Suvendu Adhikari: ডিসেম্বর ডেডলাইন নিয়ে সাসপেন্স, নাম না করে দিলীপকেই কটাক্ষ শুভেন্দুর
ডিসেম্বরের পর এবার শুভেন্দু অধিকারীর মুখে জানুয়ারির প্রসঙ্গ। হুঁশিয়ারি এক। কিন্তু নতুন ডেডলাইন। নতুন মাস। আর এবার প্রশ্ন, জানুয়ারিতে কী হবে?
কলকাতা: ডিসেম্বর সাসপেন্স নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য় করেছেন দিলীপ ঘোষ (Dilip Ghosh)। ডিসেম্বরে শীতে কাঁপবে রাজ্য়বাসী, না কি রাজনৈতিক ভূমিকম্পে, না কি কোনওটারই দেখা মিলবে না? তা আর কয়েকদিনের মধ্য়েই বোঝা যাবে।
এদিন মমতা (Mamata Banerjee)-অভিষেকের (Abhishek Banerjee) বাড়ির কাছেই শুভেন্দু (Suvendu Adhikari)-সুকান্তর (Sukanta Majumdar) হুঙ্কার। ১২-১২র ডেডলাইন পার, বাকি রইল ২ । একটা তারিখ চলে গেল। রইল বাকি দুই। শুভেন্দু অধিকারীর তিন তারিখের ডিসেম্বর সাসপেন্সের প্রথম ধাপে অর্থাৎ সোমবার প্রকাশ্য়ে অন্তত বড় কিছু ঘটল না। প্রথমে শুধু ডিসেম্বর মাসের উল্লেখ করে হুঁশিয়ারি দিয়েছিলেন শুভেন্দু। আর তারপর একেবারে তারিখ ধরে ধরে!
১২ ডিসেম্বর, ১৪ ডিসেম্বর, ২১ ডিসেম্বর । শুভেন্দুর ৩ তারিখের মধ্য়ে সোমবার ছিল ১২ ডিসেম্বর। অর্থাৎ একটা দিন চলে গেল। এবার জল্পনা বাকি ২টি তারিখ নিয়ে অর্থাৎ আগামী বুধবার ও তার পরের বুধবার। ১টা তারিখ কেটে যেতেই শুভেন্দু অধিকারীকে কটাক্ষ করেছেন কুণাল ঘোষ (Kunal Ghosh)।
ডিসেম্বরের পর এবার শুভেন্দু অধিকারীর মুখে জানুয়ারির (January) প্রসঙ্গ । হুঁশিয়ারি এক। কিন্তু নতুন ডেডলাইন। নতুন মাস। আর এবার প্রশ্ন, জানুয়ারিতে কী হবে? কিন্তু এরইসঙ্গে সোমবার হাজরা থেকে শুভেন্দু যা বললেন তা রাজনৈতিক মহলে নতুন জল্পনাও উস্কে দিল । প্রশ্ন উঠে গেল, তৃণমূলকে (TMC) আক্রমণ করতে গিয়ে কি নিজের দলেরই অন্য়তম শীর্ষ নেতা দিলীপ ঘোষকে (Dilip Ghosh) খোঁচা দিলেন শুভেন্দু (Suvendu Adhikari) ?
প্রশ্ন উঠছে, তার কারণ, প্রতিদিনই মর্নিং ওয়াকে বেরিয়ে সাংবাদিকদের নানা প্রশ্নের উত্তর দেন দিলীপ (Dilip Ghosh)। সোমবার শুভেন্দুর ডিসেম্বর সাসপেন্স প্রসঙ্গে ইঙ্গিতপূর্ণ মন্তব্য় শোনা যায় দিলীপ ঘোষের গলায়। আর তারপরই সন্ধেয় হাজরার সভা থেকে শুভেন্দুর মুখে উঠে আসে মর্নিং ওয়াকের প্রসঙ্গ।
দিলীপ ঘোষের সঙ্গে কি তাহলে কোনও দ্বন্দ্ব তৈরি হয়েছে শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari)? এই জল্পনা জোরাল হতেই কটাক্ষ ছুঁড়ে দিয়েছেন কুণাল ঘোষ(Kunal Ghosh) । ডিসেম্বরের পর এবার শুভেন্দুর জানুয়ারি সাসপেন্স। আদালতের প্রসঙ্গ টেনে রাজনৈতিক হুঁশিয়ারি ? কখনও মাস, কখনও তারিখ। হুঁশিয়ারি-হুমকি! আর তার সঙ্গে জোর জল্পনা ।