KMC: হকারদের মাথার ওপরে টিনের ছাউনি, শহরের ফুটপাতকে প্লাস্টিকমুক্ত করতে নতুন উদ্যোগ
সরু ফুটপাত হকারদের দখলে। অস্থায়ী কাঠামোর ওপর প্লাস্টিক বা ত্রিপলের ছাউনি। তারই মধ্যে চলছে বিকিকিনি। ফুটপাতের এই ছবি বদলাতে তৎপর কলকাতা পুরসভা।
![KMC: হকারদের মাথার ওপরে টিনের ছাউনি, শহরের ফুটপাতকে প্লাস্টিকমুক্ত করতে নতুন উদ্যোগ Kolkata Municipality Corporation new initiative to make city sidewalks plastic-free KMC: হকারদের মাথার ওপরে টিনের ছাউনি, শহরের ফুটপাতকে প্লাস্টিকমুক্ত করতে নতুন উদ্যোগ](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/06/18/fc46f4215b4a3ede9b0796a4056e60fe_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা: শহরের (Kolkata) ফুটপাতকে প্লাস্টিকমুক্ত করতে নতুন উদ্যোগ কলকাতা পুরসভার (Kolkata Municipality Corporation)। শহরের ফুটপাতে থাকা হকারদের মাথার ওপরে টিনের ছাউনি তৈরির পরিকল্পনা। সেই সঙ্গে বৃষ্টির হাত থেকে বাঁচতে দেওয়া হতে পারে বড় ছাতা। জানিয়েছেন মেয়র।
সরু ফুটপাত হকারদের দখলে। অস্থায়ী কাঠামোর ওপর প্লাস্টিক বা ত্রিপলের ছাউনি। তারই মধ্যে চলছে বিকিকিনি। ফুটপাতের এই ছবি বদলাতে তৎপর কলকাতা পুরসভা।
শনিবার কলকাতা পুরসভার (KMC) অধিবেশনে শাসকদলের কাউন্সিলর তথা বরো চেয়ারম্যান জুঁই বিশ্বাস অভিযোগ করেন, ফুটপাতে প্লাস্টিক ঘেরা স্টলগুলো যেমন দৃশ্য দূষণ ঘটাচ্ছে, তেমন অতীতে আগুন লাগার ঘটনাও ঘটেছে। তিনি জানতে চান, পুরসভা কী পদক্ষেপ করছে? উত্তরে মেয়র পরিষদ দেবাশিস কুমার জানান, ফুটপাত প্লাস্টিকমুক্ত করতে ফের অভিযান শুরু করবে পুরসভা।
পাশাপাশি, ফুটপাতে থাকা হকারদের মাথার ওপরে টিনের ছাউনি তৈরির পরিকল্পনার কথা জানান মেয়র। কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিমের কথায়, টিনের ছাউনি করে দেওয়া হবে কিন্তু কোন পার্টিশন থাকবে না। বর্ষার জন্য বড় ছাতা বা অন্য কোন বিকল্প ভাবা যায় কিনা আমরা দেখছি।
২০১৯ সালে গড়িয়াহাটে একটি শাড়ির দোকানে আগুন লাগে। আগুন ছড়িয়ে পড়ে ফুটপাতে থাকা একাধিক স্টলে। এরপরই নড়েচড়ে বসে কলকাতা পুরসভা। গড়িয়াহাটে হকারদের দেওয়া হয় চাকা লাগানো স্টল। হাতিবাগান সহ বিভিন্ন এলাকায় প্লাস্টিকবিরোধী অভিযানও চালানো হয়। কিন্তু বছর ঘুরতে না ঘুরতেই যে কে সেই।
ফিরহাদ হাকিম আরও জানিয়েছেন, বড় অগ্নিসংযোগের ঘটনা ঘটার আগেই ব্যবস্থা নিতে হবে প্রিভেনশন বেটার দেন কিউর। কলকাতা পুরসভা সূত্রে খবর, শহরের বিভিন্ন ফুটপাতে ৩২ হাজার ৬১৫টি স্টল রয়েছে। মহানগরীর সেই ফুটপাত কবে প্লাস্টিক মুক্ত হয় এখন সেটাই দেখার।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)