Partha Chatterjee: অর্পিতার ৩১ টি এলআইসি-র পলিসিতে নমিনি পার্থ চট্টোপাধ্যায়
Partha nominee in Arpita's LIC: অর্পিতার ৩১ টি এলআইসি-র পলিসিতে নমিনি রয়েছেন পার্থ চট্টোপাধ্যায়। এমনটাই দাবি জানিয়েছে ইডি।
![Partha Chatterjee: অর্পিতার ৩১ টি এলআইসি-র পলিসিতে নমিনি পার্থ চট্টোপাধ্যায় Kolkata News Arpita Mukherjee s 31 LIC policy nominee Partha Chatterjee, claims ED Partha Chatterjee: অর্পিতার ৩১ টি এলআইসি-র পলিসিতে নমিনি পার্থ চট্টোপাধ্যায়](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/08/03/b8f25fe7e7a4db93801ee4e356c48f581659550209_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতাঃ অর্পিতার (Arpita Mukherjee)৩১ টি এলআইসি-র পলিসিতে নমিনি রয়েছেন পার্থ চট্টোপাধ্যায় (Partha Chatterjee)। এসএসসি নিয়োগ দুর্নীতি মামলার তদন্তে নেমে এমনটাই দাবি জানিয়েছে ইডি (ED)। উল্লেখ্য, এদিন পার্থ-অর্পিতার আরও এক সংস্থার হদিশের কথা জানিয়েছে ইডি।
উল্লেখ্য, ফের দুদিনের ইডি হেফাজতে পার্থ-অর্পিতা। এসএসসি দুর্নীতিকাণ্ডে ‘বড় কেলেঙ্কারি, প্রতিদিন কিছু না কিছু উদ্ধার হচ্ছে’, পার্থ-অর্পিতাকে ফের হেফাজতে চেয়ে সওয়াল ইডি-র । পার্থ চট্টোপাধ্যায়কে আরও ৪ দিন হেফাজতে চাইল ইডি। অর্পিতাকে ৩ দিনের হেফাজতে চাইল ইডি। এদিকে জামিনের আবেদন করলেন না অর্পিতার আইনজীবী। মূলত গত ২৫ জুলাই, পার্থ-অর্পিতার ইডি হেফাজতের নির্দেশ দেওয়া হয়। ৩ অগাস্ট অবধিই ছিল সেই হেফাজত। যা মূলত আজই শেষ হয়ে যাচ্ছে। তারপরেই এদিন পার্থ চট্টোপাধ্যায়কে আরও ৪ দিন এবং অর্পিতামুখোপাধ্যায়কে ৩ দিনের হেফাজতে চাইল ইডি। ইডি হেফাজতের বিরোধিতা করে সওয়াল অর্পিতার আইনজীবীর।‘১১দিন ইডি হেফাজতে অর্পিতা, আর হেফাজতের প্রয়োজন নেই’, ইডি হেফাজতের বিরোধিতা করে কোর্টে সওয়াল অর্পিতার আইনজীবীর।
পার্থ-অর্পিতার আরও এক সংস্থার হদিশ।একুশে জুলাইয় শহিদ দিবসে তৃণমূলের মেগা ইভেন্টের পর ইডি অভিযান স্বাভাবিকভাবেই ঝড় তোলে রাজ্যে। তবে পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ অর্পিতার বিপুল পরিমাণ অর্থের পর্দাফাঁস হতেই ঘটনা খুব দ্রুত মোড় নেয় অন্যদিকে। রুদ্ধশ্বাস গতিতে জিজ্ঞাসাবাদের পর পার্থ-র গ্রেফতারই বিতর্ক উসকে দেয়। তারপর টালিগঞ্জের পর বেলঘরিয়া, একের পর এক পার্থ ঘনিষ্ঠ অর্পিতার ফ্ল্যাটে মেলে কয়েক কোটি নগদ টাকা, অলঙ্কার, দলিল। যা ক্রমশ এই তদন্তকে আরও বেগ পাইয়ে দিয়েছে।
আরও পড়ুন,'এরা সরাসরি ভোট পরবর্তী হিংসায় অভিযুক্ত', শপথ গ্রহণের দিনে বিস্ফোরক শুভেন্দু
অপরদিকে, ষড়যন্ত্রের প্রশ্নে আজ নীরব পার্থ। এবং কার টাকা প্রশ্নে, মুখে কলুপ অর্পিতার। মূলত মেডিক্যাল টেস্ট করাতে গিয়েই প্রথম মুখ খুলে পার্থ চট্টোপাধ্যায় বলেছিলেন, আমি ষড়যন্ত্রের শিকার। তারপর রাজ্যে প্রায় সব শীর্ষ নেতারাই প্রশ্ন তুলেছেন কে করছে ষড়যন্ত্র। কিন্তু সেই প্রশ্নের উত্তর এখনও দেননি পার্থ চট্টোপাধ্যায়। পাশাপাশি টাকা কার, এই প্রশ্নের উত্তরে পার্থ বলেছেন,আমার কোনও টাকা নেই। তবে এদিন অর্পিতা জিজ্ঞাসাবাদে সাহায্য করলেও এই প্রশ্নে মুখে কলুপ এটেছেন তিনি।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)