Calcutta Medical: 'হাসপাতালেই বন্ধ ঘরে মারধর..', কলকাতা মেডিক্য়ালে র্যাগিংকাণ্ডে জমা পড়ল রিপোর্ট
Calcutta Medical College Ragging: মেডিক্যাল কলেজ সূত্রে খবর, র্যাগিংয়ের অভিযোগ প্রমাণিত হয়েছে,পরবর্তী পদক্ষেপ কী হবে, কী ধরনের শাস্তি হবে, তা নিয়ে সিদ্ধান্ত নিতে বৈঠকে অ্য়ান্টি র্যাগিং কমিটি।
ঝিলম করঞ্জাই,কলকাতা: এখনও যাদবপুরকাণ্ডের মেলাইনি রেশ। তারই মাঝে সম্প্রতি মেডিক্যাল কলেজে র্যাগিংয়ের অভিযোগ উঠেছে। আর এবার কলকাতা মেডিক্য়াল কলেজের (Calcutta Medical College) র্যাগিংয়ের অভিযোগের ঘটনায় অধ্য়ক্ষের কাছে রিপোর্ট জমা দিল তদন্ত কমিটি। সূত্রের খবর, মেডিক্য়াল কলেজের উপাধ্য়ক্ষ অঞ্জন অধিকারীর নেতৃত্বে গঠিত কমিটি তদন্তে অভিযোগের সত্য়তা পেয়েছে। পরবর্তী পদক্ষেপ কী হবে, কী ধরনের শাস্তি হবে, তা নিয়ে সিদ্ধান্ত নিতে আজ বৈঠকে বসবে অ্য়ান্টি র্যাগিং কমিটি (Anty-Ragging Committee) ।
সম্প্রতি মেডিক্যাল কলেজে র্যাগিংয়ের অভিযোগ ওঠে।অর্থোপেডিক বিভাগের দ্বিতীয় বর্ষের দুই জুনিয়র চিকিৎসকের বিরুদ্ধে রাগিংয়ের অভিযোগ তোলেন ওই বিভাগেরই প্রথম বর্ষের দুই জুনিয়র চিকিৎসক। হাসপাতালেই বন্ধ ঘরে মারধরেরও অভিযোগ তোলেন তাঁরা। মেডিক্যাল কলেজ সূত্রে খবর, র্যাগিংয়ের অভিযোগ প্রমাণিত হয়েছে। অভিযোগকারী, অভিযুক্ত, প্রত্যক্ষদর্শী নার্স ও স্বাস্থ্য কর্মী, সকলেরই বয়ান নথিভুক্ত ও রেকর্ড করা হয়েছে। পরবর্তী পদক্ষেপ কী হবে, কী ধরনের শাস্তি হবে, তা নিয়ে সিদ্ধান্ত নিতে শুক্রবার বৈঠকে বসে কলেজ কাউন্সিল।
গত বছর যাদবপুরের মেন হস্টেলের আবাসিক এক পড়ুয়ার মৃত্যুর পর সেখান থেকে শিক্ষা নিয়ে ক্যাম্পাসে র্যাগিং ঠেকাতে উদ্যোগী হয়েছিল কলকাতা মেডিক্যাল কলেজ। গত অগাস্টে, মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেন, প্রথম বর্ষের পড়ুয়াদের আলাদা রাখা হবে। প্রথম বর্ষের পড়ুয়াদের জন্য ২ টি আলাদা হস্টেলের ব্যবস্থা করা হয়েছে বলে জানা যায়। একটি গার্লস হস্টেল ও আরেকটি বয়েজ হস্টেলের ব্যবস্থা হয়েছে বলে জানায় কলকাতা মেডিক্যাল কলেজ কর্তৃপক্ষ। গিরিবাবু লেনের বয়েজ হস্টেলে রাখা হবে প্রথম বর্ষের পড়ুয়াদের, গার্লস হস্টেল হিসেবে কোনটি নির্ধারিত করা হবে তা নিয়ে মতামত নেয় কর্তৃপক্ষ।
তবে এই রাজ্যে মেডিক্যাল পড়ুয়াদের উপর র্যাগিংয়ের অভিযোগ কলকাতার শিক্ষা প্রতিষ্ঠানগুলির বাইরেও উঠেছে। যেমন, রায়গঞ্জ মেডিক্যাল কলেজে র্যাগিংয়ের অভিযোগ উঠেছিল। সে বার MBBS-এর দ্বিতীয় বর্ষের পড়ুয়াদের শারীরিক ও মানসিক নির্যাতনের অভিযোগ উঠেছিল, সন্দেহের তির ছিল তৃতীয় বর্ষের পড়ুয়াদের বিরুদ্ধে। অভিযোগ খতিয়ে দেখে পদক্ষেপের আশ্বাস দিয়েছিল কলেজ কর্তৃপক্ষ।
আরও পড়ুন, নলেনগুড়েই পেটের যোগান, লালগোলায় চেপে কলকাতা সফর জেলা ব্যবসায়ীদের
মূলত গত বছর র্যাগিংয়ের অভিযোগে উত্তাল হয়েছিল যাদবপুর বিশ্ববিদ্যালয়। হস্টেলে র্যাগিংয়ের জেরে ছাত্র মৃত্যুর অভিযোগে তোলপাড় হয়েছিল রাজ্য-রাজনীতি। ঘটনায় প্রাক্তন এবং বর্তমান পড়ুয়া মিলিয়ে গ্রেফতার করা হয়েছিল একাধিক জনকে। গতবছর ৯ অগাস্ট রাতে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মেন হস্টেলের তিনতলা থেকে পড়ে মৃত্যু হয়েছিল নদিয়ার এক পড়ুয়ার। নেপথ্যে উঠেছিল জঘন্যতম র্যাগিং-এর অভিযোগ। এরপর থেকে বিভিন্ন মহলে বারবার প্রশ্ন উঠছিল র্যাগিং ও তার ওপর নজরদারি নিয়ে। আর এবার মেডিক্যাল কলেজে উঠেছিল র্যাগিংয়ের অভিযোগ।