Samik Bhattacharya: 'বিজেপির সঙ্গে সম্পর্ক নেই', হাওড়াকাণ্ডে গুড্ডু আটক হতেই দাবি শমীকের
Samik on Guddu: হাওড়ার নাজিরগঞ্জে যুব তৃণমূল নেতার বাড়িতে হামলার ঘটনায় ইতিমধ্যেই আটক গুড্ডু খান। বিধানসভা ভোটের আগে বিজেপিতে যোগ দেন এই গুড্ডু। কী বললেন রাজ্য বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য ?
![Samik Bhattacharya: 'বিজেপির সঙ্গে সম্পর্ক নেই', হাওড়াকাণ্ডে গুড্ডু আটক হতেই দাবি শমীকের Kolkata News Guddu Khan is TMC leader , claims Samik Bhattacharya Samik Bhattacharya: 'বিজেপির সঙ্গে সম্পর্ক নেই', হাওড়াকাণ্ডে গুড্ডু আটক হতেই দাবি শমীকের](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/01/29/b818ecb58794a5188e5bcd254584c89d1674977141623484_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
কলকাতা: হাওড়ার নাজিরগঞ্জে যুব তৃণমূল নেতার (TMC Leader) বাড়িতে হামলার ঘটনায় ইতিমধ্যেই আটক গুড্ডু খান। যা পরিচয় মূলত, তিনি বিধানসভা ভোটের আগে বিজেপিতে যোগ দেন এই গুড্ডু। আর এবার গোটা ঘটনা প্রকাশ্যে আসতেই প্রতিক্রিয়া দিলেন রাজ্য বিজেপির মুখপাত্র শমীক ভট্টাচার্য (Samik Bhattacharya)। তিনি বলেন, 'গুড্ডু তৃণমূলেই ছিল।'
এদিন শমীক ভট্টাচার্য বলেন, 'গুড্ডু খান, বিজেপিতে যোগদান করেছিল, 'এটা ঠিকই। বিধানসভা নির্বাচনের সময় অন্য দলের প্রতীকে প্রতিদ্বন্দিতা করেছেন। তারপর থেকে বিজেপির সঙ্গে তার আর কোনও সম্পর্ক নেই। আবার ঘরের ছেলে, ঘরে ফিরে গিয়েছিল। সে তৃণমূলেই ছিল।' প্রসঙ্গত, হাওড়ার নাজিরগঞ্জে আগ্নেয়াস্ত্র নিয়ে যুব তৃণমূল নেতা আরিফ খানের বাড়িতে হামলার অভিযোগ উঠেছিল। যুব তৃণমূল নেতার ঘনিষ্ঠদের বেধড়ক মারধরের অভিযোগ। গেট ভেঙে ভিতরে ঢোকার চেষ্টার অভিযোগ উঠেছে। গুড্ডু খান এবং তাঁর অনুগামীদের বিরুদ্ধে। জানা গিয়েছে, আর এই গুড্ডু খান হলেন হাওড়া পুরসভার তৃণমূলের প্রাক্তন মেয়র পারিষদের স্বামী । বিধানসভা ভোটের আগে বিজেপিতে যোগ দেন গুড্ডু। সিসি ক্যামেরার ফুটেজ দেখে গুড্ডুকে আটক করেছে পুলিশ। জানা গিয়েছে, ২০২১-এ যুব তৃণমূল নেতা আরিফের বাবাকে গুলি করে খুন করে দুষ্কৃতীরা। নিহত ওয়াজুল খান তৃণমূলের সংখ্যালঘু সেলের নেতা ছিলেন। প্রসঙ্গত, গতবছর অগাস্টে তৃণমূল উপ প্রধানের বাড়িতে হামলা ঘটনা প্রকাশ্যে আসে।। প্রাণনাশেরও হুমকি দেওয়ার অভিযোগ ওঠে। যদিও সেবার অভিযোগ উঠেছিল দলেরই নেতার বিরুদ্ধে।
প্রসঙ্গত, গতবছর অগাস্টে তৃণমূল উপ প্রধানের বাড়িতে হামলা ঘটনা প্রকাশ্যে আসে।। প্রাণনাশেরও হুমকি দেওয়ার অভিযোগ ওঠে। যদিও সেবার অভিযোগ উঠেছিল দলেরই নেতার বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছিল উত্তর ২৪ পরগনার (North 24 Pargana) দত্তপুকুরের তৃণমূল পরিচালিত কাশিমপুর গ্রাম পঞ্চায়েত এলাকায়। অভিযোগ অস্বীকার করে পাল্টা উপ প্রধানের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ তুলেছিলেন সেবার অভিযুক্ত তৃণমূল (TMC) নেতা। উপপ্রধানের বাড়ির কাছে বোমাবাজির অভিযোগ। অভিযোগ ছিল, কাশিমপুর গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের উপপ্রধানের স্বামী সৌমেন কাঞ্জিলাল বাড়ি ফেরার সময় তাঁর গাড়ির কাছেই বোমা পড়ে। যদিও সেবার রক্ষা পেয়েগিয়েছিলেন সৌমেন। তাঁর অভিযোগ ছিল, ওই পঞ্চায়েতেরই তৃণমূল সদস্য অমল বিষ্ণু গত কয়েকদিন ধরে তাঁকে হুমকি দিচ্ছিলেন। তার জেরেই এই হামলা বলে অভিযোগ তুলেছিলেন সৌমেন কাঞ্জিলাল।
আরও পড়ুন, 'দল বিরোধী কাজ', জুন মালিয়ার বিরুদ্ধে ক্ষোভ তৃণমূল কাউন্সিলরের
উত্তর ২৪ পরগনার দত্তপুকুরে তৃণমূল পরিচালিত কাশিমপুর পঞ্চায়েত। সেখানেই প্রকাশ্যে এসেছিল তৃণমূলের অন্দরের দ্বন্দ্ব। উঠল মারপিট, হুমকির অভিযোগও। সূত্রের খবর, একটি ভাইরাল ভিডিও ঘিরে ঘটনার সূত্রপাত হয় সেবার। সেই ভিডিওতে বলা বক্তব্য নিয়ে বিক্ষোভ দেখায় এক পক্ষের লোকজন। তারপরেই পাল্টা ঝামেলা করা হয় বলে অভিযোগ। তারপরে বোমাবাজির অভিযোগও উঠেছিল। এই ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে সেবার কাশিমপুর পঞ্চায়েত এলাকায়। সম্প্রতি দত্তপুকুরের কাশিমপুর পঞ্চায়েতের তৃণমূল নেতা ও সদস্য অমল বিষ্ণু বলেন, 'গোপাল কাঞ্জিলাল তোলাবাজ।' পঞ্চায়েতের উপপ্রধান গোপাল কাঞ্জিলালের অনুগামীদের অভিযোগ, ওই এলাকার তৃণমূল নেতা অমল বিষ্ণুর বক্তব্য নিয়ে তাঁরা প্রশ্ন তুললে বচসা শুরু হয়। এরপরেই উপপ্রধানের বাড়িতে অমল বিষ্ণুর অনুগামীরা হামলা চালান বলে অভিযোগ।
ট্রেন্ডিং
সেরা শিরোনাম
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)