Mamata Banerjee: 'কেষ্টকে ভোলা যাবে না, বিনা কারণে আটকে রেখেছে' ফের অনুব্রতর পাশে থাকার বার্তা মমতার
২০২২ সালের ১১ অগাস্ট বোলপুরের বাড়ি থেকেই ইডির হাতে গ্রেফতার হন অনুব্রত। ২৬ এপ্রিল, ২০২৩: গরু পাচার মামলায় গ্রেফতার অনুব্রত মেয়ে সুকন্যা।
কলকাতা: তিহাড় জেলে (Tihar Jail) সকন্যা-কেষ্ট, ফের পাশে থাকার বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। 'কেষ্টকে ভোলা যাবে না, বিনা কারণে আটকে রাখা হয়েছে'। জেলবন্দি কেষ্টর পাশে দাঁড়িয়ে ফের দলীয় নেতৃত্ব বুঝিয়ে দিলেন নেত্রী (TMC Mamata Banerjee)। সূত্রের খবর গরু পাচার মামলায় প্রায় দেড় বছরে জেলবন্দি কেষ্টর পাশে দাঁড়িয়ে তৃণমূলনেত্রী বার্তা দিয়েছেন 'জেল থেকে বেরোলে জায়গা ফেরত পাবে অনুব্রত, কাজে লাগাতে হবে ঘনিষ্ঠদের'।
পাশাপাশি, লোকসভা নির্বাচনের আগে কেষ্টর গড় বীরভূমে বড়সড় সিদ্ধান্ত নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ৯ জনের কোর কমিটির পরিবর্তে ৫ জনের উপর সাংগঠনিক দায়িত্ব দেওয়া হল। বাদ পড়লেন কাজল শেখ। গরুপাচার মামলায় বীরভূমের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল গ্রেফতারের পর দায়িত্ব পেয়েছিলেন তৃণমূল নেতা কাজল শেখ। তাঁকে সামনে রেখেই তৈরি করা হয়েছিল কোর কমিটি। তবে এবার বাদ পড়লেন তিনি। বীরভূমে (Birbhum) তৃণমূলের কোর কমিটি ৯ থেকে কমে হল ৫ সদস্যের।
কারা থাকছেন কোর কমিটিতে: কোর কমিটিতে থাকছেন চন্দ্রনাথ সিন্হা, বিকাশ রায় চৌধুরী, অভিজিৎ সিন্হা, আশিস বন্দ্যোপাধ্যায়, সুদীপ্ত ঘোষ। সূত্রের খবর, লোকসভা ভোটে ফের প্রার্থী হচ্ছেন শতাব্দী রায়, অসিত মাল। ভোটে প্রার্থী হওয়ার কারণে কোর কমিটি থেকে সরিয়ে নতুন দায়িত্ব দেওয়া হল শতাব্দী, অসিত মালকে।
কাজলের ভূমিকায় ক্ষোভ: কেন বাদ পড়লেন কাজল শেখ (Kajal Seikh)? সূত্রের খবর তাঁর ভূমিকায় ক্ষুব্ধ মমতা বন্দ্যোপাধ্যায়। কেষ্টহীন বীরভূমের (Birbhum) কোর কমিটি থেকে তাই সরিয়ে দেওয়া হয় কাজল শেখকে। নানুর-কেতুগ্রাম ছাড়া কাজল শেখকে জেলার কোনও সংগঠন না দেখার নির্দেশ দেওয়া হয়েছে তাঁকে। জানা গিয়েছে পৌষ মেলার সময় কাজল শেখ বৈঠক ছেড়ে বেরিয়ে আসায় ক্ষুব্ধ তৃণমূলনেত্রী। বীরভূম জেলা সভাধিপতিকে প্রশ্ন ক্ষুব্ধ নেত্রীর প্রশ্ন, এত সাহস পেলে কীভাবে? দল কাউকে দায়িত্ব দিলে, সরাতেও পারে'। এদিন বীরভূমে (Birbhum) তৃণমূলের (TMC) সংগঠন নিয়ে উদ্বেগ প্রকাশ করে নেত্রী বলেন, 'কেষ্ট থাকতে এসব ভাবতে হয়নি, আজ ভাবতে হচ্ছে, বৈঠক করতে হচ্ছে। বীরভূমে সংগঠন দেখার দায়িত্ব কাজল-বিহীন ৮ সদস্যের কোর কমিটিকে'। অন্যদিকে বিজেপির (BJP) সভার পরের দিনই পাল্টা সভা করতে বীরভূম নেতৃত্বকে নির্দেশ দিয়েছেন মমতা। 'সামনে খুব বড় লড়াই, তৈরি হতে হবে' জানিয়েও দলীয় বৈঠকে বার্তা দিয়েছেন মমতা।
একসময়ে বীরভূমে তৃণমূলের ভোট ম্য়ানেজার ছিলেন অনুব্রত মণ্ডল। ভোট মানেই তাঁর হুমকি-হুঁশিয়ারিতে সরগরম হয়ে উঠত রাজ্য় রাজনীতি। নানান ভাইরাল স্লোগানে কাঁপিয়েছেন জেলা। কিন্তু, আপাতত তিনি জেলা থেকে বহু দূরে। ২০২২ সালের ১১ অগাস্ট বোলপুরের (Bolpur) বাড়ি থেকেই ইডির হাতে গ্রেফতার হন অনুব্রত। ২৬ এপ্রিল, ২০২৩ গরু পাচার মামলায় গ্রেফতার হয় অনুব্রতর মেয়ে সুকন্যা (Sukanya Mondal)। তবে মমতা বন্দ্য়োপাধ্যায় যে তাঁর পাশেই রয়েছেন, সে কথা ফের একবার স্পষ্ট করেছেন দলীয় নেত্রী নিজেই।
আরও পড়ুন: Dilip Ghosh: 'নেতাজির নামে রাজনীতি, জন্মজয়ন্তীতে মূর্তি পরিষ্কার করেনি..', মন্তব্য দিলীপের