Weather Update: নেই বর্ষার দেখা, প্রবল গরম দক্ষিণবঙ্গে; উত্তরে জারি কমলা সতর্কতা
Weather Forecast: উত্তরবঙ্গে দশ দিন আগে বর্ষা এলেও দক্ষিণবঙ্গ এখনই বর্ষা নয় বলেই মনে করছেন আবহাওয়াবিদরা। আবহাওয়া দপ্তরের ক্যালেন্ডার অনুযায়ী দক্ষিণবঙ্গে বর্ষা ঢোকার নির্ধারিত দিন ১০ জুন।

কলকাতা: চূড়ান্ত গরমে হাঁসফাঁস অবস্থা দক্ষিণবঙ্গে (Weather Update)। কখনও কয়েক ফোঁটা বৃষ্টি হলেও তাতে কাটছে না অস্বস্তি। বর্ষা ঢুকেছে উত্তরবঙ্গে। আগামীকাল একাধিক জেলায় বৃষ্টিপাতের কমলা সতর্কতা জারি করা হয়েছে।
দক্ষিণবঙ্গের আবহাওয়া: আপাতত দক্ষিণবঙ্গে আর্দ্রতাজনিত চরম অস্বস্তি। স্থানীয়ভাবে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টির সামান্য সম্ভাবনা। ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। আগামী তিন চার দিনে ২ থেকে ৪ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে। বাতাসে জলীয় বাষ্প থাকায় অস্বস্তি বাড়বে।
04.06.25: মুর্শিদাবাদ, নদিয়া, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া ও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া জেলায়। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে হাওয়া বইতে পারে। পাশাপাশি রয়েছে তাপপ্রবাহের সতর্কতাও। দক্ষিণ ২৪ পরগনা এবং পশ্চিম মেদিনীপুরে তাপপ্রবাহ হতে পারে। ঝাড়গ্রাম, কলকাতা, হাওড়া, পূর্ব মেদিনীপুর ও উত্তর ২৪ পরগনায় প্রবল গরম ও আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে।
05.06.25: ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া ও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েচে ঝাড়গ্রাম, কলকাতা, হাওড়া, হুগলি, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনায়। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে হাওয়া বইতে পারে।
উত্তরবঙ্গের আবহাওয়া: বর্ষা ঢুকে গিয়েছে উত্তরবঙ্গে। বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে। জুন মাসের প্রথম সপ্তাহে ফের ভারী বৃষ্টির আশঙ্কা কম বলেই জানাচ্ছেন আবহাওয়াবিদরা। উল্টে তাপমাত্রা বাড়তে পারে উত্তরের জেলাতে।
04.06.25: হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস বেশ কিছু জেলায়। মালদা, উত্তর দিনাজপুর, জলপাইগুড়িতে ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া ও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। এর মধ্যে ভারী বৃষ্টি হতে পারে উত্তর দিনাজপুরে। জারি করা হয়েছে কমলা সতর্কতা। ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে হাওয়া সহ উত্তরবঙ্গে অন্যান্য জেলাতেও বৃষ্টি হবে। ভারী বৃষ্টির পূর্বাভাস দার্জিলিঙে।
05.06.25: হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়িতে। উত্তর দিনাজপুর ও জলপাইগুড়িতে ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া ও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে।
বর্ষা কবে আসছে?
বর্ষা থমকে গেছে উত্তরবঙ্গে। মৌসুমী বায়ুর গতি শ্লথ। জুন মাসের প্রথম সপ্তাহেও বর্ষার অনুকুল পরিবেশের সম্ভাবনা কম দক্ষিণবঙ্গে। উত্তরবঙ্গে দশ দিন আগে বর্ষা এলেও দক্ষিণবঙ্গ এখনই বর্ষা নয় বলেই মনে করছেন আবহাওয়াবিদরা। আবহাওয়া দপ্তরের ক্যালেন্ডার অনুযায়ী দক্ষিণবঙ্গে বর্ষা ঢোকার নির্ধারিত দিন ১০ জুন। তবে এবার কেরল বা উত্তরবঙ্গের মতো দক্ষিণবঙ্গে আগাম বর্ষা ঢুকবে কিনা সন্দিহান আবহাওয়াবিদরা।






















