Group D Waiting List: 'গ্রুপ ডি-র ওয়েটিং লিস্ট গঙ্গার মতো স্বচ্ছ নয়', মন্তব্য বিচারপতি বসুর
Justice on WB SSC Group D Waiting List: 'গ্রুপ ডি-র ওয়েটিং লিস্ট গঙ্গার মতো স্বচ্ছ নয়', এটা মনে রাখতে হবে মন্তব্য বিচারপতি বসুর। বিচারপতি বসুর আজকের মন্তব্য তাৎপর্যপূর্ণ, মনে করছেন আইনজীবীরা।

কলকাতা: 'গ্রুপ ডি-র ওয়েটিং লিস্ট গঙ্গার মতো স্বচ্ছ নয়', এটা মনে রাখতে হবে মন্তব্য বিচারপতি বিশ্বজিৎ বসুর (Justice Biswajit Basu)। বিচারপতি গঙ্গোপাধ্যায়ের নির্দেশকে চ্যালেঞ্জ করে বিচারপতি সুব্রত তালুকদারের এজলাসে দায়ের মামলাও বিচারাধীন। এমতাবস্থায় বিচারপতি বসুর আজকের মন্তব্য তাৎপর্যপূর্ণ, মনে করছেন আইনজীবীরা।
'ওয়েটিং লিস্ট থেকে নিয়োগের (Recruitment) ক্ষেত্রে এসএসসি-কে (SSC) অনেক বেশি সতর্ক থাকতে হবে', বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নির্দেশে (Justice Abhijit Ganguly) ১,৯১১ জন কর্মরত গ্রুপ ডি কর্মীর (Group D Worker) চাকরি বাতিল হয়েছে। এই ১,৯১১ জনের শূন্যপদে ওয়েটিং লিস্ট (Waiting List) থেকে নিয়োগ প্রক্রিয়া শুরু করার নির্দেশ দিয়েছেন বিচারপতি (Justice)।
প্রসঙ্গত, 'মাধ্যমিকের মধ্যে ভুয়ো শিক্ষকদের চাকরি বাতিল করলে পরীক্ষায় প্রভাব পড়তে পারে', নবম-দশমের শিক্ষক নিয়োগ-মামলায় সম্প্রতি মন্তব্য করেন বিচারপতি বিশ্বজিৎ বসু (Justice Biswajit Basu)। 'এখন এই বিষয়ে নির্দেশ দেওয়া সমস্যার। মাধ্যমিক (Madhyamik Exam 2023) মিটলে পরবর্তী পদক্ষেপ করবে আদালত', মন্তব্য বিচারপতি বসুর। '২০১৬-র নিয়োগপ্রক্রিয়ায় নবম-দশম শ্রেণিতে প্রায় ১১ হাজার শিক্ষক নিয়োগ হয়। তার মধ্যে ১০ শতাংশ বা প্রায় হাজারের বেশি শিক্ষক নিয়োগে দুর্নীতি হয়েছে', পর্যবেক্ষণ কলকাতা হাইকোর্টের (Calcutta high Court) বিচারপতি বিশ্বজিৎ বসুর।
রাজ্যে এসএসসি দুর্নীতি মামলায় ইতিমধ্যেই জল গড়িয়েছে অনেকদূর। গতবছর পুজোর আগে থেকেই এই মামলায় একাধিক জনকে গ্রেফতার করা হয়েছে। একের পর একজন গ্রেফতার হলেও, বিরোধীদের তরফে দাবি উঠেছে, 'কেন মাথাগুলিকে ধরা হচ্ছে না ?', কোথাও যেনও শিরোনামে এসেও, রয়ে গিয়েছে একাধিক মিসিং লিঙ্ক। কারণ পার্থ গ্রেফতারের পর যখন মুখ খুলেছেন, তখন প্রথম কথাটাই বলেছেন, 'আমি ষড়যন্ত্রের শিকার।' তাহলে প্রশ্নটা রয়েই যাচ্ছে, যদি এটা 'ষড়যন্ত্র' হয়, তাহলে কে এই 'ষড়যন্ত্রের' স্রষ্ঠা ? একদিকে, দিনের পর দিন রাস্তায় চাকরি প্রার্থীদের প্রতিবাদ বিক্ষোভ চলছে। কিন্তু নিয়োগ হচ্ছে কই ? গতবছর থেকেই প্রশ্ন তুলেছেন বিরোধীরা।
আরও পড়ুন, ভবানীপুর গার্লসে মমতা, মাধ্যমিক পরীক্ষার্থীদের শুভেচ্ছা মুখ্যমন্ত্রীর
আর এবার এসএসসি গ্রুপ ডি মামলায় কড়া প্রতিক্রিয়া দিলেন বিচারপতি বিশ্বজিৎ বসু। 'পড়ুয়াদের কথা না ভেবে টাকা দিয়ে চাকরি পেয়েছে। আবার আদালতে এসে কথা বলছে, ইয়ার্কি হচ্ছে?', অবৈধ চাকরিপ্রাপকদের উদ্দেশে মন্তব্য বিচারপতি বসুর। 'সব অবৈধ চাকরিপ্রাপকদের সরিয়ে দিলে শূন্যপদে কত দ্রুত নিয়োগ সম্ভব ? এদের সরাতে কেন নিজেরাই উদ্যোগী হচ্ছে না এসএসসি?', এসএসসিকে প্রশ্ন করেছেন বিচারপতি বিশ্বজিৎ বসু।






















