকে খুন করে ছেলে আত্মঘাতী হওয়ার চেষ্টা করেন। ছেলে পেশায় গৃহশিক্ষক (Home Tutor)। ঘটনার পিছনে অন্য কোনও কারণ রয়েছে কি না, তা তদন্ত করে দেখছে ধনেখালি থানা (Police)।
ধনেখালির ওই বাড়িতে ভাড়া থাকত পরিবার। সংসারে আর্থিক টানাটানি ছিল বলে জানা গেছে। অভিযুক্ত যুবক পেশায় গৃহশিক্ষক। রোজগার তেমন বেশি কিছু ছিল না। তাঁর নিজেরও অসুস্থতা রয়েছে। লিভারের সমস্যায় ভুগছেন তিনি। তার ওপর বাবা-মা, দুজনেই অসুস্থ। ফলে চিকিৎসায় অনেক অর্থ খরচ হত। চিকিৎসাতেই রোজগারের অনেকটাই বেরিয়ে যেত। ফলে আর্থিক টানাটানি প্রবল ছিল।
জানা গেছে, অভিযুক্ত যুবকের বোনের বিয়ে হয়ে গিয়েছে। ভাইফোঁটা দিতে তিনি বাবার বাড়ি এসেছিলেন। এখানে এসে মর্মান্তিক পরিণতি হল তাঁর। আর্থিক অভাবের কারণেই অশান্তির জেরে এ ধরনের ঘটনা ঘটল কিনা, না কি এর পিছনে অন্য কোনও কারণ রয়েছে, তা তদন্ত করে দেখছে পুলিশ।
একই পরিবারের তিনজনের এভাবে মর্মান্তিক মৃত্যুুতে হতচকিত, শোকবিহ্বল এলাকার বাসিন্দারা। এই ঘটনায় এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পৌঁছে দেখে চারদিকে ছড়িয়ে-ছিটিয়ে পড়ে রয়েছে চাপ চাপ রক্ত। অতিরিক্ত রক্তক্ষরণেই তিন জনের মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে অনুমান। অভিযুক্ত যুবক হাসপাতালে চিকিৎসাধীন। অভিযুক্ত স্থিতিশীল হওয়ার পরই বয়ান রেকর্ডের কাজ করা হবে বলে জানা গিয়েছে। এরপরই ঘটনার সমস্ত দিক স্পষ্ট হবে বলে অনুমান।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)