Migrant Labour Problem: ভিন রাজ্যে গিয়ে সমস্যায় বাঙালি পরিযায়ী শ্রমিকরা, ওড়িশার মুখ্যমন্ত্রীকে ফোন মমতা বন্দ্যোপাধ্যায়ের
West Bengal News: নবান্ন সূত্রে খবর, বাংলার বহু পরিযায়ী শ্রমিক ওড়িশার কয়েকটি জেলায় কাজের প্রয়োজনে গিয়ে হামলা এবং আক্রমণের মুখে পড়েছেন।
কলকাতা: কাজের প্রয়োজনে ওড়িশায় গিয়ে সমস্যায় বাঙালি পরিযায়ী শ্রমিকেরা (Migrant Labour)। নবান্ন সূত্রে খবর, ওড়িশায় বাংলার বহু পরিযায়ী শ্রমিক হামলা ও আক্রমণের মুখে পড়ছেন। ওড়িশার মুখ্যমন্ত্রীর সঙ্গে ফোনে কথা বললেন মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee)।
হামলা ও আক্রমণের মুখে পরিযায়ী শ্রমিকরা: কাজের প্রয়োজনে ওড়িশায় গিয়ে বাঙালি পরিযায়ী শ্রমিকরা সমস্যায়। নবান্ন সূত্রে খবর, বাংলার বহু পরিযায়ী শ্রমিক ওড়িশার কয়েকটি জেলায় কাজের প্রয়োজনে গিয়ে হামলা এবং আক্রমণের মুখে পড়েছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই ওড়িশার মুখ্যমন্ত্রীর সঙ্গে টেলিফোনে কথা বলেছেন। বাংলার পরিযায়ী শ্রমিকদের কি ধরনের সমস্যায় পড়তে হচ্ছে সেই সম্পর্কে বিস্তারিতভাবে ওড়িশার মুখ্যমন্ত্রীকে জানিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী। পাশাপাশি, সমস্যায় পড়া পরিযায়ী শ্রমিকদের অবিলম্বে এ রাজ্যে ফিরে আসারও আহ্বান জানিয়েছেন। নবান্নের তরফে জানানো হয়েছে, কোথাও কোনও সমস্যা হলে রাজ্য সরকারের তরফে সাহায্য করা হবে।
কী জানালেন পরিযায়ী শ্রমিকরা?
ওড়িশায় আটকে পড়া বাংলার এক পরিযায়ী শ্রমিক জানান, তাঁরা সেরাজ্যে প্লাস্টিকের জিনিস ফেরি করেন। দুবছর ধরে ওড়িশায় রয়েছেন তাঁরা। ওড়িশা থেকে ফোনে এবিপি আনন্দকে বীরভূমের বাসিন্দা এক পরিযায়ী শ্রমিক জানিয়েছেন, "চা খেতে গিয়েছিলাম। চায়ের দোকানে বলেছে, এখানে থেকো না। যখন ঠান্ডা হবে তখন আসবে। এখন তোমরা ঘরে চলে যাও। এখানে আমরা ৬ জন আছি। আশেপাশে আরও অনেকে আছেন।'' মালদার কালিয়াচকের বাসিন্দা মহম্মদ শামিম আখতার। দেড় বছর ধরে রয়েছেন ওড়িশায়। একটা গ্রামে ফেরি করতে গিয়েছিলাম। সেখার আধার কার্ড সহ সব পরিচয়পত্র দেখতে চায় এক গ্রামবাসী। উনি বলেন তুমি বাংলাদেশি। পাল্টা আমি জানতে চাই, যদি তাই হই তাহলে এই পরিচয়পত্র এল কোথা থেকে। তারপর বলছে আর কোনওদিন গ্রাম ঢুকবে না। পালিয়ে যাও। ভয় করছে। আমরা সবাই সাহায্য চাই। ফেরানোর ব্যবস্থা করতে হবে।
আপনার পছন্দের খবর আর আপডেট এখন পাবেন আপনার পছন্দের চ্যাটিং প্ল্যাটফর্ম হোয়াটস অ্যাপেও। যুক্ত হোন ABP Ananda হোয়াটস অ্যাপ চ্যানেলে।