Kolkata News: বাইপাসে চুরমার ট্রাফিক পুলিশের কিয়স্ক, নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতে ডাম্পার
Kolkata Accident: প্রত্যক্ষদর্শীদের দাবি, সিগন্যাল মেনেই গড়িয়ার দিকে যাচ্ছি ডাম্পারটি। ঢালাই ব্রিজের দিক থেকে আসা একটি ছোট গাড়ি সিগন্যাল ভেঙে পাটুলি মোড় থেকে ইউটার্ন নিতে গেলে বিপত্তি ঘটে।

সুদীপ্ত আচার্য, কলকাতা: বাইপাসে ডাম্পারের ধাক্কায় ভেঙে গেল ট্রাফিক পুলিশের কিয়স্ক। স্থানীয়দের দাবি, একটি ছোট গাড়ি সিগন্যাল ভেঙে ইউটার্ন নেয় (Kolkata Accident)। তাতেই ঘটে বিপত্তি। ওই গাড়িকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতে উঠে যায় ডাম্পারটি।
নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতে ডাম্পার: বাইপাসের পাটুলি মোড়ে পাথর বোঝাই ডাম্পারের ধাক্কায় ভেঙে চুরমার হয়ে গেল ট্রাফিক পুলিশের কিয়স্ক। ১৮ চাকার ডাম্পারের ধাক্কায় ক্ষতিগ্রস্ত হয়েছে পাশে থাকা ইলেকট্রিক জংশন বক্সও। রুবি মোড় থেকে গড়িয়ার দিকে যাওয়ার সময়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাতে উঠে পড়ে ডাম্পারটি। পর পর ট্রাফিক পুলিশের কিয়স্ক, ইলেকট্রিক জংশন বক্স ও একটি মন্দিরে ধাক্কা মারে। বরাত জোরে রক্ষা পেয়েছে ফুটপাতের উপরে থাকা কয়েকটি চায়ের দোকান। প্রত্যক্ষদর্শীদের দাবি, সিগন্যাল মেনেই গড়িয়ার দিকে যাচ্ছি ডাম্পারটি। ঢালাই ব্রিজের দিক থেকে আসা একটি ছোট গাড়ি সিগন্যাল ভেঙে পাটুলি মোড় থেকে ইউটার্ন নিতে গেলে বিপত্তি ঘটে। ছোট গাড়িতে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে ডাম্পারটি। চালক সহ ৩ জন যাত্রী ছিলেন ছোট গাড়িতে। দুর্ঘটনায় কেউ হতাহত হননি। ডাম্পারের চালক, খালাসিকে আটক করেছে পুলিশ। ছোট গাড়ির চালক ও যাত্রীদেরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
এর আগে গত মাসে ভিজে রাস্তায় দুধের গাড়ি উল্টে দুর্ঘটনা ঘটে। ই এম বাইপাসে চিংড়িঘাটা থেকে সল্টলেক স্টেডিয়ামের দিকে যাচ্ছিল গাড়িটি। ভিজে রাস্তায় পিছলে যায়। ধাক্কা মারে রাস্তায় মাঝের রেলিংয়ে। তবে গাড়ির গতি নিয়ন্ত্রণের মধ্যে থাকায় হতাহতের হয়নি। কোনওক্রমে বেরিয়ে আসেন। পরে বেলেঘাটা ট্র্যাফিক গার্ডের পুলিশ রেকার ভ্যান দিয়ে গাড়িটি রাস্তা থেকে টেনে সোজা করে এবং সরিয়ে দেয়। এরপর বাইপাসের উত্তর দিকের লেনে যান চলাচল স্বাভাবিক হয়। তার আগে হত মার্চ মাসে মধ্যমগ্রামে দুর্ঘটনার সম্মুখীন এক পরিবার। স্কুটিতে ছিলেন একই পরিবারের তিনজন। পাশ দিয়ে যাওয়া একটি ডাম্পারে কোনও ভাবে ধাক্কা লাগে। নিয়ন্ত্রণ করতে না পেরে স্কুটিতে থাকা যাত্রীরা ছিটকে পড়েন রাস্তায়। মহিলা সহ শিশুটি রাস্তার বাঁদিকে পড়লেও, স্কুটির চালক ডানদিকে পড়ায় পিছন থেকে আসা ডাম্পারে চাকায় আটকে দেহ প্রায় ৩০০ মিটার এগিয়ে যায়। সেই সময় স্থানীয়রা ডাম্পারটিকে দাঁড়ানোর চেষ্টা করলেও না দাঁড়িয়ে পালানোর চেষ্টা করে। এরপর ডাম্পারটিকে আটক করে মধ্যমগ্রাম ট্রাফিক এর পুলিশরা। মহিলা ও শিশুকে উদ্ধার করে মধ্যমগ্রাম রুরাল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। যুবকের দেহ উদ্ধার করে বারাসাত হাসপাতালে পাঠানো হয় ময়নাতদন্তের জন্য।






















