Mamata Banerjee: 'যেখানেই রেল-উচ্ছেদ, কোমর বেঁধে দাঁড়াবেন', নির্দেশ মমতার
Mamata on Rail: মঙ্গলবার আলিপুরদুয়ারে মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মিসভা ছিল। সেখানেই রেলের উচ্ছ্বেদের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলার ডাক দেন তিনি।
আশাবুল হোসেন, অরিন্দম সেন, আলিপুরদুয়ার: রেল এলাকা থেকে উচ্ছেদের বিরুদ্ধে তীব্র প্রতিবাদের জাক দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার আলিপুরদুয়ারে মমতা বন্দ্যোপাধ্যায়ের কর্মিসভা ছিল। সেখানেই রেলের উচ্ছ্বেদের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলার ডাক দেন তিনি।
কী বলেছেন তৃণমূল নেত্রী:
এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'বিজেপি কোচবিহার-আলিপুরদুয়ারে জিতে রেলের জমিতে যত লোক আছে উচ্ছেদ করছে। আসানসোলে করছে। শিলিগুড়িতে করছে। যদি রেল উচ্ছেদ করতে আসে। কোমর বেঁধে রুখে দাঁড়ান।' তিনি আরও বলেন, 'আমরা ভাঙি না, আমরা গড়ি। উদ্বাস্ত কলোনির লোকেদের উচ্ছেদ করব না। যাঁরা যাঁরা উদ্বাস্ত কলোনি গড়েছেন, তাঁরা সবাই আইনত আস্তে আস্তে পাট্টা পেয়ে যাবেন।'
এর আগেও বারবার শিলিগুড়ি টাউন এলাকায় রেলের জমি থেকে উচ্ছেদ ঘিরে বিজেপি সরকারকে নিশানা করেছিল তৃণমূল। রাজ্যের একাধিক জায়গায় একই ইস্যুতে রেল মন্ত্রককে নিশানা করেছে তৃণমূল। বরাবরই উচ্ছেদের বিরোধী তৃণমূল। এর আগেও বিরোধী নেত্রী থাকাকালীন ঢাকুরিয়া-বালিগঞ্জ স্টেশন এলাকায় রেল উচ্ছেদের বিরুদ্ধে আন্দোলন করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।
তোপ রাজ্যভাগ ইস্যুতেও:
বাংলা ভাগের ইস্যু নিয়েও এদিন তোপ দাগেন মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগে রাজ্যভাগের বিষয়টি শোনা গিয়েছিল আলিপুরদুয়ারের সাংসদ জন বার্লার গলায়। উত্তরবঙ্গকে আলাদা করার দাবি ওঠে। তা নিয়ে তোলপাড় হয়েছিস রাজ্য-রাজনীতি। বিষয়টি নিয়ে এর পর থেকে নানাসময়েই নানা কথা শোনা গিয়েছে স্থানীয় বিজেপি নেতাদের মুখে।
মমতা বন্দ্যোপাধ্যায়ের সফরের আগে তাঁর বিরুদ্ধে মুখ খুলেছিল বিচ্ছিন্নতাবাদী সংগঠন KLO। সংগঠনের প্রধান জীবন সিংহের মুখেও উঠে আসে বিজেপির জনপ্রতিনিধিদের কথা! মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশে তাঁর হুঁশিয়ারি ছিল 'কোচ-কামতাপুর ভূখণ্ডে পা রাখলে রক্তগঙ্গা বইবে'।
এই প্রেক্ষাপটে এদিন পাল্টা সরব হয়েছে মুখ্যমন্ত্রী। শুধু তাই নয়। বাংলা ভাগের দাবি যে বিচ্ছিন্নতাবাদী সংগঠন করছে। তাদের সঙ্গে বিজেপির যোগসাজশের অভিযোগ রয়েছে বলে সরব হন তৃণমূল নেত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, 'বিজেপির কেউ কেউ বলেন আমরা উত্তরবঙ্গকে আলাদা করে দেব। আমরা রক্ত দিতে প্রস্তুত আছি, কিন্তু বাংলাকে ভাগ করতে দেব না।' তৃণমূল নেত্রীর পাল্টা দাবি, 'বিজেপির প্রশ্রয়ে এসব হচ্ছে জেনে রাখুন। বিজেপি যখনই নির্বাচন আসে, ভাগ করবার কথা বলে। ভাগাভাগির কথা বলে।'
আরও পড়ুন: কর্মিসভার মাঝে অসুস্থ এক বাচ্চা, বক্তব্য থামিয়ে জলের বোতল নিয়ে ছুটলেন মুখ্যমন্ত্রী