Kolkata News: বেতন বৃদ্ধির দাবি, লালবাজার অভিযানে বাম শ্রমিক সংগঠন
CITU Lalbazar Abhijan: সুবোধ মল্লিক স্কোয়ার থেকে শুরু সিটুর মিছিল, লালবাজার অভিযানে কী কী দাবি বাম শ্রমিক সংগঠনের ?
কলকাতা: লালবাজার অভিযানে (Lalbazar Abhijan) বাম শ্রমিক সংগঠন।পরিবহণকর্মীদের সামাজিক সুরক্ষা, বেতন বৃদ্ধির দাবি। সুবোধ মল্লিক স্কোয়ার থেকে শুরু সিটুর (CITU) মিছিল। একাধিক দাবিতে সিটুর লালবাজার অভিযান, গণেশচন্দ্র অ্যাভিনিউতেই আটকাল পুলিশ। পরিবহণকর্মীদের সামাজিক সুরক্ষা, বেতন বৃদ্ধির দাবি-সহ একাধিক ইস্যুতে সুবোধ মল্লিক স্কোয়ার থেকে বাম শ্রমিক সংগঠনের অভিযান।
শুক্রবার, পরিবহণকর্মীদের সামাজিক সুরক্ষা, বেতন বৃদ্ধি-সহ একাধিক ইস্যুতে দাবিতে লালবাজার অভিযানে নামে বাম শ্রমিক সংগঠন। প্রসঙ্গত, জুন মাসে মজুরীর দাবিতে শ্রমিক আন্দোলনে ঐক্যের ছবি দেখা যায় কোচবিহারের মাথাভাঙার দোলং চা বাগানে। একযোগে বিক্ষোভ দেখাল তিন যুযুধান শ্রমিক সংগঠন। তৃণমূলের আইএনটিটিউসি, বিজেপির শ্রমিক সংগঠন এবং সিপিএমের সিটু। চা শ্রমিকদের সমস্যা, তাঁদের দাবি আদায়। সেই ইস্যুতে একসঙ্গে দেখা গেল পরস্পরবিরোধী একাধিক রাজনৈতিক দলের শ্রমিক সংগঠনকে। একযোগে আন্দোলনে নামল তৃণমূল, বিজেপি ও সিপিএমের শ্রমিক সংগঠন। এই ছবি দেখা গেল কোচবিহারের মাথাভাঙার দোলং চা বাগানে। তিন সংগঠনেরই দাবি, শ্রমিকদের স্বার্থেই একযোগে পথে নেমেছে তারা। শ্রমিকদের প্রাপ্য মজুরি দেওয়ার দাবিতে শুরু হয় আন্দোলন।আন্দোলনকারীদের দাবি, নিয়ম অনুযায়ী প্রতিটি শ্রমিকের সরকার নির্ধারিত ২০২ টাকা করে প্রতিদিন মজুরি পাওয়ার কথা। কিন্তু, দোলং চা বাগানের শ্রমিকরা পাচ্ছেন ১৯৩ টাকা করে। বাকি টাকা দেওয়ার দাবিতেই এদিন যৌথভাবে আন্দোলনে নামে তিনটি শ্রমিক সংগঠন।
আরও পড়ুন, 'শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে মামলার আবেদন জরুরি নয়', হাইকোর্টে ধাক্কা রাজ্যের
সেসময় আইএনটিটিইউসি-এর দোলং চা বাগান ইউনিটের সম্পাদক দীনেশ বর্মন বলেন, 'আমাদের দাবি শ্রমিকদের স্বার্থে আন্দোলন করছি, পরিস্থিতি আমাদের একসঙ্গে আন্দোলন করতে বাধ্য করেছে।' স্থানীয় নেতৃত্বের মধ্যে ঐক্য দেখা গিয়েছে এই নিয়ে। কোচবিহারের তৃণমূল সভাপতি পার্থপ্রতিম রায় বলেন, 'শ্রমিকদের কোনও রং হয় না, তাঁরা নির্দিষ্ট দাবি নিয়ে মালিকদের বিরুদ্ধে আন্দোলন করছেন, এতে অন্যায়ের কিছু নেই, তবে রাজনৈতিকভাবে সিপিএম ও বিজেপির বিরুদ্ধে যে লড়াই তা চলবে।' কোচবিহার বিজেপির সাধারণ সম্পাদক বিরাজ বসু বলেন, 'রুজিরোজগারের জন্য বিজেপি রাজনীতি করে না, তাতে যদি অন্য দল আসে তাতে আপত্তি নেই, বিজেপি তাদের আন্দোলন চালাবে।' শ্রমিকদের স্বার্থে দল না দেখে, সঙ্ঘবদ্ধ আন্দোলনের কথা বলছেন সিটুর জেলা সভাপতিও। কোচবিহারে সিটু সভাপতি তারিণী রায় বলেন, 'দাবি আদায়ে যৌথ কমিটি হয়েছে, সবাই মিলে আন্দোলন করছে, দাবি আদায়ে সঙ্ঘবদ্ধ আন্দোলন জরুরি।