KMC Election Result 2021: ১১৮ নম্বর ওয়ার্ডে জয়ী তারক সিংহ
Kolkata Municipal Election Result 2021: ১৬টি বরোর ১৪৪টি ওয়ার্ডের ভোট গণনা। রাজনৈতিক ভাগ্য নির্ধারণ হবে সাড়ে ৯০০ প্রার্থীর। নির্বাচন কমিশন সূত্রে খবর, ১৪৪টি ওয়ার্ডের জন্য ১১টি কেন্দ্রে ভোটগণনা চলছে।
কলকাতা: কলকাতা পুরসভার (KMC Election Result 2021) ১১৮ নম্বর ওয়ার্ডে জয়ী হলেন তৃণমূল (TMC) প্রার্থী তারক সিংহ (Tarak Singh)। জেতার পর কী বললেন তারক সিংহ? তাঁর কথায়, " দ্বিতীয়বার জিতল পরিবারতন্ত্র। দল বেছে নিয়েছিল। মানুষের জন্য কাজ করেছি। মানুষ ভোট দিয়েছে। জিতেছি। ১৪৪ ওয়ার্ডে ৬ হাজার বুথে ভোট হয়েছে। তবে সবথেকে বেশি খুশি হয়েছি কাকলি বাগ জিতেছেন বলে।''
শেষ পাওয়া খবর অনুযায়ী, মোট ১৩৪টি ওয়ার্ডে এগিয়ে তৃণমূল কংগ্রেস। বিজেপি এগিয়ে ৩টি ওয়ার্ডে। বামফ্রন্ট এগিয়ে ৪টি ওয়ার্ডে। কংগ্রেস এগিয়ে ২টি ওয়ার্ডে। নির্দল প্রার্থীরা এগিয়ে ১টি ওয়ার্ডে। ১১৮ নম্বর ওয়ার্ডের পাশাপাশি ১১৭ ওয়ার্ডেও জয়ী হয়েছে তৃণমূল। যেখানে প্রার্থী ছিলেন তারক সিংহের ছেলে অমিত সিংহ। জেতার পর বাবাকে প্রণাম করেন অমিত সিংহ।
এখনও পর্যন্ত ৮৫ নম্বর ওয়ার্ডে জয়ী তৃণমূল কংগ্রেসের দেবাশিস কুমার। ১৪০ নম্বর ওয়ার্ডে জয়ী তৃণমূল কংগ্রেসের আবু মহম্মদ তারিক। ১৩৭ নম্বর ওয়ার্ডে জয়ী কংগ্রেসের ওয়াসিম আনসারি। ১১৭ নম্বর ওয়ার্ডে জয়ী তৃণমূল কংগ্রেসের অমিত সিংহ। ১১৯ নম্বর ওয়ার্ডে জয়ী তৃণমূল কংগ্রেসের কাকলি বাগ। ৫১ নম্বর ওয়ার্ডে জয়ী তৃণমূল প্রার্থী ইন্দ্রনীল কুমার।
কলকাতা পুরসভার ১৬টি বরোর ১৪৪টি ওয়ার্ডের ভোট গণনা শুরু হয়েছে সকাল ৮টা থেকে। রাজনৈতিক ভাগ্য নির্ধারণ হবে সাড়ে ৯০০ প্রার্থীর। নির্বাচন কমিশন সূত্রে খবর, ১৪৪টি ওয়ার্ডের জন্য ১১টি কেন্দ্রে ভোটগণনা চলছে। ১১ থেকে ১৬ রাউন্ডে গণনা হবে। প্রত্যেক কেন্দ্রে ৭-১০টি টেবলে গণনা। ভোট গণনার ভিডিওগ্রাফি করা হচ্ছে। প্রতিটি গণনা কেন্দ্রের দায়িত্বে একজন করে অ্যাসিস্ট্যান্ট মিউনিসিপ্যাল রিটার্নিং অফিসার। প্রতিটি গণনা কেন্দ্রের ২০০ মিটারের মধ্যে জারি ১৪৪ ধারা। গণনাকেন্দ্রের নিরাপত্তায় মোতায়েন মোট ৩ হাজার পুলিশকর্মী। প্রতি কেন্দ্রেই মোতায়েন একাধিক ডেপুটি কমিশনার পদমর্যাদার অফিসার। রয়েছে ক্যুইক রেসপন্স টিম, ফ্লাইং স্কোয়াড এবং রিজার্ভ পুলিশ। নজরদারি চলছে ড্রোনের মাধ্যমেও। বিজয় মিছিল নিয়ে কোনও নিষেধাজ্ঞা নেই, বলে জানিয়েছে রাজ্য নির্বাচন কমিশন।
আরও পড়ুন: Kolkata Municipal Election Result 2021 : খাতা খুলল কংগ্রেস, ১৩৭ নম্বর ওয়ার্ডে জয়ী কংগ্রেস প্রার্থী
Education Loan Information:
Calculate Education Loan EMI