Madan Mitra: ফের গান বাঁধলেন মদন, ফোকাসে পঞ্চায়েত ভোট ও আসন্ন ফুটবল বিশ্বকাপ
Madan's Song on Panchayat Election: ফের গান বাঁধলেন মদন মিত্র, গানের কথায় নাম না করে দিলীপ , সুকান্ত ও শুভেন্দুকে কটাক্ষ কামারহাটির বিধায়কের।
কলকাতা: পঞ্চায়েত ভোট (Panchayat Election) ও আসন্ন ফুটবল বিশ্বকাপ (Football Worldcup) নিয়ে এবার গান বাঁধলেন মদন মিত্র (Madan Mitra)। গানের কথায় নাম না করে দিলীপ ঘোষ, সুকান্ত মজমমদার ও শুভেন্দু অধিকারীকে কটাক্ষ কামারহাটির বিধায়কের। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে দিয়েও তৃণমূলকে আটকানো যাবে না, গানে গানে বুঝিয়ে দিয়েছেন মদন মিত্র।
একুশের নির্বাচনের আগে গানে-স্লোগানে মেতে উঠতে দেখা গিয়েছিল মদন মিত্রকে। কখনও 'ও লাভলি', গানের রেকর্ডে, কখনও আবার লাল রঙা পোশাকে হাসপাতাল থেকে বেরিয়ে রোমান্টিক গানে মুগ্ন করেছেন সব অনুরাগীকে মদন মিত্র। হুড খোলা গাড়ি চালিয়ে ফিরেছেন বাড়ি। আর এবার পঞ্চায়েত ভোটের হলুদ চশমায় নতুন গানে সঙ্গে দেখা গেল কামারহাটির বিধায়ককে। সম্প্রতি, বেলঘরিয়ায় মদন মিত্রর মুখে শোনা যায় নন্দকুমার-প্রসঙ্গ। নন্দকুমারের সমবায় সমিতির ভোট প্রসঙ্গে বিজেপি-সিপিএমকে হুঁশিয়ারি শোনা যায় মদন মিত্রের মুখে। ‘বিজেপি-সিপিএম যদি মনে করে এটাকেও নন্দকুমার বানাবে, তাহলে রাস্তায় সাবধানে যাবেন। আমি থ্রেট করছি না, একটু সাবধানে রাস্তায় যাতায়াত করবেন। রাস্তায় খানা-খন্দ-বাম্পার আছে, কখন কোথায় টপকে যাবেন’। বেলঘরিয়ায় দলীয় অনুষ্ঠানে হুঁশিয়ারি কামারহাটির তৃণমূল বিধায়কের।
অপরদিকে, কামারহাটিতে (Kamarhati) ছট পুজোর অনুষ্ঠানে যোগ দিয়ে নিয়োগ দুর্নীতি নিয়ে মুখ খোলেন মদন। মদন বলেন, চিটিংবাজ, ফেরেববাজে চারিপাশ ভরে গিয়েছে। চাকরি দেব বলে টাকা নিচ্ছে। ৭ লাখ, ১০ লাখ, ২০ লাখ করে নিচ্ছে! টেট দেখছেন! দূর মশাই। তার জন্য তো পার্থ চট্টোপাধ্যায়কে নিয়ে আমাদের দল সিদ্ধান্ত নিয়ে নিয়েছে। বাইরে কত লিস্টেড, আনলিস্টেড চিটিংবাজ ঘুরে বেড়াচ্ছে! একটিও চিটিংবাজকে সমর্থন করবেন না। ছারপোকার মতো টিপে মেরে দিন। যারা মানুষের পয়সা নিয়ে, রক্ত বিক্রির পয়সা নিয়ে, মায়ের গয়না বিক্রির পয়সা নিয়ে, চাকরি নিয়ে চিটিংবাজি করে, তাদের বেঁচে থাকার অধিকার নেই।"
আরও পড়ুন, 'নন্দীগ্রামেই 'গো ব্যাক' পোস্টার। আহা রে ! ', শুভেন্দুকে মুখোমুখি বিতর্কের আহ্বান কুণালের
বছর ঘুরলেই বেজে যাবে পঞ্চায়েত ভোটের ( WB Panchayet Election) দামামা। তার আগে সপ্তমে রাজনৈতিক তরজার পারদ। দিলীপ ঘোষের Dilip Ghosh) বুকে পা তুলে দেওয়ার হুমকির পাল্টা মদন মিত্রর (Madan Mitra) মুখে শোনা গেল গলায় পা তুলে দেওয়ার হুমকি। রাজ্য রাজনীতিতে হুমকি-হুঁশিয়ারির ছড়াছড়ি। ক’দিন আগেই বিক্ষোভের মুখে পড়ে দিলীপ ঘোষের (Dilip Ghosh) মুখে শোনা গেছিল বুকে পা তুলে দেওয়ার হুমকি। আর এবার দিলীপ ঘোষের পর মদন মিত্র। তাঁর মুখে ফের,' গলায় পা তুলে দেওয়ার হুমকি।' কামারহাটির তৃণমূল বিধায়ক বলেন, 'বিজেপি যা পারেন করে নিন, অগর মাই কা লাল হ্যায়, পেটে পা তুলবেন বলেছেন, তার আগে গলায় পা পৌঁছে যাবে। আমরা তৃণমূল কংগ্রেস। আমরা যেচে লড়তে চাই না।'