Hooghly: রাতের অন্ধকারে পুকুর ভরাট, বৈদ্যবাটি পুরসভা উদ্যোগে বন্ধ হল কাজ
Pond Filling: অভিযোগ, প্রতিদিন রাতে অল্প অল্প করে বোজানো হচ্ছিল এই পুকুর।
সৌরভ বন্দ্যোপাধ্যায়, বৈদ্যবাটি: রাতের অন্ধকারে চলছিল পুকুর ভরাট (Pond Fiiling)। স্থানীয়দের কাছ থেকে অভিযোগ পেয়ে পুকুর ভরাট বন্ধ করল হুগলির (Hooghly) বৈদ্যবাটি পুরসভা। ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। আর এনিয়ে শুরু হয়ে রাজনৈতিক তরজা।
অভিযোগ, প্রতিদিন রাতে অল্প অল্প করে বোজানো হচ্ছিল এই পুকুর। পুরসভার একেবারে নাকের ডগায়। অবশেষে তৎপর হল প্রশাসন। মঙ্গলবার রাতে, পুকুর ভরাটের কাজ বন্ধ করে দিল পুলিশ। এছবি হুগলি বৈদ্যবাটি পুরসভার ৫ নম্বর ওয়ার্ডের। স্থানীয় সূত্রে খবর, একজন ব্যবসায়ী পুকুর ভরাট করাচ্ছিলেন।বিষয়টি জানতে পেরে ওয়ার্ড কোঅর্ডিনেটরের কাছে অভিযোগ করেন কয়েকজন।এরপর পুরসভা থানায় অভিযোগ জানালে, পুলিশ এসে পুকুর ভরাটের কাজ বন্ধ করে দেয়। দু’জনকে গ্রেফতারও করেছে পুলিশ।
আরও পড়ুন: Nadia: শান্তিপুরে পঞ্চায়েতে আস্থা ভোট ঘিরে উত্তেজনা, বিজেপিকে সাংসদকে ঘিরে বিক্ষোভ তৃণমূলের
বৈদ্যবাটি পুরসভা প্রশাসক অরিন্দম গুঁই বলেন, আমরা পুকুর বোঝানোর বিরুদ্ধে করার ব্যবস্থা নিচ্ছি, পুরসভার খুব কাছেই একটি বাড়ির পিছনে একটি জলাশয় রয়েছে সেই জলাশয়টি বোঝানো হচ্ছে এমন খবর পাওয়ার পরেই আমরা ব্যবস্থা নিয়েছি। যদিও এই ইস্যুতে কটাক্ষ করতে ছাড়েনি গেরুয়া শিবিরের। বিজেপির রাজ্য কমিটির স্বপন পাল বলেন, এদিকে, বিতর্কে পড়ে সাফাই দেওয়ার মরিয়া চেষ্টা করেছেন অভিযুক্ত ব্যবসায়ী। অভিযুক্ত ব্যবসায়ী বিশ্বনাথ সাহা বলেন, বাস্তু জমি হিসাবেই কিনব বলে বায়না দিয়েছিলাম, এখনও রেজিস্ট্রি করা হয়নি, নিচু জমি বলেই ভরাট করা হচ্ছিল। পুরসভার তরফে জানানো হয়েছে, সমস্ত নথিপত্র নিয়ে ওই ব্যবসায়ীকে পুরসভায় তলব করা হয়েছে।
এদিকে পানীয় জল নিয়ে বিবাদ। মেদিনীপুরে বিজেপি কর্মীকে পিটিয়ে খুনের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। তিন মহিলা-সহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। সিবিআই তদন্তের দাবি তুলেছে বিজেপি। পাড়ার বিবাদে রাজনৈতিক রং লাগানো হয়েছে, পাল্টা মন্তব্য তৃণমূলের।
আরও পড়ুন: West Midnapur: পানীয় জল নিয়ে বিবাদ, বিজেপি কর্মীকে ‘পিটিয়ে খুন’, তিন মহিলা সহ গ্রেফতার চার