Kolkata News: লেকটাউনে বেহাল রাস্তায় কলা গাছ পুঁতে প্রতিবাদ BJP-র, 'আমাদের পাড়া, আমাদের সমাধান করবে কে ? '
Lake town Bad Road: লেকটাউনে ভাঙা রাস্তার সারাইয়ের দাবিতে বিক্ষোভ, কলাগাছ পুঁতে প্রতিবাদ বিজেপির।

হিন্দোল দে, কলকাতা : জেলা থেকে শহর, দিকে দিকে রাস্তার হাল বেহাল। লেকটাউনে ভাঙা রাস্তার সারাইয়ের দাবিতে বিক্ষোভ, কলাগাছ পুঁতে প্রতিবাদ বিজেপির।
আরও পড়ুন, বারাসাত পুরসভার ৪ নম্বর ওয়ার্ডে নিকাশি বেহাল, টানা বৃষ্টিতে জমা জলে নাভিশ্বাস, বিক্ষোভ এলাকাবাসীর
প্রশ্ন: এই বিক্ষোভ থেকে কী বার্তা দিতে চান ?
বিজেপি নেত্রী : বার্তা দিতে চাইছি মন্ত্রীকে, যিনি ৩০০ মিটার দূরে থাকেন।.. রাস্তার জন্য পথে নেমেছি। কোনও কাজ এই সরকার করে না।
প্রশ্ন: কলাগাছ হাতে নিয়ে রাস্তায় নেমেছেন, মূলত দাবিটা কী ?
বিজেপি নেতা: এতদিন রাস্তা তৈরি হয়নি কেন ? রোজ মানুষ ট্যাক্সের টাকা দিয়েছে।...আমাদের রাস্তা মেরামত করবে কে ? আমাদের পাড়া , আমাদের সমস্যার সমাধান করবে কে ? মুখ্যমন্ত্রী করবেন ? মেয়র করবেন ? শুধু মিথ্যে কথা চলবে না।
জল থইথই রাস্তা। জলের তলায় কৃষিজমি। একনগাড়ে বৃষ্টি আর সেই সঙ্গে ডিভিসির জল ছাড়ার জেরে চরম দুর্ভোগে পড়েছেন বহু মানুষ। কৃষিজমি জলের তলায় থাকায় বাড়ছে ক্ষয়ক্ষতির আশঙ্কা। যেদিকে চোখ যাচ্ছে, শুধু জল আর জল। কোথাও জলের তলায় চলে গেছে হাজার হাজার বিঘার ধান জমি। কোথাও রাজ্যসড়ক থেকে গ্রামীণ রাস্তার ওপর দিয়ে বইছে জল!কোথাও মাথায় হাত পড়েছে চাষিদের! হুগলির আরামবাগে অতিবৃষ্টি ও ডিভিসির ছাড়া জলে কার্যত বন্য়া পরিস্থিতি। জলের তলায় আরামবাগ-কলকাতা রাজ্য় সড়ক।
কার্যত প্লাবিত আরামবাগের চারটি গ্রাম পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকা।আরামবাগের বাসিন্দা জ্য়োৎস্না সাঁতরা বলেন, ক্ষয়ক্ষতি হচ্ছে। গরু-ছাগল নিয়ে মরছি। গরু-ছাগলও জলে ডুবছে। ঘরেতে জল ঢুকে গেছে। জল পেরিয়ে দোকান বাজার করতে হচ্ছে। হরিপালে আবার কয়েক হাজার বিঘার জমির ধান জলের তলায়।
হরিপাল ব্লকের সহ কৃষি অধিকর্তা শর্মিষ্ঠা রায় বলেন, ২১ হাজার বিঘা আপাতত জলমগ্ন। ২১ হাজার বিঘার মধ্য়ে আমন ধান রোয়া পুরোপুরি হয়নি। এরই মধ্য়ে ডিভিসির জল ঢুকছে। ২১ হাজার বিঘা জমি যে রোয়া হয়েছে তাঁর মধ্য়ে ৮ হাজার ২৫০ বিঘার মতো জলের তলায়। বাঁকুড়ায় টানা বৃষ্টির জেরে জলস্তর বেড়েছে গন্ধেশ্বরী, দ্বারকেশ্বর, শালী, শিলাবতী সহ বিভিন্ন নদীতে। লাগাতার বৃষ্টির কারণে পাত্রসায়ের ব্লকের নারায়ণপুর থেকে ধগড়িয়া যাওয়ার রাস্তার ওপর দিয়ে বইছে বিপদ সীমার ওপর জল।
(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)






















