Humayun Kabir: "আমি গদ্দার না, তোমার পিসি ট্রিপল গদ্দার?.." বিস্ফোরক হুমায়ুন ! " বুকের পাটা থাকলে.."
Humayun Attacks Mamata Abhishek: অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের গদ্দার আক্রমণের জবাবে মমতাকে ট্রিপল গদ্দার বললেন হুমায়ুন কবীর, কী চ্যালেঞ্জ ছুঁড়লেন এবার তিনি ?

পার্থপ্রতিম ঘোষ, সত্যজিৎ বৈদ্য় ও শিবাশিস মৌলিক, কলকাতা: অভিষেক বন্দ্যোপাধ্য়ায়ের গদ্দার আক্রমণের জবাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে ট্রিপল গদ্দার বললেন হুমায়ুন কবীর। সরাসরি তৃণমূলের শীর্ষ নেতৃত্বে ছুড়লেন বেলডাঙা ও রেজিনগরে লড়ে জিতে দেখানোর চ্যালেঞ্জ। ব্রিগেডে সমাবেশের অনুমতি না পেলেও, ৩১ জানুয়ারি সভা করবেন বেলডাঙায়, ঘোষণা করলেন জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান।
আরও পড়ুন, " পশ্চিমবঙ্গে মহিলারা সুরক্ষিত নন.." ! আশঙ্কা প্রকাশ প্রধানমন্ত্রীর, "মা-বোনেদের" কী পরামর্শ মোদির ?
মমতা বন্দ্যোপাধ্যায়কে ট্রিপল গদ্দার বললেন হুমায়ুন কবীর
সম্প্রতি তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, একটা নতুন গদ্দার তৈরি হয়েছে এই মাটিতে। বিজেপির সঙ্গে কার যোগাযোগ? কার যোগাযোগ? তাঁর প্রকৃত স্বরূপ খুব শিগগিরই জনসমক্ষে আসবে। অপেক্ষা করুন। তাঁর আসল চেহারাটা খুব তাড়াতাড়ি জনগণের কাছে আসবে।'এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের 'গদ্দার' আক্রমণের জবাব দিলেন হুমায়ুন কবীর।
"আমি গদ্দার না, তোমার পিসি ট্রিপল গদ্দার?"
শনিবার বহরমপুরের সভা থেকে নাম না করে 'গদ্দার' বলে হুমায়ুনকে আক্রমণ করেছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।সেই আক্রমণের জবাবে রবিবার সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করলেন হুমায়ুন কবীর।হুমায়ুন কবীর বলেন, আমি গদ্দার না। তোমার পিসি ট্রিপল গদ্দার? কংগ্রেসের সাথে গদ্দারি করে ছেড়ে চলে এসে আবার কংগ্রেসের হাত ধরেছিল ২০০১-এ। আবার ২০০১-এ তারপরে আবার অটলবিহারী বাজপেয়ীর সাথে। আবার তাঁদের হাত ছেড়ে আবার ২০১১-তে কংগ্রেসের হাত ধরে তোমরা ২২৯টা সিটে লড়ে ১৮২টা আসন পেয়েছিলে।
" বুকের পাটা থাকলে আর ক্ষমতা থাকলে পিসি-ভাইপো, আমার চ্যালেঞ্জ.."
শনিবার নাম না করে হুমায়ুন কবীরকে কটাক্ষ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন, একটা বিজেপির ডামি প্রার্থীকে আপনারা বিদায় দিয়েছেন। আরেকটা নতুন গজিয়েছে। সেটাকে...গণতান্ত্রিকভাবে ব্যবস্থা করতে হবে। এবার অভিষেক বন্দ্যোপাধ্যায়কে মুর্শিদাবাদের মাটিতে হারানোর চ্যালেঞ্জ ছুড়লেন হুমায়ুন কবীর। হুমায়ুন কবীর বলেন, গোটা মুর্শিদাবাদ তোমাকে পঁচিয়ে দেব। ক্ষমতা থাকলে মমতা বন্দ্য়োপাধ্যায় আপনি আসুন রেজিনগর আর আপনার ভাইপোকে পাঠান বেলডাঙা। আমি ২টো সিটে কমটেস্ট করব। বুকের পাটা থাকলে আর ক্ষমতা থাকলে পিসি-ভাইপো, আমার চ্যালেঞ্জ, অভিষেক তুমি আসো, রেজিনগরে আসো না হয় বেলডাঙায় আসো।দেখব যদি জিতে বাড়ি যাও...!
ব্রিগেড সমাবেশ
সেনাবাহিনীর অনুমতি না মেলায় ১ ফেব্রুয়ারির ব্রিগেড সমাবেশ করতে পারছেন না হুমায়ুন কবীর। তাই ৩১ জানুয়ারি, মুর্শিদাবাদের বেলডাঙাতেই নিজের নতুন দলের মহাসমাবেশ করার ঘোষণা করেন জনতা উন্নয়ন পার্টির চেয়ারম্যান। হুমায়ুন কবীর বলেছিলেন, ৭ ডিসেম্বর গীতাপাঠের জন্য মাঠ দিয়ে দিল। আর আমি একটা পলিটিক্যাল পার্টি, আমাকে মাঠ দেওয়া হল না। তৃণমূলের সঙ্গে বিজেপির কতটা সখ্য়তা আছে, এখান থেকেই প্রমাণ হয়ে যায়। ব্রিগেডে হবে না সভা। কিন্তু তৃণমূল কংগ্রেসের মৃত্যুঘণ্টা বাজানোর জন্য, যেখানে আড়াই লক্ষ লোকের জমায়েত করে আমার এই জনতা পার্টির মানুষের সামনে উত্থাপন করেছিলাম, আগামী ৩১ জানুয়ারি শনিবার বেলা ঠিক ১টায় ১০ লক্ষ মানুষের উপস্থিতিতে আমাদের একটি রাজনৈতিক সভা হবে। তৃণমূল ও বিজেপির আঁতাঁতের অভিযোগ তুলেছেন হুমায়ুন কবীর।পাল্টা জবাব এসেছে দুই দলের থেকেই। সবমিলিয়ে নবাবের গড়ে যেন চলছে রাজনৈতিক চ্যালেঞ্জ-পাল্টা চ্যালেঞ্জের প্রতিযোগিতা।






















