Mamata Banerjee: বাংলায় স্পোর্টস ইউনিভার্সিটি হবে, ঘোষণা মুখ্যমন্ত্রীর
East Bengal Club: বাংলায় তৈরি হবে ক্রীড়া বিশ্ববিদ্যালয়। ইস্টবেঙ্গল ক্লাবের অনুষ্ঠানে গিয়ে নতুন পরিকল্পনার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
কলকাতা: বাংলায় তৈরি হবে ক্রীড়া বিশ্ববিদ্যালয়। নতুন পরিকল্পনার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যে উদ্যোগের কথা শুনে অনেকেই উচ্ছ্বসিত।
বাংলায় স্পোর্টস ইউনিভার্সিটি তৈরি হবে, বুধবার ইস্টবেঙ্গল ক্লাবের অনুষ্ঠানে হাজির হয়ে এমনটাই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এছাড়া ইস্টবেঙ্গল ও মহামেডান স্পোর্টিং ক্লাবকে ৫০ লক্ষ টাকা করে অনুদান দেওয়ার কথাও এদিন অনুষ্ঠান মঞ্চে ঘোষণা করেন তিনি।
বুধবার ইস্টবেঙ্গল ক্লাবের সংগ্রহশালা উদ্বোধনের অনুষ্ঠানে এসেছিলেন মুখ্যমন্ত্রী। সেখানে তিনি জানান, যাঁরা স্পোর্টসকে কেরিয়ার হিসেবে নিতে চান, তাঁদের কথা মাথায় রেখেই স্পোর্টস ইউনিভার্সিটি তৈরির সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রীর ঘোষণায় স্বাভাবিকভাবেই খুশি ক্রীড়াপ্রেমীরা।
এদিন ইস্টবেঙ্গল ক্লাবে একটি মিউজিয়াম উদ্বোধন করতে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী । সেখানে তাঁর সঙ্গে ছিলেন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস, ক্রীড়া প্রতিমন্ত্রী মনোজ তিওয়ারিও । মমতা বলেন, 'বারবার দেখা হবে রাস্তায় রাস্তায়, পায়ে পায়ে খেলতে খেলতে । আর আমি ফুটবল ভালবাসি বলেই খেলা হবে এই স্লোগান দিয়েছিলাম । এবং মনে রাখবেন, আমি রোজ বাড়িতে অন্তত একশোবার ফুটবলটাকে নাচাই । তার কারণ হচ্ছে খেলা হবে এটা মনে রাখার জন্য । যাতে আমি ভুলে না যাই । এটা আমাকে বারবার মনে করিয়ে দেয় ।' মুখ্যমন্ত্রীর কথা শুনলে তুমুল হাততালি দেয় উপস্থিত জনতা ।
নিজের ক্রীড়াপ্রেমের কথা বলার পাশাপাশি মমতা জানান যে, গোটা জীবনে নানারকম চোট-আঘাত সামলাতে হয়েছে তাঁকে । মুখ্যমন্ত্রী বলেন, 'আমি খেলতে ভালবাসি । কিন্তু মার খেতে খেতে সিপিএমের আমলে আমার দুই হাতেই অস্ত্রোপচার হয়েছে, আমার দুটো পায়েও অস্ত্রোপচার হয়েছে । কোমরেও চোট রয়েছে । তা সত্ত্বেও আমি মনের জোরে খেলাটাকে ভালবাসি। এবং খেলি।' যোগ করেন, 'সুযোগ পেলে একটু আধটু ব্যাডমিন্টনও খেলি। ছোটবেলা গুলিও খেলেছি। লাট্টুও খেলেছি। পিট্টুও খেলেছি। কাবাডিও খেলেছি। আমি এশিয়াডের সময় কবাডিকে ঢুকিয়ে দিয়ে এসেছিলাম। ছোটবেলা আদি গঙ্গার ধারে সাঁতারও কেটেছি। গাছেও উঠেছি। এমন কোনও কাজ নেই। ছোটবেলা থেকে ঘরের বাসন মাজা, কাপড় কাচা সবটাই যেমন ভালবাসি, তেমনই হারমোনিয়াম থেকে শুরু করে, পিয়ানো থেকে শুরু করে, বাঁশি থেকে শুরু করে, তবলা থেকে শুরু করে সবার মিলিত শক্তি যা আমাদের প্রাণের আওয়াজ তোলে সেটাকে আমরা সকলেই ভালবাসি।'
আরও পড়ুন: কলকাতা নাইট রাইডার্সের নতুন কোচ কে হচ্ছেন, জানিয়ে দিল শাহরুখ-জুহির দল