Kolkata News: ভ্যাটের মধ্যে তার জড়ানো বস্তু! হরিদেবপুরে বোমাতঙ্ক
Bomb Recover: তার জড়ানো বস্তুটিকে ভ্যাট থেকে তুলে জলের বালতির মধ্যে রাখা হয়। উদ্ধার হওয়া বস্তুটি বোমা বলেই প্রাথমিকভাবে মনে করছে বম্ব ডিসপোজাল স্কোয়াড।
হিন্দোল দে, হরিদেবপুর: রবিবার ছুটির দিনে কলকাতায় ভ্যাটের মধ্যে মিলল বোমা (Bomb Recover)। ব্য়ানার্জিপাড়ার বকুলতলা মোড়ে আজ সকালে তার জড়ানো বস্তু দেখতে পান পুরসভার সাফাই কর্মীরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যায় হরিদেবপুর থানার পুলিশ। তার জড়ানো বস্তুটিকে ভ্যাট থেকে তুলে জলের বালতির মধ্যে রাখা হয়। উদ্ধার হওয়া বস্তুটি বোমা বলেই প্রাথমিকভাবে মনে করছে বম্ব ডিসপোজাল স্কোয়াড।
ভ্যাটের মধ্যে মিলল বোমা: রঘুনাথগঞ্জ থেকে বৈষ্ণবনগর, কোথাও বিস্ফোরণ তো, কোথাও প্রচুর বোমা উদ্ধার। সম্প্রতি বারুদের ছড়়াছড়ি দেখা গেছে জেলায় জেলায়। এই প্রেক্ষাপটেই এবার খাস কলকাতার বুকে, হরিদেবপুরে দেখা দিল বোমা আতঙ্ক।ভ্যাট থেকে উদ্ধার হল বোমার মতো বস্তু।রবিবার সকালে কলকাতা পুরসভার ১১৫ ওয়ার্ডের, বকুলতলায় সাফাই করছিলেন পুরকর্মীরা। তাঁদের দাবি, তখনই ভ্যাটে একটি ব্যাগ দেখতে পান। সেই ব্যাগের মধ্যেই ছিল বোমার মতো বস্তু।
রবিবার, সকাল তখন প্রায় সাতটা। রাস্তায় লোকজনের আনাগোনো ছিল ভালই। বোমা মতো এই বস্তুটি উদ্ধারের খবর ছড়িয়ে পড়তে, আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকাবাসীর মধ্যেও।স্থানীয় বাসিন্দারাই বোমার মতো বস্তুটিকে জল ভর্তি বালতিতে রাখেন। খবর দেওয়া হয় হরিদেবপুর থানায়। সকাল দশটা নাগাদ ঘটনাস্থলে আসে বম্ব স্কোয়াড। প্রথমে স্ক্যানিং, তারপর Real-Time Viewing System বা RTVS-এর সাহায্যে বোমার মতো জিনিসটিকে পরীক্ষা হয়।
প্রায় আড়াই ঘণ্টা ধরে পরীক্ষা করার পর, বোমার মতো বস্তুটিকে নিয়ে যায় বম্ব স্কোয়াড। প্রাথমিক পরীক্ষার পর তাদের তরফ থেকে দাবি করা হয়েছে, এটি কোনও মারাত্মক বিস্ফোরক নয়। তবে সাধারণ কোনও বোমা কি না, তা পরীক্ষা করে দেখা হবে। গত ৪ সেপ্টেম্বর, হরিদেবপুর থানার এলাকার ঢালিপাড়ায় উদ্ধার হয়েছিল তাজা বোমা। এবার সেই হরিদেবপুরেই দেখা দিল বোমা আতঙ্ক।
আরও পড়ুন: Guest Lecturer Recruitment: ক্লাস প্রতি ১০০ টাকা! অতিথি শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি ঘিরে বিতর্ক