Jalpaiguri News: অনুষ্ঠান বাড়িতে হানা, ঢুকে পড়ল বাড়িতেও, এবার মালবাজারে ভালুক-আতঙ্ক
Jalpaiguri Bear News:আজ সকালে বাটাইগোলা এলাকার একটি বাড়িতে ঢুকে পড়ে ভালুক। বাড়ি থেকে বেরিয়ে পড়েন বাসিন্দারা। আতঙ্কে ঘুম উড়েছে এলাকাবাসীর। ঘটনাস্থলে যাচ্ছেন বন দফতরের কর্মীরা।
রাজা চট্টোপাধ্যায়, জলপাইগুড়ি: এবার জলপাইগুড়ির (Jalpaiguri) মালবাজারে ( Malbazar) ভালুক-আতঙ্ক (bear-panic)। গতকাল মালবাজার পুরসভার ১১ নম্বর ওয়ার্ডে একটি অনুষ্ঠান বাড়িতে হানা দেয় ভালুক। ভালুক যখন হানা দেয়, তখন অতিথি-অভ্যাগতদের বিশেষ কেউ ছিলেন না। অনুষ্ঠান বাড়ি ফাঁকা থাকলেও কর্মীদের মধ্যে ছড়িয়ে পড়ে আতঙ্ক।
এরই মধ্যে আজ সকালে বাটাইগোলা এলাকার একটি বাড়িতে ঢুকে পড়ে ভালুক। বাড়ি থেকে বেরিয়ে পড়েন বাসিন্দারা। আতঙ্কে ঘুম উড়েছে এলাকাবাসীর। ঘটনাস্থলে যাচ্ছেন বন দফতরের কর্মীরা।
Sayantika Banerjee : পথ দুর্ঘটনার কবলে সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়, কেমন আছেন তিনি ?
এর আগেই জলপাইগুড়ি শহরে ভালুক আতঙ্ক ছড়িয়েছে। প্রাতর্ভ্রমণে জারি হয়েছে নিষেধাজ্ঞা। রাতে মাইকে প্রচার করেন জলপাইগুড়ি পুরসভার প্রশাসকমণ্ডলীর ভাইস চেয়ারম্যান। ভালুক ধরতে শহরের ৮ নম্বর ওয়ার্ডের কিং সাহেবের ঘাট সংলগ্ন এলাকায় পাতা হয়েছে খাঁচা। প্রস্তুত রয়েছে ঐরাবত ভ্যান।
কোথাও মিলেছে পায়ের ছাপ, আবার কোথাও সশরীরে দেখা গিয়েছে তেনাকে। এমনটাই খবর জলপাইগুড়ি শহরে।আর তার জেরেই ভালুকের আতঙ্কে কাঁপছে জলপাইগুড়ি শহর।ভালুক ধরতে ঘুম ছুটেছে বনকর্তা থেকে কর্মীদের।ভালুকের খোঁজ পেতে রাতভর চলেছে তল্লাশি চলছে তিস্তা উদ্যান সংলগ্ন এলাকায়।দিনেও খোঁজ চলছে শহরের একাধিক জায়গায়।কিন্তু কোথায় কী!যেন লুকোচুরি খেলছে ভালুক।বন দফতর সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার সকালে সিসি ক্যামেরায় তিস্তা উদ্যানে ভালুকের মতো দেখতে একটি প্রাণী দেখা যায়। মেলে পায়ের ছাপ, রক্তের দাগ।তারপরই খবর আসে, রাতে ভালুকের দেখা গিয়েছে শহরের ৮ নম্বর ওয়ার্ডের কিং সাহেবের ঘাট সংলগ্ন ক্লাব রোড এলাকায়।ভালুকটি রাতে তিস্তা পার করে জেলাশাসকের বাংলো হয়ে তিস্তা উদ্যানে যেতে পারে আশঙ্কায় রাতেই সেখানে পৌঁছন বনকর্তারা।
পাশাপাশি শহরের ৮ নম্বর ওয়ার্ডে কিং সাহেবের ঘাট সংলগ্ন এলাকায় পাতা হয় খাঁচা...মাইকে প্রচার চালিয়ে ঘর থেকে বের হতে বারণ করেন পুরসভার ভাইস চেয়ারম্যান। তার জেরেই গতকাল সকাল থেকে শুনশান ছিল শহরের রাস্তা। তবে বুধবার বিকেল পর্যন্ত ভালুকের দেখা মেলায় বাড়ছে আতঙ্ক। ইতিমধ্যে প্রস্তত রাখা হয়েছে সার্চ লাইট লাগানো ও ট্র্যাঙ্কুলাইজ করার ক্ষমতাসম্পন্ন ঐরাবত ভ্যান
জলপাইগুড়ি বন দফতর সূত্রে জানা গিয়েছে,সিসি ক্যামেরার ফুটেজ দেখার পর ভালুক ধরতে তল্লাশি চলছে। এখনও সন্ধান মেলেনি। বন দফতর সতর্ক রয়েছে। দ্রুত ধরা পড়ুক ভালুক, চাইছেন বাসিন্দারা।