Kolkata News: বাড়িতে ঢুকে মহিলাকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার প্রতিবেশী নাবালক
West Bengal News: অভিযোগের প্রেক্ষিতে এক নাবালককে গ্রেফতার করল পাটুলি থানার পুলিশ। গতকাল পাটুলি মহিলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন এক তরুণী।
আবির দত্ত, কলকাতা: পাটুলিতে (Patuli News) বাড়িতে ঢুকে মহিলাকে ধর্ষণের অভিযোগ নাবালকের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ। পাটুলি মহিলা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযুক্ত নাবালককে আটক করেছে পুলিশ।
মহিলাকে ধর্ষণের অভিযোগ: খাস কলকাতায় দিনের পর দিন বাড়িতে ঢুকে প্রতিবেশীকে ধর্ষণের অভিযোগ। আর সেই অভিযোগের প্রেক্ষিতে এক নাবালককে গ্রেফতার করল পাটুলি থানার পুলিশ। গতকাল পাটুলি মহিলা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন এক তরুণী। তাঁর অভিযোগ, বাড়িতে যখনই মা থাকতেন না, সেই সুযোগে ঘরে এসে ধর্ষণ করত এক প্রতিবেশী। মুখ খুললে পরিণতি ভাল হবে না বলে তাঁকে হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ। তদন্তে নেমে অভিযুক্তকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ জানতে পারে সে নাবালক। তাকে আটক করা হয়েছে। অভিযুক্ত নাবালককে জুভেনাইল জাস্টিস বোর্ডে পেশ করবে পুলিশ।
দিনকয়েক আগে মালদার হবিবপুরে বাড়ির বারান্দায় নাবালিকা ছাত্রীর দেহ উদ্ধার করা হয়। ধর্ষণ করে খুনের অভিযোগে গ্রেফতার করা হয় পাশের গ্রামের এক যুবক। পুলিশ সূত্রে খবর, গত বৃহস্পতিবার গভীর রাতে এলাকায় ঘোরাঘুরি করতে দেখা যায় পাশের গ্রামের এক যুবককে। সন্দেহ হওয়ায় থানায় খবর দেন কর্তব্যরত সিভিক ভলান্টিয়ার। জিজ্ঞাসাবাদ করে জানা যায়, এক নাবালিকাকে খুন করেছেন ওই যুবক। তারপরই বাড়ির বারান্দা থেকে ওই অষ্টম শ্রেণির ছাত্রীর দেহ উদ্ধার করা হয়। ধর্ষণ করে খুনের অভিযোগে গ্রেফতার করা হয় যুবককে।
স্থানীয় সূত্রে খবর পাওয়া যায়, ওইদিন ছেলে-মেয়েকে বাড়িতে রেখে আইসক্রিম বিক্রি করতে পাশের গ্রামের মেলায় গিয়েছিলেন বাবা-মা। সেই সুযোগে গভীর রাতে নাবালিকার ভাইকে একটি ঘরে আটকে রাখে ওই যুবক। তারপর খুন করে নাবালিকাকে। কিন্তু কেন এই খুন? পুলিশ সূ্ত্রে দাবি, যুবক জানায় - নাবালিকার সঙ্গে তার প্রেমের সম্পর্ক ছিল। কিন্তু কিছুদিন ধরে তাকে ধর্ষণের অভিযোগে ফাঁসিয়ে দেওয়ার হুমকি দিয়ে ব্ল্যাকমেল করছিল নাবালিকা। সেই কারণেই এই খুন। পুলিশ জানিয়েছে, পরিবারের অভিযোগের ভিত্তিতে যুবককে গ্রেফতার করা হয়।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: South 24 Parganas: জলমগ্ন একাধিক বাড়ি, চাষের জমি, জলোচ্ছ্বাসে তলিয়ে গেল কংক্রিটের নদীবাঁধ