Lata Mangeshkar Passes Away : ' তিনি সঠিক অর্থেই ভারতের নাইটিঙ্গল ' ,সুরসম্রাজ্ঞীর প্রয়াণে শোকবার্তা মুখ্যমন্ত্রীর
Lata Mangeshkar Passes Away Update : ' এই গ্রহের তাঁর সমস্ত ভক্ত ও অনুরাগীদের মতো আমিও তাঁর কণ্ঠস্বরে মুগ্ধ ছিলাম ' লিখলেন মমতা
নয়াদিল্লি : লতা মঙ্গেশকরের প্রয়াণে শোকস্তব্ধ সারা দেশ। একের পর এক শোকবার্তায় ভাসছে সোশ্যাল মিডিয়ার ওয়াল। সঙ্গীতসম্রাজ্ঞীর মৃত্যুতে শ্রদ্ধাজ্ঞাপন করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।
মুখ্যমন্ত্রীর ট্যুইট, ' ভারতের প্রয়াত আইকন ভারতরত্ন লতা মঙ্গেশকরকে আমার অন্তরের শ্রদ্ধা। তাঁর পরিবার ও গোটা বিশ্বে তাঁর কোটি কোটি অনুরাগীদের আন্তরিক সমবেদনা। প্রতিভার নিরিখে তিনি সঠিক অর্থেই ভারতের নাইটিঙ্গল। তাঁর মৃত্যুতে গভীরভাবে শোকাহত। এই গ্রহের তাঁর সমস্ত ভক্ত ও অনুরাগীদের মতো আমিও তাঁর কণ্ঠস্বরে মুগ্ধ ছিলাম। '
I pay my heart-felt tribute to the departed icon of India, Bharatratna Lata Mangeshkar. (1/3)
— Mamata Banerjee (@MamataOfficial) February 6, 2022
While offering my sincerest condolences to her family and the billions of admirers that she leaves behind all over the world, I express my deepest sadness at the demise of the genius that the Nightingale of India truly was. (2/3)
— Mamata Banerjee (@MamataOfficial) February 6, 2022
Like all her fans and followers across the planet, I was also mesmerized by her voice and renderings, and felt grateful that she held Bengal and the artistes of the East so dear to her heart and so integral to her magnificent world of music.(3/3)
— Mamata Banerjee (@MamataOfficial) February 6, 2022
লতা মঙ্গেশকরের প্রয়াণে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ট্যুইট, লতা দিদির কাছ থেকে যে অগাধ স্নেহ পেয়েছি, তা আমার কাছে সম্মান। ওঁর সঙ্গে যোগাযোগের স্মৃতি অবিস্মরণীয়। গোটা দেশের সঙ্গে আমিও লতা দিদির প্রয়াণে শোকাহত। ওঁর পরিবারের সঙ্গে কথা বলে সমবেদনা জানিয়েছি। ওঁ শান্তি। ট্যুইটে শোকজ্ঞাপন প্রধানমন্ত্রীর।