Loksabha Election 2024: কর্মীর বাড়িতে মধ্য়াহ্নভোজ, বাম প্রার্থীকে খাইয়ে কেঁদে ফেললেন গৃহকর্ত্রী
Hooghly News: এদিন বলাগড়ের চাঁদরা থেকে খালপার মিলনগড় হয়ে দক্ষিণ মিলনগড় জিরাট হাটতলায় শেষ হয় মনোদীপ ঘোষের প্রথম পর্যায়ের প্রচার।
সৌরভ বন্দ্যোপাধ্যায়, বলাগড়: রবিবাসরীয় প্রচারে হুগলির বাম প্রার্থী (Loksabha Election 2024) মনোদীপ ঘোষ। মধ্যাহ্নভোজ সারলেন বাম কর্মীর বাড়িতে। আর প্রার্থীকে মধ্যাহ্নভোজ খাইয়ে কেঁদে ফেললেন গৃহকর্ত্রী।
প্রচারে হুগলির বাম প্রার্থী: এদিন বলাগড়ের চাঁদরা থেকে খালপার মিলনগড় হয়ে দক্ষিণ মিলনগড় জিরাট হাটতলায় শেষ হয় মনোদীপ ঘোষের প্রথম পর্যায়ের প্রচার। দক্ষিণ মিলনগড়ের বাম কর্মী সুনীল হালদারের বাড়িতে খাওয়া দাওয়া করেন মনোদীপ। সুনীল প্রান্তিক কৃষক। মুলি বাঁশের বেড়ার ঘরে বসবাস করেন। পাটকাঠির ঘেরা রান্না ঘরে কাঠের উনুনে রান্না করেন সুনীলের স্ত্রী সরস্বতী হালদার। পরিপাটি করে খেতে দেন বাম প্রার্থীকে। টক ডাল, আলু ভাজা, ডিমের ডালনা দিয়ে অতিথি আপ্যায়ন করেন। লোকসভা কেন্দ্রের প্রার্থী তাঁর বাড়িতে খেলেন এই আনন্দে হাউ হাউ করে কেঁদে ফেলেন সরস্বতী। বাম প্রার্থীর স্ত্রী বলেন, "আমি খুশি উনি আমার বাড়িতে খেলেন। এই দিনটা ভুলব না।'' দরিদ্র পরিবারের আপ্যায়নে খুশি হন মনোদীপও। বাম প্রার্থী বলেন, "এই প্রচন্ড গরমেও প্রচারে ভালো সারা মিলছে।''
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।
আরও পড়ুন: Loksabha Election 2024: প্রার্থীর প্রচার ঘিরে উত্তেজনা, হাওড়ায় CPM কর্মীদের মারধরের অভিযোগ