Kolkata Metro : রয়েছে চাকরির পরীক্ষা, আজ ব্লু লাইন ও গ্রিন লাইনে কোথায় কেমন পরিষেবা ? শেষ মেট্রো কটায় ?
Kolkata Metro Service On Sunday: রবির সকালে আজ কোথায় কেমন পরিষেবা ? কটা অবধি পাওয়া যাবে শেষ মেট্রো ?

অরিত্রিক ভট্টাচার্য, কলকাতা: পুরনো মেট্রো রুটের একাংশে বন্ধ পরিষেবা। নিউ গড়িয়া স্টেশনে পুনর্নির্মাণের কাজ চলায় নির্দিষ্ট সময় মেনে চালানো যাচ্ছে না মেট্রো। যাত্রী দুর্ভোগের কথা মাথায় রেখে ব্রিজি স্টেশনে কাটওয়ে তৈরি করা হচ্ছে। সেই কারণে আজ রবিবার বিকেল ৪টে পর্যন্ত দক্ষিণেশ্বর থেকে টালিগঞ্জ পর্যন্ত মেট্রো চলাচল করবে। সরকারি চাকরির পরীক্ষা থাকায় সকাল ৭টা থেকে ব্লু লাইন ও গ্রিন লাইনে সকাল ৮টা থেকে মিলবে পরিষেবা।
আরও পড়ুন, ৩০ -৪০ কিমি বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া, রাজ্যের ২৩ জেলায় হলুদ-কমলা সতর্কতা, প্রবল বর্ষণের পূর্বাভাস
রবিবার সকাল থেকে বিকেল ৪টে পর্যন্ত দক্ষিণেশ্বর থেকে টালিগঞ্জ পর্যন্ত মেট্রো চলাচল করবে। মেট্রো রেলের তরফে জানানো হয়েছে,যাত্রীদের দুর্ভোগ কমাতে ব্রিজি অর্থাৎ শহিদ ক্ষুদিরাম মেট্রো স্টেশনে তৈরি করা হচ্ছে কাটওয়ে। সেই কারণে টালিগঞ্জের পর আর এগোবে না ট্রেন। একদিকে, নিউ গড়িয়া মেট্রো স্টেশন পুনর্নির্মাণের কাজ শুরু হয়েছে। তার প্রভাব পড়েছে কলকাতা মেট্রোর ব্লু লাইনে।
অন্যদিকে, মেট্রোর নতুন ৩টি অংশ চালু হওয়ায় বেড়েছে যাত্রীর সংখ্যা। মেট্রোর সংখ্যা বাড়িয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা হলেও, প্রতিদিনই সমস্যায় পড়তে হচ্ছে যাত্রীদের। আপাতত দক্ষিণেশ্বর থেকে ব্রিজি অর্থাৎ শহিদ ক্ষুদিরাম পর্যন্ত চলাচল করছে মেট্রো। যাত্রীদের অভিযোগ, প্রতিদিনই অফিস টাইমে মেট্রো দেরিতে চলছে। আবার কোনও কোনও মেট্রো টালিগঞ্জ পর্যন্ত যাচ্ছে। ব্রিজি পর্যন্ত সব ট্রেন না যাওয়ায় মাঝপথে নেমে ফের মেট্রোর জন্য অপেক্ষা করতে হচ্ছে যাত্রীদের।মেট্রোর এই অসুখের কারণও চিহ্নিত করা হয়েছে।
মেট্রো রেল সূত্রে খবর, নিউ গড়িয়া প্রান্তিক স্টেশন হওয়ায় সেখানে ট্রেন ঘোরানোর ব্যবস্থা ছিল। কিন্তু ব্রিজি স্টেশনে সেই সুবিধা নেই। ফলে নিউ গড়িয়া পর্যন্ত নিয়ে গিয়ে মেট্রো ঘোরাতে হচ্ছে। সেখানে পুনর্নির্মাণের কাজ চলায় রেক ঢোকানো এবং বের করায় সময় লাগছে। এর ফল ভুগতে হচ্ছে মেট্রো যাত্রীদের। দুর্ভোগ কমাতে এবার ব্রিজি স্টেশনে ট্রেন ঘোরানোর কাটওয়ে তৈরির সিদ্ধান্ত নিয়েছে মেট্রো কর্তৃপক্ষ। মেট্রো রেল সূত্রে খবর, কাটওয়ে তৈরি হলে ব্রিজি স্টেশন থেকেই ঘোরানো যাবে মেট্রো।
মেট্রো রেল সূত্রে খবর, শনিবার রাত ১১টা থেকে রবিবার দুপুর ৩টে পর্যন্ত কাটওয়ে তৈরির কাজ চলবে।এর জেরে রবিবার বিকেল ৪টে পর্যন্ত দক্ষিণেশ্বর থেকে টালিগঞ্জ পর্যন্ত মেট্রো চলাচল করবে। মাসখানেক বাকি পুজোর। রবিবার পুজোর বাজার করতে বেরিয়ে অনেকেই সমস্যায় পড়বেন বলে আশঙ্কা। পাশাপাশি, রবিবার সরকারি চাকরির পরীক্ষা রয়েছে। চাকরিপ্রার্থীদের কথা ভেবে দক্ষিণেশ্বর-টালিগঞ্জ রুট অর্থাৎ ব্লু লাইনে সকাল ৭টা থেকে এবং গ্রিন লাইনে হাওড়া ময়দান থেকে সেক্টর ফাইভ পর্যন্ত সকাল ৮টা থেকে চালু থাকছে মেট্রো পরিষেবা।






















