Howrah News: বেআইনি টোটোর দিন শেষ ? মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশের পর, আজ হাওড়া পুরসভায় বিশেষ বৈঠক
Howrah Illegal Toto :মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশের পর, আজ হাওড়া পুরসভায় বিশেষ বৈঠক , কী কী বিষয়ে আলোচনা ?
সুনীত হালদার, হাওড়া: বেআইনি টোটোর দৌরাত্মে বহুদিন ধরেই যানজটের ভোগান্তি হাওড়ায়। হাওড়া শহরকে যানজট মুক্ত করতে অতীতেও একাধিক পদক্ষেপ নেওয়া হয়েছে। কিন্তু সমস্যার সুরাহা হয়নি। এদিকে মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশের পর, আজ হাওড়া পুরসভায় বিশেষ বৈঠক। বৈঠকে একাধিক বিষয়ের পাশাপাশি অবৈধ টোটো কীভাবে আটকানো যায় তা নিয়ে আলোচনা হবে।
অবৈধ টোটোর দিন শেষ ?
গতবছরই হাওড়া শহরকে যানযট মুক্ত করতে বিভিন্ন পদক্ষেপ নিয়েছিল হাওড়া সিটি পুলিশ। কিন্তু শেষ অবধি তাতে বাধা হয়ে দাঁড়ায় বেআইনি টোটো। এদিকে হাওড়া পুরসভায় ক্রমশ যানজটের বহর বেড়েই চলেছে। এদিকে হাওড়া ময়দান স্টেশন থেকে কলকাতার যোগাযোগ রক্ষা হতেই যাত্রীরদের ভিড় বেড়েছে। তাই গত বছরের থেকে চলতি বছরে সমস্যাটা আরও প্রকট হয়েছে।তাই অবৈধ টোটো চলাচল নিয়ন্ত্রণ না করতে পারলে ভোগান্তি বাড়বে বলেই অনুমান করছে প্রশাসন।
মুখ্যমন্ত্রীর কড়া নির্দেশের পর, আজ হাওড়া পুরসভায় বিশেষ বৈঠক
মূলত, সম্প্রতি পুর পরিষেবার ইস্যুতে ক্ষোভপ্রকাশ করেন মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায়ের কড়া নির্দেশের পর, আজ হাওড়া পুরসভায় বিশেষ বৈঠক। এই বৈঠকে উপস্থিত রাজ্যের মন্ত্রী অরূপ রায়,মনোজ তিওয়ারি ,হাওড়ার জেলাশাসক,পুলিশ কমিশনার,পুর প্রশাসক ও পুর কমিশনার।মুখ্যমন্ত্রীর নির্দেশের পর হাওড়া শহরের সামগ্রিক উন্নয়ন কীভাবে আরও ত্বরান্বিত করা যায়, তা নিয়ে আলোচনা হবে। এছাড়াও বেআইনি বহুতল,বেআইনি পার্কিং, অবৈধ টোটো কীভাবে আটকানো যায় এবং হকার সমস্যা সমাধান নিয়ে আলোচনা হবে।দীর্ঘদিন হাওড়া পুরভোট হয়নি।পুরসভার জনপ্রতিনিধি নেই।তাই উন্নয়ন বাধাপ্রাপ্ত হচ্ছে।এই অভিযোগ বারবার আসছে।সেকারনে আজকের এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ।
আরও পড়ুন, পড়ুয়ার পাতে কাঁকড়াবিছে! মিড-ডে মিল নিয়ে তুলকালাম বাঁকুড়ায়
হাওড়ায় বেআইনি নির্মাণ নিয়েও ক্ষোভ প্রকাশ মমতার
নবান্নের বৈঠকে হাওড়ায় বেআইনি নির্মাণ নিয়ে ক্ষোভ প্রকাশ মমতা বন্দ্যোপাধ্যায়ের। মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরেই তৎপর পুরসভা। হাওড়ার ১৮ নম্বর ওয়ার্ডের বেণীমাধব মুখার্জি লেনে ভেঙে দেওয়া হল বেআইনি নির্মাণ। আরও বেআইনি নির্মাণের ওপর নজরদারি চলছে বলে জানিয়েছে পুরসভা। বেশ কিছু বেআইনি নির্মাণ ভেঙে ফেলা হবে বলেও জানানো হয়েছে। সম্প্রতি হাওড়া পুরসভার প্রশাসক মণ্ডলীর চেয়ারম্যান সুজয় চক্রবর্তী বলেন, পুরসভায় নজরদারি চালানোর মতো ইঞ্জিনিয়ারের সংখ্যা কম। বাড়ি ভাঙার জন্য একটি ডিমোলিশন স্কোয়াড আছে। যার ফলে বেআইনি বাড়ি ভাঙতে অসুবিধা হচ্ছে। তবে পুরসভার পক্ষ থেকে গত তিন বছরে পুলিশকে সঙ্গে নিয়ে ১২৫ টি বেআইনি বাড়ি ভাঙা হয়েছে বলে দাবি করেছেন তিনি।
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।