Mamata Banerjee: ‘BJP-মৌলবাদীদের প্ররোচনায় পা দেবেন না, আমি আপনাদের মাথার উপরে, পায়ের নীচেও আছি,’ মুর্শিদাবাদে মমতা
Murshidabad News: রাজনৈতিক দল এবং মৌলবাদীদের প্ররোচনায় পা নেওয়ার জন্য সতর্ক করলেন মমতা।

সুতি: মুর্শিদাবাদে দাঁড়িয়ে দাঙ্গা নয়, শান্তির বার্তা দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওয়াকফ বিরোধী আন্দোলনে মুর্শিদাবাদ তেতে ওঠার তিন সপ্তাহ পর মুর্শিদাবাদ সফরে গিয়েছেন তিনি। মঙ্গলবার সুতির মঞ্চ থেকে জেলাবাসীকে শান্তি বজায় রাখতে আর্জি জানালেন। রাজনৈতিক দল এবং মৌলবাদীদের প্ররোচনায় পা নেওয়ার জন্য সতর্ক করলেন মমতা। (Mamata Banerjee)
এদিন সুতির মঞ্চ থেকে মুর্শিদাবাদের ইতিহাস ধরেন মমতা। তিনি জানান, একসময় দেশের রাজধানী ছিল মুর্শিদাবাদ। মুর্শিদাবাদ শান্তির জায়গা ছিল। সেখানে দাঙ্গা কাম্য নয় কোনও মতেই। মমতা বলেন, "১৯৯২ সালে বাবরি মসজিদ ধ্বংসের সময় সারা বাংলায় দাঙ্গা হলেও, মুর্শিদাবাদে হয়নি। দাঙ্গা করতে দেননি মুর্শিদাবাদের মানুষ। বাম আমলে কাটরা মসজিদে দেখেছিলাম। আমি এখানে এসেছিলাম। সেবার ৪০ জন মারা যান। আপনাদের অনুরোধ, আমি আপনাদের মাথার উপরে আছি, পায়ের নীচেও আছি। মানুষের পায়ের নীচে থাকা গর্বের বিষয়। বিশেষ করে যাঁরা মানুষের কাজ করেন।" (Murshidabad News)
প্ররোচনা এড়ানোর বার্তা দিতে গিয়ে সরাসরি বিজেপি-কে নিশানা করেন মমতা। তিনি বলেন, "দয়া করে বিজেপি-র কথা শুনে, কোনও ধর্মীয় সংগঠন, মৌলবাদীদের কথা শুনে প্ররোচিত হবেন না। মানুষে মানুষে ভাগ করবেন না। মানুষে মানুষে ভাগ করার চেয়ে আমার গলাটা বাদ দিয়ে দিন। আমি তাতে সবচেয়ে খুশি হব। চোখের সামনে কোনও দাঙ্গা দেখতে চাই না আমি। মানুষ দাঙ্গা করেন না। পরিকল্পনা করে বাইরে থেকে দাঙ্গাকারীদের আনা হয়। কেউ কেউ প্ররোচনায় পা দিয়ে দেন। দয়া করে দেবেন না।"
মমতা আরও বলেন, "কথা দিন কারও কথায় দাঙ্গা করবেন না। দাঙ্গা করলে সবাই যদি থাকেও, দিদি থাকবে না। আমি আলো চাই, অন্ধকার নয়। ধর্ম মানে মানবিকতা, ধর্ম মানে ভক্তি, ধর্ম মানে সম্প্রীতি, ধর্ম মানে সংস্কৃতি। আমি সব ধর্মকে ভালবাসি। তাই বলি, ধর্ম যার যার, উৎসব সকলের। রক্তদান শিবিরে যখন রক্ত দান করা হয়, সেই রক্ত কার, কোথায় যায় কেউ জানে না। হিন্দুর রক্ত মুসলিমের শরীরে, মুসলিমের রক্ত শিখের শরীরে চলে যায়। রক্ত জীবন বাঁচায়, রক্ত প্রাণ কাড়ে না।"
কথা দিন কারও কথায় দাঙ্গা করবেন না। যদি দাঙ্গা করসে, সবাই থাকলেও দিদি কিন্তু থাকবে না। আমি আলো চাউ, অন্ধকার নয়। কী দাঙ্গা রুখবেন! কোনও ভাগাভাগি নয়। আমরা দাঙ্গা চাই না, শান্তি চাই। আমরা শান্তির পৃথিবীতে বাঁচতে চাই। ধর্ম মানে মানবিকতা, ধর্ম মানে ভক্তি, ধর্ম মানে সম্প্রীতি, ধর্ম মানে সংস্কৃতি। হিন্দু, মুসলিম, খ্রিস্টান, শিখ, সকলে ভাই ভাই।
মমতা জানান, তিনি দুর্গাপুজো, কালীপুজোয় যেমন থাকেন, তেমনই ইদ, রমজান, বুদ্ধপূর্ণিমা, জৈন মন্দিরেও যান। তাঁর কথায়, "আমি যখন কালীঘাটে স্কাইওয়াক করি, তখন দাঙ্গাকারী রাজনৈতিক দলটা কিছু বলে না. আগে বলত, 'মমতাজি দুর্গাপূজা, সরস্বতী পূজা করতে দেন না'। আমরা বলি, কোথা থেকে এসেছো তুমি জগৎ পিতা? বাংলায় সব উৎসব হয়।" ভিন্ রাজ্যে বাংলাভাষী পরিযায়ী শ্রমিকদের উপর অত্যাচারের বিরুদ্ধেও প্রতিবাদ জানান মমতা। পাশাপাশি, এদিন কাশ্মীরে জঙ্গিদের গুলিতে নিহত জওয়ান ঝন্টু আলি শেখের পরিবারের সঙ্গে দেখা করেন মমতা। ঝন্টুর স্ত্রীকে সরকারি চাকরি দেওয়ার ঘোষণা করেন।





















