Kolkata Metro: নির্বিঘ্নে সম্পন্ন কাজ, বউবাজারে ইস্ট-ওয়েস্ট মেট্রোর টানেলে কংক্রিট বেস স্ল্যাব বসল
Kolkata News: কংক্রিট বেস স্ল্যাব তৈরির কাজ নির্বিঘ্নে সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে KMRCL।

কলকাতা: বউবাজারে (Bowbazar) ইস্ট-ওয়েস্ট মেট্রোর (East-West Metro) টানেলে কংক্রিট বেস স্ল্যাব তৈরির কাজ শেষ করল KMRCL। বউবাজারে (Bowbazar) ইস্ট ওয়েস্ট মেট্রোর কাজ চলার সময় বিপর্যয় ঘটে। ধসে পড়ে বাড়ি। একাধিক বাড়িতে ফাটল ধরে। কংক্রিট বেস স্ল্যাব তৈরির কাজ নির্বিঘ্নে সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে KMRCL।
কাজ শেষ করল KMRCL: বউবাজারে ইস্ট-ওয়েস্ট মেট্রোর টানেলে কংক্রিট বেস স্ল্যাব তৈরির কাজ শেষ করল KMRCL। মাত্র ৫ মাস আগে, বউবাজারে ইস্ট ওয়েস্ট মেট্রোর কাজ চলার সময় বিপর্যয় ঘটে। একাধিক বাড়িতে ফাটল ধরে। কংক্রিট বেস স্ল্যাব তৈরির কাজ নির্বিঘ্নে সম্পন্ন হয়েছে বলে জানিয়েছে KMRCL।
বউবাজারের চোখে ফের জল: বউবাজারে ফাটল বিপর্যয়, ধুয়ে যাচ্ছে মাটি, বউবাজারের চোখে ফের জল। ঠাঁই ফের হোটেলে মুহূর্তে চুরমার স্বপ্নের ঘর । এক ঝটকায় ফের মাথার ওপর থেকে সরে যাওয়া ছাদ ! এ ছবি, মাত্র ৫ মাস আগের । কিছুটা সামলে উঠে, বউবাজারে ইস্ট-ওয়েস্ট মেট্রোর টানেলে কংক্রিট বেস স্ল্যাব তৈরির কাজ শেষ করল KMRCL কর্তৃপক্ষ । ২০১৯ সালে প্রথমবার, টানেলে বিপর্যয়ের পর মাঝের অংশের কাজ শেষ করা যায়নি।
২০২২ সালে দ্বিতীয়বার ফাটল তৈরি হয় এই কংক্রিট বেস স্ল্যাব তৈরির সময় । দ্বিতীয় বিপর্যয় কাটিয়ে ওঠার আগেই ধেয়ে আসে তৃতীয় বিপর্যয়। ফলে সেই কাজ আর শেষ হয়নি । এই পরিস্থিতিতে মেট্রোর টানেলে কংক্রিট বেস স্ল্যাব তৈরির জন্য সাড়ে ৪ মিটার অংশের কাজ বাকি ছিল। এর মধ্যেই, বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে মাটি শক্ত করতে গ্রাউটিং করা হচ্ছিল ।
মেট্রো সূত্রে খবর,ফের বিপদের আশঙ্কায় এবার আগেভাগেই ৩টি বাড়ির ৪৫ জনকে হোটেলে সরানো হয়। কংক্রিট বেস স্ল্যাব তৈরির কাজ নির্বিঘ্নেই শেষ হয়েছে বলে জানিয়েছে KMRCL । সূত্রের খবর, এরপর সুড়ঙ্গের রিং তৈরির কাজ শুরু হবে । এই কংক্রিট বেডের ওপর লাইন পাতা হলে, ট্রায়াল রানের জন্য এই অংশের ওপর দিয়ে রেক নিয়ে যাওয়া যাবে ধর্মতলা থেকে হাওড়া পর্যন্ত। সম্প্রতি রেল বোর্ডের চেয়ারম্যান নির্মাণকারী সংস্থার সঙ্গে ভিডিও কনফারেন্সে সবধরনের সমস্যা নিয়ে আলোচনা করেন। জানা গেছে, ২০২৩- ডিসেম্বরে কাজ শেষের লক্ষ্যমাত্রা নিয়ে এগোচ্ছে কেএমআরসিএল কর্তৃপক্ষ ।
আরও পড়ুন: South 24 Parganas:আগ্নেয়াস্ত্র সহ দুষ্কৄতিকে গ্রেফতার করল সোনারপুর থানার পুলিশ






















