তৃণমূল নেতাদের একাংশের বিরুদ্ধে ফেসবুকে বিস্ফোরক মদন মিত্র
বেআইনিভাবে প্রোমোটিংয়ের চেষ্টা করা হলে কব্জি কেটে নেওয়ারও হুঁশিয়ারি দিয়েছেন তিনি।
কলকাতা: ফেসবুকে ফের বিস্ফোরক মদন মিত্র! এবার কামারহাটি পুরসভা এলাকার মেঘনার মাঠে তৃণমূল নেতাদের একাংশের মদতে প্রোমোটিংয়ের চেষ্টার অভিযোগ তুললেন স্থানীয় তৃণমূল বিধায়ক। বেআইনিভাবে প্রোমোটিংয়ের চেষ্টা করা হলে কব্জি কেটে নেওয়ারও হুঁশিয়ারি দিয়েছেন তিনি। এমনকি বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হবেন বলেও জানিয়েছেন মদন মিত্র।
অন্যদিকে, এই ইস্যুতে সতীর্থের পাশে দাঁড়িয়েছেন তৃণমূলের দমদম-ব্যরাকপুর সাংগঠনিক জেলার সভাপতি পার্থ ভৌমিক। যদিও কামারহাটি পুরসভা সূত্রে খবর, মেঘনা মাঠে এরকম কোনও প্রোমোটিংয়ের খবর তাদের কাছে নেই। এ দিকে, কামারহাটির উন্নয়নে যেকোনও ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন কামারহাটির প্রাক্তন সিপিএম বিধায়ক মানস মুখোপাধ্যায়।
তিনি মদন মিত্র। কার্যত প্রায়ই সংবাদের শিরোনামে উঠে আসেন তিনি। ফেসবুক লাইভেও বেশ জনপ্রিয় তিনি। তাঁর ফেসবুক লাইভ বরাবরই বেশ ট্রেন্ডিং। বিভিন্ন সময়ে বিভিন্ন বিতর্কিত মন্তব্যও করেছেন তিনি। কখনও গান গেয়েছেন, কখনও আবার ভিডিও শ্যুট। এবার সরাসরি নিজের দলের কর্মীদের নিয়েই মন্তব্য করে বসলেন তিনি। উল্লেখ্য, এদিন পরপর দুটি ফেসবুক লাইভ করেছেন কামারহাটির বিধায়ক।
উল্লেখ্য গত ৩ অক্টোবর রেকর্ড মার্জিনে জয় পেয়ে উরনির্বাচনে জেতেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু এরপরই ভবানীপুরে বিজয়োল্লাস করতে গিয়ে বিপত্তি! শীততাপ নিয়ন্ত্রিত ব্যাঙ্কোয়েটে রংমশাল ফেটে বিপত্তি! সামান্য জখম হন মদন মিত্র! ধোঁয়ায় অসুস্থ হন কয়েকজন তৃণমূল কর্মীও।
উল্লেখ্য আইকোর চিটফান্ড মামলায় সম্প্রতি মদন মিত্রকে জিজ্ঞাসাবাদ করে CBI। আর কয়লাকাণ্ডে আইনমন্ত্রী মলয় ঘটককে ED তলব করলেও, এদিন হাজির হলেন না তিনি। চিটফান্ড সংস্থা আইকোরের তদন্তে, সোমবার, কামারহাটির বিধায়ক মদন মিত্রকে জিজ্ঞাসাবাদ করে সিবিআই। CBI সূত্রে খবর, এদিন সল্টলেকের সিজিও কমপ্লেক্সে প্রায় ২ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়। করা হয় বয়ান রেকর্ড। মদন মিত্র জানিয়েছেন, যেখানে ডাকবে যাব। সহযোগিতা করব। তদন্তে সব সাহায্য করব।
আরও পড়ুন: বেগুন খেতের মধ্যে পড়ে প্রকাণ্ড গজরাজ, উত্তরবঙ্গে ফের হাতির মৃত্যুতে চাঞ্চল্য
আরও পড়ুন: North Dinajpur: ভর্তি থাকা শিশুর মায়ের সঙ্গে শ্লীলতাহানির অভিযোগ নার্সিংহোমের কর্মীর বিরুদ্ধে
আরও পড়ুন: Hooghly : রেললাইনের ধারে ভিডিও শ্যুটে ব্যস্ত, কানে ঢোকেনি হর্ন ; ট্রেনের ধাক্কায় মৃত্যু কিশোরের