Hooghly News: নিকাশি ব্যবস্থার সংস্কার করতে গিয়ে বিপত্তি, ধস নেমে একাধিক বাড়িতে ফাটল
Hooghly News Update: শনিবার শ্রীরামপুরের (Sreerampur) সদগোপ পাড়ায় নিকাশি পাইপের সংস্কার করতে গেলে ক্ষোভে ফেটে পড়েন এলাকাবাসীরা। বাধ্য হয়ে রাস্তা বন্ধ রেখে করতে হচ্ছে নিকাশি সংস্কারের কাজ।
সৌরভ বন্দ্যোপাধ্যায়, শ্রীরামপুর: জমা জল বের করতে গিয়ে নিকাশি সংস্কারে বিপত্তি। শ্রীরামপুর পুরসভার (Sreerampur Municipality) সদগোপ পাড়ায় ধস নেমে বেশ কয়েকটি বাড়িতে বড়সড় ফাটল ধরে। আজ এলাকা পরিদর্শনে গিয়ে বাসিন্দাদের ক্ষোভের মুখে পড়েন শ্রীরামপুর পুরসভার প্রশাসক ও প্রশাসকমণ্ডলীর সদস্যরা। গত কয়েকমাস ধরে পুরসভার ৩-৪টি ওয়ার্ডে জল জমে রয়েছে। মাটির নিচে নিকাশি সংস্কার করতে গিয়ে বিপত্তি ঘটে। এলাকায় যান জেলাশাসক, কেএমডিএ-র (KMDA) চিফ এক্সিকিউটিভ অফিসার, মহকুমা শাসক-সহ প্রশাসনিক আধিকারিকরা। শ্রীরামপুর পুরসভার তরফে এ দিন পাম্প বসিয়ে জল নামানো হয়। জমা জলের সমস্যা দ্রুত মেটানোর আশ্বাস দিয়েছে পুর কর্তৃপক্ষ।
বেহাল নিকাশি ব্যবস্থার সংস্কার করতে গিয়ে বিপত্তি। এলাকায় নেমেছে ধস। বেশ কয়েকটি বাড়িতে ফাটল। বাধ্য হয়ে রাস্তা বন্ধ রেখে করতে হচ্ছে নিকাশি সংস্কারের কাজ। রাস্তা বন্ধ থাকায় আটকে যায় অ্যাম্বুল্যান্স। স্ট্রেচারে করে নিয়ে যেতে হয় রোগীকে। শনিবার শ্রীরামপুরের সদগোপ পাড়ায় নিকাশি পাইপের সংস্কার করতে গেলে ক্ষোভে ফেটে পড়েন এলাকাবাসীরা।
বর্ষা বিদায় নিলেও নিকাশি পাইপ বন্ধ হয়ে যাওয়ায় শ্রীরামপুরের ৩টি ওয়ার্ডে জমে ছিল জল। সমস্যার সমাধান করতে কেএমডিএ-র সাহায্যে নিকাশি সংস্কারের কাজে হাত লাগায় পুর কর্তৃপক্ষ। কিন্তু নিকাশি পাইপ সংস্কার করতে গেলে এলাকায় নামে ধসে। ফাটল দেখা দেয় বাড়িতে। পরিস্থিতি সামলাতে এদিন বড় পাম্প এনে অন্য একটি নিকাশি পাইপের মাধ্যমে জমে থাকা জল নামায় পুর কর্তৃপক্ষ। কিন্তু ধস ও বাড়িতে ফাটলের সমস্যা না মেটায় তৃণমূল পুর প্রশাসককে ঘিরে বিক্ষোভ দেখায় স্থানীয়রা।
এপ্রসঙ্গে কেএমডিএ-এর চিফ এক্সিকিউটিভ অফিসার অন্তরা আচার্য বলেন, “গুরুত্ব দিয়ে সমস্যাটা দেখা হচ্ছে। একটা সমাধান ভাবা হয়েছে। বাইরে থেকে বিশেষজ্ঞ আনা হয়েছে।’’এই ঘটনায় শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। বিজেপি রাজ্য কমিটির সদস্য ভাস্কর ভট্টাচার্য বলেন, “অনভিজ্ঞ লোকদের দিয়ে কাজ করাতে গিয়ে বিপত্তি। আরও বেশি টাকা খেতে KMDA-কে ডেকেছে। এর থেকে কাটমানি নেবে তৃণমূল।’’ শ্রীরমাপুর পুরসভার প্রশাসক তথা তৃণমূল নেতা গৌরমোহন দে বলেন, “আপাতত বন্ধই থাকছে রাস্তা। কত দ্রুত সংস্কারের কাজ শেষ হয় এখন সেদিকেই তাকিয়ে এলাকাবাসী।’’
আরও পড়ুন: North 24 Pargana: বনগাঁয় লরির সঙ্গে ধাক্কা, প্রাণ হারালেন ২ বাইক আরোহী