Kolkata News: রাত ৩টে থেকে অপেক্ষা, ইতিহাসের সাক্ষী হতে উপচে পড়ছে ভিড়, শিয়ালদা মেট্রো স্টেশন থেকে শুরু হল পরিষেবা
East West Metro: শিয়ালদায় ইস্ট-ওয়েস্ট মেট্রো পরিষেবা চালু হওয়াকে কেন্দ্র করে যাত্রীদের মধ্যে উন্মাদনা।
![Kolkata News: রাত ৩টে থেকে অপেক্ষা, ইতিহাসের সাক্ষী হতে উপচে পড়ছে ভিড়, শিয়ালদা মেট্রো স্টেশন থেকে শুরু হল পরিষেবা Kolkata East West Metro Service from Sealdah to Salt Lake Sector 5 kickstarts crowd lined up since midnight Kolkata News: রাত ৩টে থেকে অপেক্ষা, ইতিহাসের সাক্ষী হতে উপচে পড়ছে ভিড়, শিয়ালদা মেট্রো স্টেশন থেকে শুরু হল পরিষেবা](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/07/14/8ed66d1e9c3e8407a25d048bf86f3ce41657763925_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা: শিয়ালদা মেট্রো স্টেশন (Sealdah Metro Station) থেকে শুরু হল যাত্রী পরিষেবা। সকাল ৬টা বেজে ৫৫ মিনিটে ছাড়ল মেট্রোর প্রথম ট্রেন (Kolkata Metro Services)। ইতিহাসের সাক্ষী হতে সকাল থেকেই মেট্রো স্টেশনে ভিড় দেখা গেল। কেউ আবার প্রথম মেট্রোর যাত্রী হতে রাত ৩টেয় শিয়ালদা পৌঁছে গিয়েছেন বলে জানা গেল। সব মিলিয়ে শিয়ালদায় ইস্ট-ওয়েস্ট মেট্রো পরিষেবা (East West Metro) চালু হওয়াকে কেন্দ্র করে যাত্রীদের মধ্যে উন্মাদনা। একমাত্র রবিবার ছাড়া প্রতিদিনই শিয়ালদা থেকে সেক্টর ফাইভ চলাচল করবে মেট্রো। এই রুটে চলবে ১০০টি ট্রেন।
শিয়ালদা থেকে শুরু হল মেট্রো পরিষেবা
শিয়ালদা থেকে মেট্রো পরিষেবা চালু হওয়য়া সোজা সল্টলেকের সেক্টর ফাইভ পর্যন্ত যাওয়া যাচ্ছে। বৃহস্পতিবার সকাল ৬টা ৫৫-য় প্রথম ট্রেনটি ছাড়ে। উল্টো দিকে সেক্টর ফাইভ থেকে সকাল ৭টায় শিয়ালদার উদ্দেশে প্রথম ট্রেনটি ছাড়ে। শিয়ালদা থেকে শেষ ট্রেন ছাড়বে রাত ৯.৩৫-এ। সেক্টর ফাইভ থেকে শেষ ট্রেনের টাইম রাত ৯টা ৪০-এ। সোম থেকে শনিবার পর্যন্ত ইস্ট ওয়েস্ট মেট্রোয় প্রতিদিন মোট ১০০টি করে ট্রেন ছুটবে। তবে রবিবার দিন সম্পূর্ণ বন্ধ থাকবে এই পরিষেবা।
শিয়ালদা থেকে ছুটল মেট্রো
মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছেন, এই মুহূর্তে অফিসটাইমে ১৫ মিনিট অন্তর ট্রেন চালানো হবে। বাকি সময় মেট্রো চলবে ২০ মিনিট অন্তর। শিয়ালদা স্টেশন থেকে মেট্রোয় চেপে বসলেই প্রথম স্টেশন পড়বে ফুলবাগান, তার পর একে একে সল্টলেক স্টেডিয়াম, বেঙ্গল কেমিক্যাল, সিটি সেন্টার, সেন্ট্রাল পার্ক, করুণাময়ী হয়ে সোজা সেক্টর ফাইভ পৌঁছে যাবে মেট্রো।
গাড়িতে শিয়ালদা স্টেশন থেকে সল্টলেক সেক্টর ফাইভ যেতে ১ ঘণ্টা সময় লাগে। ইস্ট ওয়েস্ট মেট্রোয় সেইসময়ই লাগবে মাত্র ২১ মিনিট। এখন পর্যন্ত ইস্ট-ওয়েস্ট মেট্রোর সব থেকে বড় স্টেশন হল শিয়ালদা। যাত্রীদের সুবিধার কথা মাথায় রেখে স্টেশনে রাখা হয়েছে ৯টি সিঁড়ি, ১৮টি এসক্যালেটর। ওঠানামার জন্য থাকছে মোট ৫টি লিফট। যাত্রীদের সুবিধার জন্য রয়েছে ২৭টি টিকিট কাউন্টার। এই প্রথম কোনও মেট্রো স্টেশনে থাকছে ডবল ডিসচার্জ প্ল্যাটফর্ম, অর্থাৎ প্ল্যাটফর্মের দু’পাশেই থাকবে ওঠা নামার সুবিধা।
শহরের পরিবহণে পরিষেবায় নতুন পালক যোগ হল
এই মেট্রো পরিষেবায় শহর কলকাতার পরিবহণ ব্যবস্থার আমূল পরিবর্তন ঘটবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। কারণ এই মুহূর্তে উত্তর কলকাতা থেকে সল্টলেকের দিকে আসা মানুষের প্রধান ভরসাই হল ট্রেন। বিধাননগর রোড স্টেশনের এই বাদুড়ঝোলা ভিড় অনেকটাই কমবে বলে আশা মেট্রো কর্তাদেরও। তাই প্রথম দিন বলে নয়, সপ্তাহের সব দিনই মেট্রোয় এই ভিড় দেখা যাবে বলে আশাবাদী তাঁরা।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)