SSC Scam: 'কে মিডিলম্যান, কে স্ট্রাইকারে খেলছেন, বোঝা শক্ত', মানিক ইস্যুতে কটাক্ষ শমীকের, পাল্টা শান্তনু
Shamik Santanu on Manik: প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতির বিরুদ্ধে লুকআউট নোটিস জারি করেছে সিবিআই। মানিক ইস্যুতে কী বললেন শমীক, শান্তনুরা ?
সুকান্ত মুখোপাধ্যায়,কলকাতা: প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতির বিরুদ্ধে লুকআউট নোটিস(Lookout Notice) জারি করেছে সিবিআই (CBI)। গোয়েন্দা সূত্রে দাবি, বেশ কিছুদিন ধরে তাঁর সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না। যদিও এদিন দুপুরে এবিপি আনন্দকে ভিডিও কলে মুখ খোলেন মানিক ভট্টাচার্য (Manik Bhattacharya)। তিনি যাদবপুরের ফ্ল্যাটেই রয়েছেন জানান তিনি। পাশাপাশি ইতিমধ্যেই শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত 'মিডলম্যান'। উল্লেখ্য, নবম-দশমে শিক্ষক নিয়োগ দুর্নীতি গ্রেফতার প্রদীপ সিংহ।শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় ধৃত 'মিডলম্যান'-কে জেরা করে নয়া তথ্য পেল সিবিআই অফিসারেরা। কার কার চাকরি করতে হবে, জানিয়ে এসপি সিনহাকে মেল মিডলম্যান প্রদীপ সিংহের। অ্যাডমিট কার্ডের নম্বর ধরে অযোগ্য প্রার্থীদের খোঁজে সিবিআই। চাকরি পেতে কত টাকার লেনদেন ? কীভাবে হত লেনদেন ? , তদন্তে সিবিআই। তবে এহেন মুহূর্তে তোপ দাগলেন বিজেপি নেতা শমীক ভট্টাচার্য। পাল্টা আক্রমণ শান্তনু সেনের।
'কে মিডিলম্যান, কে স্ট্রাইকারে খেলছেন, বোঝা শক্ত', বললেন শমীক ভট্টাচার্য
এদিন শমীক ভট্টাচার্য বলেন, এসএসসি দুর্নীতি একটা পাহাড় প্রমাণ দুর্নীতি। ভারতবর্ষের রাজনৈতিক ইতিহাসে এধরণের সংঘটিত অপরাধ কখনও হয়নি। তাই এখানে দাঁড়িয়ে কে মিডিলম্যান, কে স্ট্রাইকারে খেলছেন, এবোঝা অত্যন্ত শক্ত। আমরা চাই এই তদন্ত প্রক্রিয়া দ্রুত শেষ হোক। অনেক স্ট্রাইকারের ধরা পড়া বাকি। অপরদিকে এদিন তৃণমূল সাংসদ শান্তনু সেন বলেন, বিচারাধীন বিষয় নিয়ে কিছু বলবো না। তদন্ত করুক। কিন্তু সিবিআই-র কনভিকশন রেট বলে, সিবিআই তদন্ত সম্পূর্ণ করতে পারে না। আপনাদের এফআইআর-এ বিরোধী দলনেতার নাম থাকা সত্ত্বেও কেন তার কেশাগ্র স্পর্শ করা হচ্ছে না ? কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার উদ্দেশ্যে প্রশ্ন ছুঁড়ে দেন তিনি।
মূলত, তৃণমূল বিধায়ক ও প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতি মানিক ভট্টাচার্যের বিরুদ্ধে লুকআউট নোটিস জারি করেছে সিবিআই। ১ সপ্তাহ ধরে ফোনে যোগাযোগের চেষ্টা কোনও বাড়িতেও খোঁজ মেলেনি। সমস্ত বিমানবন্দরে নোটিস দিচ্ছে সিবিআই। সিবিআইয়ের দাবি, এক সপ্তাহ ধরে মানিক ভট্টাচার্যের ফোনে যোগাযোগের চেষ্টা করা হয়েছে. কিন্তু যোগাযোগ করা যায়নি। মানিকের ফোন সুইচড অফ। কলকাতার ফ্ল্যাট ও নদিয়ার বাড়িতেও খোঁজ মেলেনি বলেই দাবি সিবিআই-র। দেশ ছেড়ে পালিয়ে যেতেও পারেন মানিক ভট্টাচার্য, এমনই আশঙ্কা সিবিআইয়ের। তাই খোঁজ না পেয়ে এবার লুক আউট নোটিস জারি করে সিবিআই।
আরও পড়ুন, ধৃত 'মিডলম্যান'-কে জেরায় নয়া তথ্য, অ্যাডমিট কার্ডের নম্বর ধরে অযোগ্য প্রার্থীদের খোঁজে সিবিআই
এয়ারপোর্ট অথরাটি অব ইন্ডিয়ার কাছে মানিক ভট্টাচার্যের ছবি সহ নোটিস দিয়ে জানানো হয়েছে, কোন মামলায় সিবিআই তাঁকে খুঁজছে, এবং কোন মামলায় তিনি অভিযুক্ত। সিবিআই সূত্রে খবর, এমনকী আইনজীবীও জানিয়েছেন মানিক ভট্টাচার্য কোথায় ? তা তাঁরও জানা নেই। মানিক ভট্টাচার্য প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি ও পলাশিপাড়ার তৃণমূল বিধায়ক। ২০১১ সালে তৃণমূল ক্ষমতায় আসার পর প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি করা হয় মানিক ভট্টাচার্যকে। নিয়োগ দুর্নীতি মামলায় এর আগে মানিক ভট্টাচার্যকে জিজ্ঞাসাবাদ করেছিল সিবিআই এবং ইডি। প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতির ফ্ল্যাটেও তল্লাশি চালানো হয়। ২০১৪ এর প্রাথমিক টেট দুর্নীতির মামলায়, মানিক ভট্টাচার্যকে প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতির পদ থেকে সরিয়ে দেয় হাইকোর্ট।