Kolkata: পুলিশ পরিচয়ে তোলাবাজির অভিযোগ, রাজারহাট থেকে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার ১
Kolkata News: রবিবার রাতে রাজারহাটের হারোয়া খাল এলাকা থেকে ওই অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। তার কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র এবং এক রাউন্ড গুলি উদ্ধার হয়েছে।
![Kolkata: পুলিশ পরিচয়ে তোলাবাজির অভিযোগ, রাজারহাট থেকে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার ১ Kolkata: accused disguised as Police arrested with firearms from Rajarhat Kolkata: পুলিশ পরিচয়ে তোলাবাজির অভিযোগ, রাজারহাট থেকে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার ১](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/04/04/ed2850391c57d4b30d98d0dc284de8a6_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
রঞ্জিত সাউ, কলকাতা: পুলিশ (Police) পরিচয় দিয়ে তোলাবাজির (Extortion) অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। অভিযোগ পেয়ে তাকে গ্রেফতার করেছে রাজারহাট থানার পুলিশ (Rajarhat Police Station)। সেই সঙ্গে উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র (firearms) এবং এক রাউন্ড গুলি। ধৃতকে আজ বারাসত (Barasat) আদালতে তোলা হয়।
পুলিশ পরিচয়ে তোলাবাজি
পুলিশ পরিচয় দিয়েই চলত তোলাবাজি। পুলিশ সূত্রে খবর, রাজারহাট এলাকায় বিভিন্ন জায়গায় পুলিশ পরিচয় দিয়ে হুমকি দিয়ে তোলাবাজি করার অভিযোগ আসছিল এক যুবকের বিরুদ্ধে। সেই অভিযোগ পাওয়ার পর তদন্তে নামে রাজারহাট থানার পুলিশ।
গতকাল অর্থাৎ রবিবার রাতে রাজারহাটের হারোয়া খাল এলাকা থেকে ওই অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। তার কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্র এবং এক রাউন্ড গুলি উদ্ধার হয়েছে। ধৃতের নাম ছিদাম মণ্ডল। ধৃতের বাড়ি উত্তর ২৪ পরগণার শাসন থানার খড়িবাড়ি এলাকায়। ধৃতকে আজ বারাসত আদালতে তোলা হয়।
বিধাননগর থেকে আগ্নেয়াস্ত্র উদ্ধার
অন্যদিকে সল্টলেকের ছয়নাভি এলাকায় একটি ঘটনা ঘটে। সেখান থেকে তিন দুষ্কৃতীকে গ্রেফতার করে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ। উদ্ধার করা হয়েছে ২ রাউন্ড গুলি সহ একটি আগ্নেয়াস্ত্র। পুলিশ সূত্রে খবর ওই এলাকারই বাসিন্দা এই ধৃত তিন ব্যক্তি। খবর মিলেছে এর আগেও বিভিন্ন অসামাজিক কাজের সঙ্গে যুক্ত ছিল এই তিনজন।
গতকাল অর্থাৎ রবিবার রাতে সূত্র মারফত খবর পায় পুলিশ। এরপর ওই এলাকায় হানা দেয় পুলিশ। সেখান থেকেই তিন দুষ্কৃতীকে গ্রেফতার করে পুলিশ। শুরু হয়েছে জেরা। তাঁদের কাছে আগ্নেয়াস্ত্র কোথা থেকে এল, সেই বিষয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।
আজ অর্থাৎ সোমবার অভিযুক্তদের বিধাননগর আদালতে তোলা হবে। ধৃতদের নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে বলে পুলিশ সূত্রে খবর। এদের সঙ্গে আরও কারও যোগ রয়েছে কিনা সেটা খতিয়ে দেখছে বিধাননগর দক্ষিণ থানার পুলিশ।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)