Jalpaiguri News: 'মাছির উপদ্রব..', আচমকাই জলপাইগুড়ির রাজগঞ্জে হেপাটাইটিস A, C ও লেপ্টোস্পাইরার প্রকোপ, আক্রান্ত বহু, মৃত ১ !
Jalpaiguri Hepatitis A C Leptospira Infection : জলপাইগুড়ির রাজগঞ্জে হেপাটাইটিস A, C ও লেপ্টোস্পাইরার প্রকোপ, আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি একাধিক, বিক্ষোভের মুখে তৃণমূল বিধায়ক, কীভাবে ছড়াল সংক্রমণ ?

জলপাইগুড়ি : জলপাইগুড়ির রাজগঞ্জে হেপাটাইটিস A, C ও লেপ্টোস্পাইরার প্রকোপ। হাসপাতালে গিয়ে বিক্ষোভের মুখে রাজগঞ্জের তৃণমূল বিধায়ক খগেশ্বর রায়।
সন্ন্যাসীকাটা গ্রাম পঞ্চায়েতের চেকরভিটা গ্রামে আক্রান্ত অনেকে। ১ জনের মৃত্যু হয়েছে বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। আক্রান্তদের মধ্যে রাজগঞ্জ গ্রামীণ হাসপাতালে ভর্তি ১২ জন। উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ ও বেসরকারি হাসপাতালে ভর্তি ১০ জন।সন্ন্যাসীকাটার চেরকমারি গ্রামে মুরগীর হ্যাচারিতে মাছির উপদ্রব। হ্যাচারির মাছি থেকে ছড়াতে পারে রোগ, আশঙ্কা গ্রামবাসীদের। গ্রামে গিয়ে নমুনা সংগ্রহ জেলা স্বাস্থ্য ও প্রাণিসম্পদ দফতরের। হাসপাতালে আক্রান্তদের দেখতে গেলে বিধায়ককে ঘিরে বিক্ষোভ।
গত মাসেই বিশ্ব হেপাটাইটিস দিবসকে সামনে রেখে একাধিক কর্মসূচি পালন করেছিল লিভার ফাউন্ডেশন। পৃথিবীকে হেপাটাইটিস মুক্ত করার ডাক দিয়ে পার্ক সার্কাস থেকে ধর্মতলা পর্যন্ত র্যালি করা হয়েছিল। মিছিলে হেঁটেছিলেন চিকিৎসক থেকে কচিকাচারা। হেপাটাইটিসের মতো জটিল রোগ থেকে মুক্ত হোক আমাদের পৃথিবী- মিছিল থেকে দেওয়া হয় এই বার্তা। মিছিলের পাশাপাশি ২৩ জেলায় একটি করে সরকারি সকুলের পড়ুয়াদের নিয়ে হেপাটাইটিস মুক্ত পৃথিবী গড়ার শপথ নেওয়ার অনুষ্ঠানও করা হয় ভার্চুয়াল মাধ্যমে। যদিও অগাস্ট পা দিয়েই উদ্বেগ বাড়ল জলপাইগুড়িতে।
প্রসঙ্গত, বর্ষায় রাজ্য জুড়ে বাড়ছে ডেঙ্গির প্রকোপ। রাতে মশা দিনে মাছি, এই নিয়ে কলকাতায় আছি। কবি ঈশ্বরচন্দ্র গুপ্তের ব্যঙ্গ কবিতার এই পংক্তি এই বঙ্গদেশে যেন আজও প্রাসঙ্গিক। সেই ট্র্যাডিশন যেন, এখনও চলেছে। উদ্বেগ বাড়াচ্ছে মশাবাহিত রোগের সংক্রমণ। বর্ষা আসতেই রাজ্যজুড়ে বেড়েছে ডেঙ্গির প্রকোপ। গত মাসে, রাজ্যে নতুন করে ডেঙ্গি আক্রান্তের সংখ্যা ছিল প্রায় এক হাজার ৩০০। ডেঙ্গির প্রকোপের তালিকায় শীর্ষে ছিল মুর্শিদাবাদ জেলা। উদ্বিগ্ন ছিলেন চিকিৎসকরা। স্বাস্থ্য দফতর সূত্রে খবর, বর্ষা ও বর্ষা পরবর্তী সময়ে যাতে ডেঙ্গির উপরে নিয়ন্ত্রণ রাখা যায়, সেদিকে বিশেষ নজর দেওয়া হচ্ছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।






















