Suvendu Adhikari: বীরবাহা সম্পর্কে কুরুচিকর মন্তব্যের জের ,শুভেন্দুর বিরুদ্ধে ফের অভিযোগ দায়ের
TMC Attacks Suvendu: বিরোধী দলনেতার বিরুদ্ধে শ্রীরামপুর থানায় অভিযোগ দায়ের তৃণমূলের।
শ্রীরামপুর: বীরবাহা হাঁসদা (Birbaha Hansda) সম্পর্কে কুরুচিকর মন্তব্য। শুভেন্দুর (Suvendu Adhikari) বিরুদ্ধে ফের অভিযোগ দায়ের। বিরোধী দলনেতার বিরুদ্ধে শ্রীরামপুর থানায় অভিযোগ দায়ের তৃণমূলের। বৈদ্যবাটি পুরসভার চেয়ারম্যানের নেতৃত্বে শুভেন্দুর বিরুদ্ধে অভিযোগ দায়ের।
শুভেন্দুর বিরুদ্ধে ফের অভিযোগ দায়ের
একদিকে যখন রাজ্যের কারা প্রতিমন্ত্রী অখিল গিরির ( Akhil Giri ) বিরুদ্ধে রাষ্ট্রপতি সম্পর্কে কু-মন্তব্য করার অভিযোগ এনে থানায় থানায় জমা পড়েছে অভিযোগ। ঠিক তখনই শুভেন্দুর( Suvendu Adhikari ) বিরুদ্ধে সিঙ্গুর ( Singur ) থানায় লিখিত অভিযোগ দায়ের হল। বীরবাহা হাঁসদা ( Bir Baha Hansda )সম্পর্কে কুরুচিকর মন্তব্যের জন্য অভিযোগ দায়ের করা হয়েছে। সিঙ্গুর ব্লক যুব তৃণমূলের উদ্যোগে শুভেন্দুর বিরুদ্ধে লিখিত অভিযোগ। এই লিখিত অভিযোগ দায়ের করেন সিঙ্গুরের দুই আদিবাসী যুবক। এবার ফের শুভেন্দুর বিরুদ্ধে ফের অভিযোগ দায়ের। বিরোধী দলনেতার বিরুদ্ধে শ্রীরামপুর থানায় অভিযোগ দায়ের করেছে শাসক দল।
কুকথা নিয়ে বিজেপিকে পাল্টা আক্রমণের পথে হাঁটল তৃণমূল
প্রসঙ্গত, অখিল গিরির মন্তব্যের তীব্র নিন্দা করেও, কুকথা নিয়ে বিজেপিকে পাল্টা আক্রমণের পথে হাঁটল তৃণমূল। শুভেন্দু অধিকারীকে নিশানা করে, মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য, বীরবাহা হাঁসদা আদিবাসী পরিবারের মেয়ে, তাঁকে যদি কেউ জুতোর নিচে রেখে দেওয়ার কথা বলে, সেটা কি ঠিক? মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ' বীরবাহা তো আদিবাসী পরিবারের মেয়ে। একটা সাংস্কৃতিক পরিবারের মেয়ে। তাঁকে যদি কেউ বলে জুতোর নিচে রেখে দেওয়ার মতো, সেটা কি রুচিকর? দাঁড়কাকের মতো দেখতে বলাটা কি রুচিকর? ' তবে অখিল গিরির মন্তব্যের জন্য দুঃখপ্রকাশ করে ক্ষমা চেয়েছেন মমতা বন্দ্য়োপাধ্য়ায়। একদিকে যখন বিজেপি অখিল ইস্যুতে আদিবাসীদের সম্মানের প্রশ্ন তুলে তৃণমূলকে কোণঠাসা করতে চাইছে, তখন পাল্টা আদিবাসী সম্প্রদায়ের প্রতিনিধি ও রাজ্যের মন্ত্রী বীরবাহা হাঁসদা সম্পর্কে শুভেন্দু-র একটি মন্তব্য ট্যুইট করে, আদিবাসীদের প্রতি বিজেপির মনোভাব নিয়ে পাল্টা প্রশ্ন তুলেছে তৃণমূল।
আরও পড়ুন, দেশে ফিরেও ডাক্তারি পড়া হল না, ফের ইউক্রেনে ফিরে যাচ্ছেন বাংলার ছেলে
রাষ্ট্রপতি সম্পর্কে কারামন্ত্রী অখিল গিরির মন্তব্যের জন্য তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে হাইকোর্টে জনস্বার্থ মামলা করেছেন আইনজীবী সুস্মিতা সাহা দত্ত। রাষ্ট্রপতি সম্পর্কে কুরুচিকর মন্তব্যের নিন্দায় বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার বলেছেন 'ভারতের রাষ্ট্রপতি সম্বন্ধে কেউ এমন মন্তব্য কী করে করতে পারেন! এটা দুর্ভাগ্যজনক এবং নিন্দনীয়।'