Kasba Case: মুখ খুললে ভিডিও করে ভাইরাল করার হুমকি, পুলিশের কাছে অভিযোগ কসবাকাণ্ডের নির্যাতিতার
Kolkata News: আরজি কর কাণ্ডের স্মৃতি এখনও টাটকা। সেই ঘটনার বছর ঘোরার আগেই ফের গণধর্ষণের শিকার এক ছাত্রী। আর এবারও সেই কলকাতা।

কলকাতা: সাউথ ক্যালকাটা ল' কলেজেই 'গণধর্ষণের' (Kasba Case) শিকার কলেজেরই ছাত্রী। ঘটনা তিনজনকে গ্রেফতার করেছে ৩ জনকে। ধৃতদের মধ্যে একজন কলেজের প্রাক্তনী, ২ জন বর্তমান পড়ুয়া। শুধু গণধর্ষণই নয়, অভিযোগ গণধর্ষণের আগে ফুটেজ তুলে রাখা হয়েছিল। পুলিশের কাছে গেলে সেই ফুটেজ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করে দেওয়া হবে বলেও হুমকি দেয় অভিযুক্তরা।
আরজি কর কাণ্ডের স্মৃতি এখনও টাটকা। সেই ঘটনার বছর ঘোরার আগেই ফের গণধর্ষণের শিকার এক ছাত্রী। আর এবারও সেই কলকাতা। নিজের কলেজেই গণধর্ষণের শিকার হতে হল সাউথ ক্যালকাটা ল' কলেজের ছাত্রীকে। ঘটনায় মূল অভিযুক্ত কলেজের TMCP-র প্রাক্তন ইউনিট প্রেসিডেন্ট মনোজিৎ মিশ্র (৩১) সহ ৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। গণধর্ষণে অভিযুক্ত তৃণমূলকর্মী আবার কলেজেরই অস্থায়ী কর্মী মনোজিৎ মিশ্র। আরও দুই অভিযুক্ত ল' কলেজেরই ছাত্র প্রমিত মুখোপাধ্যায় এবং জায়েব আহমেদ।
সূত্রের খবর, পুলিশের কাছে কসবাকাণ্ডের নির্যাতিতা জানিয়েছেন, 'কলেজের ইউনিয়ন রুমে প্রথমে শ্লীলতাহানি করা হয়। তারপর গার্ডরুমে জোর করে নিয়ে যাওয়া হয়। গার্ডরুমে নিয়ে গিয়ে কুপ্রস্তাব দেওয়া হয়। কুপ্রস্তাবে রাজি না হওয়ায় গণধর্ষণ করা হয়। গণধর্ষণের আগে ফুটেজ তুলে রাখা হয়েছিল। পুলিশের কাছে গেলে বা মুখ খুললে সেই ফুটেজ সোশাল মিডিয়ায় প্রকাশের হুমকি দেওয়া হয়।''
কলেজের প্রথম সিমেস্টারের ছাত্রীর দাবি, বুধবার বিকেল সাড়ে চারটের পর তাঁকে কলেজে কিছুক্ষণ থাকতে বলেন মনোজিৎ। ছাত্রীর দাবি, প্রথমে ইউনিয়ম রুমের বাইরে দীর্ঘক্ষণ বসিয়ে রাখা হয়। পরে ইউনিয়ন রুমের মধ্যে তাঁর শ্লীলতাহানি করা হয়, এমনকী বিয়ের প্রস্তাব দেন মনোজিৎ। অভিযোগ, সন্ধে সাড়ে ৭টা নাগাদ জোর করে নিয়ে যাওয়া হয় ইউনিয়ম রুমের পাশের ঘরে। সেখানে কুপ্রস্তাব দেওয়া হয়। রাজি না হওয়ায় রাত ১০টা ৫০ পর্য়ন্ত যৌন নির্যাতন চালায় মনোজিৎ। ওই সময় বাইরে পাহারা দিচ্ছিল প্রমিত ও জাহিদ। অভিযোগকারিণীর অভিযোগ, ঘটনার ভিডিও তুলে তাঁকে ব্ল্যাকমেলও করা হয়। ঘটনার পর কোনও মতে কলেজ থেকে বেরিইয়ে বাড়িতে খবর দেন ছাত্রী, অভিযোগ জানানো হয় কসবা থানায়। পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার রাতে কসবার তালবাগান থেকে মনোজিৎ ও জাহিদকে গ্রেফতার করা হয়। পরে ধরা পড়ে প্রমিত।






















