Post Poll Violence: বাংলায় এবার ২ কাউন্সিলরের মধ্যে সংঘাত ! মমতার নির্দেশে শোকজ করল TMC
Bengal TMC Councilor Inner Clash : প্রায় নিত্যদিন, নিজেদের মধ্যে হামলা চালিয়ে আহত হচ্ছেন শাসকদলের কর্মীরা, আর এবার ২ কাউন্সিলরের সংঘাতকাণ্ডে শোকজ করল তৃণমূল...
কলকাতা: লোকসভা ভোট (Lok Sabha Election 2024) মিটতেই বাংলাজুড়ে ভোট পরবর্তী হিংসার (Post Poll Violence) ঘটনার ছড়াছড়ি। আর এরই পাশাপাশি তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব বেড়েই চলেছে। প্রায় নিত্যদিন, নিজেদের মধ্যে হামলা চালিয়ে আহত হচ্ছেন শাসকদলের কর্মীরা। আর এবার ২ কাউন্সিলরের সংঘাতকাণ্ডে শোকজ করল তৃণমূল (TMC)।
মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে দলের ডিসিপ্লিনারি কমিটি ২ কাউন্সিলরকে শোকজ
'গত কয়েকদিন কলকাতা পুরসভার কিছু কিছু কাউন্সিলরের অনভিপ্রেত আচরণ লক্ষ্য করা যাচ্ছিল। এ বিষয়ে দল কঠোর অবস্থান নিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে দলের ডিসিপ্লিনারি কমিটি ২ কাউন্সিলরকে শো কজ করেছে। ১১০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর স্বরাজ মণ্ডল ও ১০৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর তারকেশ্বর চক্রবর্তীকে শোকজ করা হয়েছে। তাঁদের আচরণের ফলে দলের মুখ মলিন হয়েছে, এই মর্মে তাঁদের কাছে কৈফিয়ত চাওয়া হয়েছে', জানিয়েছেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সহ-সভাপতি জয়প্রকাশ মজুমদার।
একাধিক জায়গা থেকে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের খবর
ভোট শেষে একাধিক জায়গা থেকে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের খবর আসছে। এলাকা দখল ঘিরে তৃণমূলের দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তপ্ত হয়ে উঠল বীরভূমের লাভপুর। ঘটনায় আহত হয়েছেন পাঁচ জন। চার জনকে বর্ধমান মেডিক্য়াল কলেজ ও বোলপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্য়ে ২ জনের আঘাত গুরুতর।
বাঁশ-লাঠি নিয়ে হামলার অভিযোগ তুলেছে দু'পক্ষই
একে অপরের বিরুদ্ধে বাঁশ-লাঠি নিয়ে হামলার অভিযোগ তুলেছে দু'পক্ষই।স্থানীয় সূত্রে খবর, লোকসভা ভোটের ফল বেরনোর পর থেকেই কুন্নাহার গ্রাম পঞ্চায়েতের প্রধান আঙুর শেখ ও তৃণমূল নেতা বসির শেখের মধ্য়ে গন্ডগোল চলছে। শুক্রবার তা চরমে ওঠে। বসির শেখের অভিযোগ, প্রধানের অনুগামীরা তাদের মারধর করেছে। যদিও পারিবারিক বিবাদের ফলে সংঘর্ষ বলে পাল্টা দাবি আঙুর শেখের।
আরও পড়ুন, প্রবল বর্ষণে নদী বাঁধে ভাঙন, জলের নিচে প্রায় ৩০০ বিঘা জমি, আতঙ্কে কাঁটা প্রায় ৮০০ পরিবার
(খবরটি সম্প্রতি ব্রেক করা হয়েছে। বিস্তারিত কিছুক্ষণ পরই দেওয়া হচ্ছে। একটু পরে রিফ্রেশ করুন। জেলা থেকে শহর, দেশ, বিদেশ, বিনোদন থেকে খেলা, বিজ্ঞান থেকে প্রযুক্তি সহ অন্যান্য সমস্ত খবরের আপডেটের জন্য দেখতে থাকুন এবিপি আনন্দ ও এবিপি লাইভ)
আপনার পছন্দের খবর আর আপডেট পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।