Mamata on DA: 'নির্বাচন এলেই কেন্দ্র সরকারি কর্মীদের DA বাড়ায়', মন্তব্য মমতার
Mamata Banerjee on DA: চলতি বছরে রাজ্যে যখন বকেয়া ডিএ আন্দোলন চলছিল, তখন কেন্দ্রীয় সরকারি কর্মীচারিদের ঘরে এসেছিল সুখবর। ডিএ নিয়ে এদিন ফের মুখ খুললেন মমতা। কী বললেন মুখ্যমন্ত্রী ?
কলকাতা: বিশ্ব আদিবাসী দিবসে (World Tribal Day 2023) ঝাড়গ্রামের সভা থেকে এদিন ফের ডিএ প্রসঙ্গ নিয়ে মুখ খুললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন ঝাড়গ্রামের সভায় দাঁড়িয়ে ডিএ ইস্যুতে কেন্দ্রের বিজেপি সরকারকে আক্রমণ শানিয়েছেন মমতা। তিনি বলেন, 'নির্বাচন এলেই কেন্দ্র সরকারি কর্মীদের ডিএ (DA) বাড়ায়।'
রাজ্যে বকেয়া ডিএ ইস্যুতে কম প্রতিবাদ দেখা যায়নি
প্রসঙ্গত, রাজ্যের বুকে বকেয়া ডিএ ইস্যুতে কম প্রতিবাদ দেখা যায়নি। অফিসের দিনেই প্রতিবাদ অবস্থান বিক্ষোভে নামতে দেখা গিয়েছিল সরকারী কর্মচারীদের। এহেন পরিস্থিতিতে কড়া পদক্ষেপও নিতে দেখা গিয়েছিল রাজ্যকে। কর্মবিরতির ২ দিন ছুটি নিলে 'সার্ভিস ব্রেক' এবং শোকজ করা হবে। মূলত সময়টা ছিল ফেব্রুয়ারি মাসের তৃতীয় সপ্তাহ।
সময়টা ছিল ফেব্রুয়ারি
মহার্ঘ ভাতা নিয়ে সরকারি কর্মচারিদের কর্মবিরতি রুখতে নির্দিষ্ট কারণ ছাড়া ছুটি নিলে, তাঁদের ক্ষেত্রে ওই দুই দিন 'ব্রেক ইন সার্ভিস' বলে বিবেচনা করা হবে। সেই সঙ্গে নোটিস জারি করবে রাজ্য সরকার। তাই শুধু বলেই খালাস নয়, কার্যত বাস্তবেও এর সুদূরপ্রসারি ফলাফল প্রকাশ্য়ে এসেছিল। শুধুই শোকজের পর 'সার্ভিস ব্রেক', ডিএ আন্দোলনে যোগ দেওয়ায় সরকারির কর্মীদের বদলির অভিযোগও উঠেছিল নবান্নের বিরুদ্ধে।
রাজ্যে বকেয়া ডিএ আন্দোলনের সময়, কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের ঘরে এসেছিল সুখবর
যদিও এতকাণ্ড করেও আদৌ কিছু লক্ষ্যভেদ হয়নি। এদিকে এই ফেব্রুয়ারি মাসের ঠিক পরেই কেন্দ্রীয় সরকারি কর্মচারীদের জন্য এল সুখবর। মার্চের শেষের দিকে ফের ৪ শতাংশ ডিএ বাড়িয়েছিল কেন্দ্র। চলতি বছরের জানুয়ারি মাস থেকেই নতুন হারে এই মহার্ঘ ভাতা কার্যকর হবে বলে মন্ত্রীসভায় সিদ্ধান্ত গৃহীত হয়েছিল।পেনশনভোগীরাও এই সুবিধা পাবেন বলে জানানো হয়েছিল। স্বাভাবিকভাবেই এই ইস্যু আরও উসকে দেয় রাজ্য সরকারি কর্মীদের প্রতিবাদকে। যদিও কেন্দ্রের এই ডিএ বাড়ানোর সিদ্ধান্তের অন্য ব্যাক্ষা দিয়েছেন এদিন মমতা।
আরও পড়ুন, 'এখনও ভুয়ো নথিতে চাকরি করে, বেতন নিচ্ছেন একাধিক শিক্ষক..', CID DIG কে তলব হাইকোর্টের
কেন্দ্রের এই ডিএ বাড়ানোর সিদ্ধান্তের অন্য বিশ্লেষণ মমতার
এদিন ঝাড়গ্রামের সভা থেকে মুখ্যমন্ত্রী বলেন, 'নির্বাচন এলেই কেন্দ্র সরকারি কর্মীদের ডিএ বাড়ায়। তোমার হাতে রিজার্ভ ব্যাঙ্ক আছে, আর বাংলার প্রাপ্য দেওয়া হচ্ছে না। কেন্দ্র সরকারের চাকরি ও রাজ্য সরকারের চাকরির আলাদা নীতি। ১০০ দিনের কাজের টাকা, আবাস যোজনার টাকায় মুষ্টিমেয় কয়েকজনকে ডিএ দিচ্ছে কেন্দ্র। উপরওয়ালাদের সন্তুষ্ট রেখে নিচুতলার মানুষের শোষণ করা হচ্ছে। আমাদের টাকা কেটে অকাজ করা যাবে না, সবাইকে দিতে হবে।'