BJP Durga Puja: বিজেপির দুর্গাপুজোয় আরতি করলেন মহিলা পুরোহিতরা
BJP EZCC Durga Puja: সল্টলেক ইজেডসিসিতে বিজেপির পুজোয় থিম রাজ্যের দুর্নীতি প্রসঙ্গ। মহানবমীতে সল্টলেক ইজেডসিসিতে বিজেপির আয়োজনে দুর্গাপুজোয় আরতি করতে দেখা গেল মহিলা পুরোহিতদের।
কলকাতা: সল্টলেক ইজেডসিসিতে (BJP) বিজেপির পুজোয় থিম রাজ্যের দুর্নীতি প্রসঙ্গ। মহানবমীতে (Maha Nabami) সল্টলেক ইজেডসিসিতে বিজেপির (EZCC BJP) আয়োজনে দুর্গাপুজোয় আরতি করতে দেখা গেল মহিলা পুরোহিতদের। ছিলেন বিজেপি কর্মী, সমর্থকরাও।
প্রথমে জল্পনা শাহ-মিঠুনের, তারপর ঢাক বাজিয়ে শুভারম্ভ করলেন সুকান্ত মজুমদার
প্রথমে জল্পনা ছিল আসবেন অমিত শাহ (Amit Shah)। তারপর নাম উঠে আসে মিঠুন চক্রবর্তীর। অবশেষে এঁদের দুজনের কেউই নন। বিজেপির পুজো উদ্বোধন হল, ঢাক বাজিয়ে শুভারম্ভ করলেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। আর তারপরই তিনি বললেন, 'সামনেই পঞ্চায়েত নির্বাচন। কোনও মায়ের যেন কোল খালি না হয় রাজ্যে। এই প্রার্থনাই করলাম মায়ের কাছে।'সল্টলেকের ইজেডসিসি-তে বঙ্গ বিজেপির দুর্গাপুজো এবার তৃতীয় বছরে পড়ল। পুজোর উদ্বোধন করেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তিনি ঢাকও বাজান।উপস্থিত ছিলেন রাহুল সিনহা, অগ্নিমিত্রা পাল সহ বিজেপির নেতানেত্রীরা। বিজেপির দুর্গাপুজোর থিম দুর্গতিনাশিনী দশভূজা। যে থিমে রাজ্যের দুর্গতির কথাও তুলে ধরা হয়েছে।
EZCC-র পুজো এই প্রথমবার এখানে পুজো করলেন মহিলা পুরোহিত
স্কুলে নিয়োগ দুর্নীতি থেকে শুরু করে কয়লা ও গরুপাচারকাণ্ড, যে সমস্ত ইস্যুকে হাতিয়ার করে সম্প্রতি রাজ্য সরকারের বিরুদ্ধে রাস্তায় নেমেছেন সুকান্ত মজুমদার, দিলীপ ঘোষ, শুভেন্দু অধিকারীরা, তাই প্রতিফলিত হল EZCC-র দুর্গাপুজোর থিমে। দুর্নীতির বিরুদ্ধে পোস্টার, ফেস্টুন দিয়ে সাজানো হয়েছে মণ্ডপের চারপাশ।এবছর EZCC-র পুজোয় আরও একটি উল্লেখযোগ্য বিষয় হল, এই প্রথমবার এখানে পুজো করলেন মহিলা পুরোহিত। দক্ষিণ দিনাজপুরের বাসিন্দা সুলতা মণ্ডল, গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্রী সুলতা মণ্ডল। এই গৌড়বঙ্গ বিশ্ববিদ্যালয়েই অধ্যাপনা করতেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার।
আরও পড়ুন, 'নাটক করল ওরা', বামেদের উপর হামলাকাণ্ডের প্রতিবাদ ইস্যুতে বিস্ফোরক কুণাল
পুজোর মরশুমেও উঠে এল ভোট-হিংসার প্রসঙ্গ
আর এই পুজোর মরশুমেও উঠে এল ভোট-হিংসার প্রসঙ্গ। পঞ্চায়েত ভোটে যেন কোনও মায়ের কোল খালি না হয়। সল্টলেক EZCC-তে দলের দুর্গাপুজোর উদ্বোধন করে বললেন সুকান্ত মজুমদার। বাংলা থেকে বিজেপি বিদায় হলেই আসল দুর্গতি নাশ হবে। পাল্টা জবাব দিয়েছেন ফিরহাদ হাকিম। উৎসবের মরশুম শেষে ঢাকে কাঠি থেমে গেলে, রাজনৈতিক দলগুলির নির্বাচনী তৎপরতার দামামা যে বেজে যাবে, তা নিয়ে কোনও সন্দেহ নেই।