Kolkata News : তিন ছেলে-মেয়ের মা, ঠিকানা রাস্তা, এখন হাসপাতাল, ফেরাতে এল না কেউ
Kolkata News : হার্টের রোগ ধরা পড়ে বৃদ্ধার। পরিস্থিতি সামাল দিতে অস্থায়ী পেসমেকার বসানো হয়। ছেলে-মেয়ে এল না কেউ !
ঝিলম করঞ্জাই, কলকাতা : তিন-তিনজন ছেলে-মেয়ের মা তিনি। কিন্তু দায়িত্ব নিতে নারাজ কেউ। আর সেই কারণেই গত মার্চ মাস থেকে, ৬১-র রেনু চট্টোপাধ্য়ায়ের ঠিকানা, এম আর বাঙুর হাসপাতালের সিসিইউ। হাসপাতাল সূত্রে খবর, মার্চ মাসের শুরুতে, এক ব্য়ক্তি তাঁকে রাস্তা থেকে তুলে, অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করেন।
চিকিৎসা চলাকালীন হার্টের রোগ ধরা পড়ে বৃদ্ধার। পরিস্থিতি সামাল দিতে অস্থায়ী পেসমেকার বসানো হয়।তারপর থেকে সরকারি হাসপাতালের CCU তাঁর ঠিকানা। অসুস্থ বৃদ্ধা রেনু চট্টোপাধ্য়ায় জানালেন, 'আমি রয়েছি এখানে। আমার ছেলে মেয়ে রয়েছে। ছোট ছেলে আমার সঙ্গে রাস্তায় থাকত।'
হাসপাতাল সূত্রে খবর, কিছুদিন আগে বৃদ্ধার অপারেশনের জন্য় খোঁজ শুরু হয় তাঁর ছেলেমেয়েদের। হাসপাতালে তিনি নিজেই জানান, বড় ছেলে সল্টলেকের বৈশাখী আবাসনে থাকেন। মেয়ে থাকেন হাবড়ায়। আর ছোট ছেলে তাঁর সঙ্গেই ছিলেন রাস্তায়। এম আর বাঙুর আউটপোস্টের পুলিশের তরফ থেকে যোগাযোগ করা হয় ছেলে মেয়েদের সঙ্গে। তবে কারও থেকেই পাওয়া যায়নি সদুত্তর। মেডিক্য়াল সুপার শিশির নস্কর বলেন, আমাদের চিন্তা যদি অন্য় কোনও রোগ হয় তখন কী হবে । একটা বেড আটকে।
হাসপাতাল সূত্রে খবর, ,সমস্য়ার সমাধান করতে শনিবার এম আর বাঙুর আউটপোস্টের পুলিশ আধিকারিক এবং বিধাননগর উত্তর থানার পুলিশ আধিকারিকরা যৌথভাবে যাবেন বৃদ্ধার বড় ছেলের বাড়িতে।
আরও পড়ুন :
আমন্ত্রণ তালিকায় চমক ! মোদির শপথগ্রহণে নেমন্তন্ন পেয়েছেন বহু সাফাইকর্মী থেকে নির্মাণকর্মী
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে