Metro Rail Price: ভাড়া বাড়ছে না মেট্রোর! সুখবর শোনাল কর্তৃপক্ষ, কোন লাইনে?
Kolkata Metro: সম্প্রতি দমদম ও নিউ গড়িয়া স্টেশন থেকে শেষ মেট্রো ছাড়ছে রাত ১০টা ৪০-এ। সূত্রের দাবি, শেষ মেট্রোয় যাত্রী সংখ্যা খুবই কম হচ্ছে।
কলকাতা: এখনই ভাড়া বাড়ছে না মেট্রোর! এমনটাই এদিন জানিয়ে দিল মেট্রো কর্তৃপক্ষ। ব্লু লাইনে শেষ মেট্রোর ভাড়া বৃদ্ধির কথা এর আগে জানান হয়েছিল। তবে সেই ভাড়া এখনই বৃদ্ধি করছে না মেট্রো রেল। 'টেকনিক্যাল কারণে' আপাতত সিদ্ধান্ত স্থগিত, এমনটাই সোশাল মাধ্যমে পোস্ট করে জানান হয়েছে।
যাত্রীদের সুবিধার কথা ভেবে সম্প্রতি দমদম ও নিউ গড়িয়া স্টেশন থেকে শেষ মেট্রো ছাড়ছে রাত ১০টা ৪০-এ। সূত্রের দাবি, শেষ মেট্রোয় যাত্রী সংখ্যা খুবই কম হচ্ছে। তাই লোকসান এড়াতে এবার থেকে শেষ মেট্রোয় টিকিট পিছু ১০টাকা করে বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। নতুন ভাড়া কার্যকর হবে ১০ ডিসেম্বর থেকে। কবি সুভাষ এবং দমদম থেকে ছাড়া শেষ মেট্রোতে উঠতে গেলে ১০ টাকা বর্ধিত ভাড়া দিতে হবে। অর্থাৎ ১৫, ২০, ২৫ যা ভাড়া থাক, তার সঙ্গে ১০ টাকা বেশি দিতে হত। প্রসঙ্গত, এই সিদ্ধান্ত ঘিরে যাত্রীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়াও তৈরি হয়েছিল।
সেই মতো আজ থেকেই ভাড়া বাড়ত। তবে এখনই সেই ভাড়া বাড়ানো হচ্ছে না বলেই জানান হল রেলের তরফে।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে