Hooghly: পঞ্চায়েত অফিসে বিধ্বংসী আগুন, পুড়ে ছাই কম্পিউটার-নথি
Fire breaks at panchayat office: সোমবার সকালে অফিসের কর্মীরা অফিস খুলতেই দেখতে পান সব কিছু পুরে ছাই হয়ে গেছে।
সৌরভ বন্দ্যোপাধ্যায়, হুগলি: বন্ধ অফিসে লাগল আগুন। ভস্মীভূত ঘরে পুড়ে ছাই একধিক নথি, কম্পিউটার, এসি। যা দেখে রীতিমতো স্তব্ধ এলাকাবাসী। ঘটনাটি ঘটেছে হুগলির পোলবার একটি পঞ্চায়েত অফিসে।
পোলবা পঞ্চায়েত অফিসে আগুন লেগে পুরে ছাই হয়েছে কম্পিউটার,দরকারি নথি,ফাইল,এসি সবকিছু। জানা গিয়েছে, গত শুক্রবারের পর থেকে ছুটি থাকায় পঞ্চায়েত অফিস বন্ধ ছিল দু'দিন। আজ সোমবার সকালে অফিসের কর্মীরা অফিস খুলতেই দেখতে পান সব কিছু পুরে ছাই হয়ে গেছে। মনে করা হচ্ছে ইলেকট্রিক শর্ট সার্কিট থেকেই এই আগুন লেগেছিল। পঞ্চায়েতের দরজা জানলা বন্ধ থাকায় কেউ টের পায়নি।
কিন্তু কাজ তো বন্ধ করা যাবে না। তাই পোলবা পঞ্চায়েতের দোতলায় বড় হল ঘরে ভাগ করে বিভিন্ন বিভাগের কাজ কর্ম করা হচ্ছে নানা প্রতিকূলতার মধ্যেই। পোলবা পঞ্চায়েতের উপ প্রধান রমেন হালদার জানিয়েছেন, অনেক প্রয়োজনীয় নথি ছিল সেখানে। অনেক দরকারি নথি ভস্মীভূত হয়েছে। এই আগুনে কোন কোন নথি পুড়ে গেছে তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন রমেনবাবু। আগুন লাগার খবর দেওয়া হয়েছে পোলবা থানা ও দমকলে।
অন্যদিকে, হুগলির উত্তরপাড়ায় রাতে বেড়েই চলেছে চুরির ঘটনা। ১ মাসে ৬ বার চুরি হয়েছে সেখানে। সবক’টি চুরির ঘটনায় একই দুষ্কৃতী দল জড়িত কিনা খতিয়ে দেখছে চন্দননগর পুলিশ কমিশনারেট।
পরপর চুরি। বাড়ি থেকে ফ্ল্যাট। ফাঁকা রেখে দু’দণ্ড বেরনোর জো নেই। কখনও আবার এটিএম ভেঙে টাকা লুঠের চেষ্টা। অভিযোগ, হুগলির উত্তরপাড়ায় দিনে-রাতে বেড়েই চলেছে চুরির ঘটনা। বাসিন্দাদের অভিযোগ, সব দেখেশুনেও নির্বিকার প্রশাসন।
উত্তরপাড়া বাসিন্দা জয়ন্ত চৌধুরী জানালেন, পরপর চুরির ঘটনায় আতঙ্ক বাড়ছে।বাসিন্দা গুরুদাস দত্ত জানালেন, নৈশ প্রতিরোধ বাহিনী কার্যকরী করার দাবি জানাচ্ছে।নাহলে এই ধরনের চুরির ঘটনা কমবে না। স্বাভাবিক ভাবেই এক্র পর এক চুরির ঘটনা বাড়িয়েছে আতঙ্ক। বাড়ি থেকে বেড়াতে যেতে ভয় পাচ্ছেন মানুষ। ক্রিসমাস আবহে অনেকেই বেড়াতে যেতে চান। কিন্তু পরপর চুরির ঘটনা আতঙ্ক ধরাচ্ছে। তবে আশা পুলিশ ব্যবস্থা নেবেই।