Kolkata Municipal Election Result 2021 : খাতা খুলল কংগ্রেস, ১৩৭ নম্বর ওয়ার্ডে জয়ী কংগ্রেস প্রার্থী
Congress Candidate Wasim Ansari : কলকাতা পুরভোটের ফলাফলে প্রাথমিক ট্রেন্ডে অনেকটাই এগিয়ে তৃণমূল। তবে, একটি আসনে ইতিমধ্যেই জয়ের মুখ দেখল কংগ্রেস...
কলকাতা : কলকাতা পুরভোটের ফলাফলে প্রাথমিক ট্রেন্ডে অনেকটাই এগিয়ে তৃণমূল। তবে, খাতা খুলল কংগ্রেস। ১৩৭ নম্বর ওয়ার্ডে জয়ী কংগ্রেস প্রার্থী ওয়াসিম আনসারি।
এদিকে ৪৫ নম্বর ওয়ার্ডেই এগিয়ে কংগ্রেস প্রার্থী সন্তোষ পাঠক। ভোটের দিন বিবাদী বাগ এলাকায় ৪৫ নম্বর ওয়ার্ডে উত্তেজনা ছড়ায়। মেলে ভুয়ো ভোটারের খোঁজ। হাতেনাতে ধরে ফেলেন কংগ্রেস প্রার্থী সন্তোষ পাঠক (Santosh Pathak)। তাদের পুলিশের হাতে তুলে দেওয়ার চেষ্টা করা হলেও তারা পালিয়ে যায়। ঘটনায় তৃণমূল কংগ্রেস (TMC) কর্মীরা ভিড় জমান। কংগ্রেস ও তৃণমূল প্রার্থীর মধ্যে শুরু হয় বচসা। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
আরও পড়ুন ; একদা শোভন-গড়ে বিপুল ভোটে এগিয়ে রত্না
মঙ্গলবার সকাল থেকেই উত্তেজনার পারদ চড়ছে মহানগরে (Kolkata)। ভোট গণনা শুরু হতেই প্রাথমিক ট্রেন্ডে এগিয়ে তৃণমূল কংগ্রেস (TMC)। বেহালার ১৩১ নম্বর ওয়ার্ডে এগিয়ে রয়েছেন তৃণমূল প্রার্থী রত্না চট্টোপাধ্যায় (Ratna Chatterjee)। এছাড়াও এগিয়ে রয়েছেন ৮২ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী ফিরহাদ হাকিম (Firhad Hakim)। তিনি কলকাতা পুরকর্পোরেশনের বিদায়ী মেয়রও (Mayor)। রাসবিহারীর বিধায়ক দেবাশিস কুমার পুরভোটে প্রার্থী হয়েছেন ৮৫ নম্বর ওয়ার্ড থেকে। ইতিমধ্যেই এগিয়ে রয়েছেন তৃণমূলের এই প্রার্থী।
এদিকে নিকটতম প্রতিদ্বন্দ্বীর থেকে অনেকটাই এগিয়ে মুখ্যমন্ত্রীর ( CM Mamata Banerjee ) ভ্রাতৃবধূ কাজরী বন্দ্যোপাধ্যায়। মমতা বন্দ্যোপাধ্যায়ের ( CM Mamata Banerjee ) ওয়ার্ড বলে পরিচিত কলকাতা পুরসভার (Kolkata Municipal Corporation) ৭৩ নং ওয়ার্ড। সেই ওয়ার্ডেই এবার প্রার্থী হন কাজরী।
এখনও পর্যন্ত মোট ১৩৩টি ওয়ার্ডে এগিয়ে তৃণমূল কংগ্রেস। ১৪০ নম্বর ওয়ার্ডে জয়ী তৃণমূল কংগ্রেসের আবু মহম্মদ তারিক। তৃণমূল এগিয়ে ১৩৩টি ওয়ার্ডে, বিজেপি এগিয়ে ৩টি ওয়ার্ডে, বামফ্রন্ট এগিয়ে ৩টি ওয়ার্ডে, কংগ্রেস এগিয়ে ২টি ওয়ার্ডে, নির্দল প্রার্থীরা এগিয়ে ২টি ওয়ার্ডে। ২২ নম্বর ওয়ার্ডে এগিয়ে বিজেপি প্রার্থী মীনাদেবী পুরোহিত। ১০৮ নম্বর ওয়ার্ডে এগিয়ে তৃণমূল প্রার্থী সুশান্ত কুমার ঘোষ।