Kolkata News: সাতসকালে বাঁশদ্রোণীতে ভয়ানক কাণ্ড ! প্রকাশ্যে দিবালোকে খোলা রাস্তায় স্ত্রীকে কোপাল স্বামী...
Banshdroni News: এই ঘটনায় হতবাক স্থানীয়রা। আতঙ্কও ছড়িয়েছে এলাকায়। বাঁশদ্রোণী থানার পুলিশ তদন্ত শুরু করেছে। অভিযুক্ত পলাতক। তাঁর খোঁজে চলছে তল্লাশি।

হিন্দোল দে, কলকাতা : সাতসকালে বাঁশদ্রোণীতে স্ত্রীকে কুপিয়ে খুনের চেষ্টা। বাড়ির সামনে রাস্তায় দাঁড় করিয়ে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কোপানোর অভিযোগ। মহিলার আর্তচিৎকারে ছুটে আসেন স্থানীয়রা, অভিযুক্ত স্বামী পলাতক। আশঙ্কাজনক অবস্থায় ওই মহিলাকে SSKM হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। স্থানীয়দের দাবি, স্বামীর সঙ্গে বনিবনা ছিল না ওই মহিলার। ছেলেকে নিয়ে বাঁশদ্রোণীর ব্রহ্মপুর এলাকায় ভাড়া থাকতেন তিনি।
এই ঘটনায় হতবাক স্থানীয়রা। আতঙ্কও ছড়িয়েছে এলাকায়। বাঁশদ্রোণী থানার পুলিশ তদন্ত শুরু করেছে। স্থানীয়দের দাবি, আজ সকালে বাঁশদ্রোণী থানার ব্রহ্মপুরের শচীন্দ্র পল্লীতে প্রকাশ্য দিবালোকে খোলা রাস্তার মধ্যে নিজের স্ত্রীকে কুপিয়েছেন এক ব্যক্তি। আক্রান্তের নাম অসীমা নস্কর। বয়স ৪৪ বছরের আশপাশে। আজ সকাল ৮টা নাগাদ স্বামী হরিপদ নস্করের হাতে আক্রান্ত হন তিনি। স্থানীয়দের দাবি, আজ সকালে কাজে যাওয়ার সময় কিংবা কাজ থেকে ফেরার সময়, যখন অসীমা রাস্তায় ছিলেন, তখনই তাঁর উপর আক্রমণ করেন হরিপদ। দীর্ঘদিন ধরেই স্বামী-স্ত্রী'র সম্পর্কে বনিবনা ছিল না। ছেলেকে নিয়ে আলাদা ভাড়া থাকতেন অসীমা। স্থানীয়দের অনুমান, আজ সকালে রাস্তার পাশে একদম ওঁৎ পেতে অসীমাকে টার্গেট করে বসেছিলেন অভিযুক্ত হরিপদ। বাগে পেতেই ধারালো অস্ত্র দিয়ে এলোপাথাড়ি কোপাতে শুরু করেন অসীমাকে।
গলায় আঘাত পেয়েছেন অসীমা। কোনওমতে দৌড়ে পালিয়ে বাঁচেন তিনি। প্রতিবেশীরাই তখন দেখতে পেয়ে দৌড়ে আসেন। এক জায়গায় তাঁকে বসিয়ে জল দেওয়া হয় অসীমাকে। কাপড় দেওয়া হয় ক্ষতস্থান চেপে ধরার জন্য। অসীমা দৌড়ে আসতে দেখে পাড়ার লোকজন ছুটে আসেন। ততক্ষণে চম্পট দিয়েছেন হরিপদ নস্কর। তিনি কোথায় গেলেন? তাঁর খোঁজে চলছে তল্লাশি। কেন তিনি এভাবে আচমকা অসীমাকে আক্রমণ করলেন তাও খতিয়ে দেখছে পুলিশ। ধারালো অস্ত্র নিয়ে অতর্কিতে হামলা করার পর এমনভাবেই অভিযুক্ত পালিয়ে গিয়েছেন যে তাঁকে বাধা দেওয়ার কিংবা আটকানোর সুযোগ পাননি স্থানীয়রা।
রাজাবাজারে রাতের খাবার কিনে বাড়ি ঢোকার মুখে আক্রান্ত আইনজীবী
রবিবার ২৪ অগস্ট রাত ৯টা নাগাদ আক্রান্ত হন বছর ৩৫- এর আইনজীবী মজিদ আখতার। ব্যাঙ্কশাল কোর্টে প্র্যাকটিস করেন তিনি। পরিবারের দাবি, রাতের খাবার কিনে বাড়িতে ঢুকছিলেন তিনি। সেই সময় আচমকাই ধারাল অস্ত্র নিয়ে তাঁকে কোপায় দুষ্কৃতীরা। আপাতত এনআরএস হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন ওই আক্রান্ত আইনজীবী। কে বা কেন তাঁর উপর হামলা চালাল সে ব্যাপারে এখনও নিশ্চিত ভাবে কিছু জানা যায়নি। তদন্ত শুরু করেছে পুলিশ।






















