Coromandel Express Derailed Live: ওড়িশার বালেশ্বরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, একাধিক হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে
Odisha Train Accident LIVE Updates: দুর্ঘটনাগ্রস্ত ট্রেনের ছবিগুলোই বলে দেয়, ধাক্কার অভিঘাত কতটা মারাত্মক ছিল। সংঘর্ষের তীব্রতায় মালগাড়ির বগির ওপরে উঠে যায় করমণ্ডল এক্সপ্রেসের ইঞ্জিন।
LIVE
Background
সময় যত এগোচ্ছে ততই বাড়ছে ততই ক্রমশ বাড়ছে মৃত-আহতের সংখ্যা। চারিদিকে শুধু কান্না, মৃত্যু, হাহাকার। যুদ্ধকালীন পরিস্থিতিতে চলছে উদ্ধারকাজ। ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়েছে শালিমার-হাওড়া করমণ্ডল এক্সপ্রেস (Coromandel Express Derailed)। করমণ্ডল এক্সপ্রেসের মোট ১৫ টি কামরা লাইনচ্যুত হয়েছে। ঠিক কীভাবে ঘটল এই ভয়াবহ দুর্ঘটনা ? রেল সূত্রে পাওয়া শেষ খবর, প্রথমে বেঙ্গালুরু-হাওড়া এক্সপ্রেসে ধাক্কা মারে গতিতে এগোন করমণ্ডল এক্সপ্রেস। দুই ট্রেনের সংঘর্ষের পরে করমণ্ডলের একাধিক কামরা পাশের লাইনে দাঁড়ানো মালগাড়ির ওপর গিয়ে পড়ে। কার্যত দেশলাইয়ের বাক্সের মতো উল্টে যায় একের পর এক কামরা। মালগাড়ির ওপরে উঠে যায় করমণ্ডলের ইঞ্জিন।
Coromandel Express Derailed Live: বালেশ্বরে ট্রেন দুর্ঘটনায় মৃত্যুমিছিল, শোকপ্রকাশ রাজ্যপাল সি ভি আনন্দ বোসের
বালেশ্বরে ট্রেন দুর্ঘটনায় মৃত্যুমিছিল, শোকপ্রকাশ রাজ্যপাল সি ভি আনন্দ বোসের
শোকাহত পরিবারের প্রতি আমার সমবেদনা, ট্যুইট রাজ্যপালের
'এই কঠিন সময়ে আসুন সবাই একে অন্যের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিই'
ট্যুইট রাজ্যপাল সিভি আনন্দ বোসের
Train Accident Live Updates: ওড়িশার বালেশ্বরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা, একাধিক হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে
ওড়িশার বালেশ্বরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা। অন্তত ১০০ জনের মৃত্যু, আহত কমপক্ষে ২০০। তাঁদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। উদ্বিগ্ন পরিজনরা। দুর্ঘটনার পরই একাধিক হেল্পলাইন নম্বর চালু করা হয়েছে। হাওড়ার হেল্পলাইন নম্বর - 033-26382217, খড়গপুরের হেল্পলাইন নম্বর - 8972073925, 9332392339, বালেশ্বরের হেল্পলাইন নম্বর - 8249591559, 7978418322
শালিমারের হেল্পলাইন নম্বর - 9903370746, চেন্নাইয়ের হেল্পলাইন নম্বর - 044-25330952/044-25330953/044-25354771
Coromandel Express Derailed Live:আহতরা ভর্তি ওড়িশার বিভিন্ন হাসপাতালে
আহতরা ভর্তি ওড়িশার বিভিন্ন হাসপাতালে
Train Accident Live Updates: বালেশ্বরে করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় মৃত অন্তত ১০০, শোকপ্রকাশ রাহুল গাঁধীর
বালেশ্বরে করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় মৃত অন্তত ১০০, শোকপ্রকাশ রাহুল গাঁধীর
Coromandel Express Derailed Live: রেলমন্ত্রীর সঙ্গে কথা প্রধানমন্ত্রীর, সবরকম সহযোগিতার আশ্বাস
রেলমন্ত্রীর সঙ্গে কথা প্রধানমন্ত্রীর। সবরকম সহযোগিতার আশ্বাস। কন্ট্রোলরুম খুলল ওড়িশা সরকার। ওড়িশা সরকারের সঙ্গে যোগাযোগ রাজ্যের। বাংলা থেকে যাচ্ছে প্রতিনিধি দল, ট্যুইট মমতার।