Mamata Banerjee: উত্তরবঙ্গে গিয়েও উদ্বেগে, নেপালের খোঁজ রাখতে মাঝরাত অবধি মুখ্যমন্ত্রী থাকলেন উত্তরকন্যাতেই
মঙ্গলবার রাতে ইন্টারনেট নিয়ে সমস্যায় পড়েন মমতা বন্দ্যোপাধ্যায়। তার জেরে মাঝরাত পর্যন্ত তাঁর উত্তরবঙ্গের দফতর উত্তরকন্যাতেই কাটান মুখ্যমন্ত্রী।

আশাবুল হোসেন, শিলিগুড়ি: অশান্ত প্রতিবেশী দেশ নেপাল। উদ্বিগ্ন মুখ্যমন্ত্রীও । নেপালের পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নিতে গিয়ে মঙ্গলবার রাতে ইন্টারনেট নিয়ে সমস্যায় পড়েন মমতা বন্দ্যোপাধ্যায়। তার জেরে মাঝরাত পর্যন্ত তাঁর উত্তরবঙ্গের দফতর উত্তরকন্যাতেই কাটান মুখ্যমন্ত্রী।
মঙ্গলবারই উত্তরবঙ্গ সফরে গিয়েছেন তিনি। গতকাল শিলিগুড়িতে পৌঁছন। উত্তরকন্যার কন্যাশ্রীতে অতিথি নিবাসে থাকার কথা ছিল মুখ্যমন্ত্রীর। সেখানে ইন্টারনেট ব্যবহারে সমস্যা হওয়ায় রাতে তিনি চলে আসেন উত্তরকন্যায়। সেখানে ইন্টারনেটে চোখ রেখে প্রতিবেশী দেশের পরিস্থিতি সম্পর্কে খোঁজ রাখেন তিনি। উত্তরবঙ্গের সঙ্গে নেপালের আত্মিক যোগ। সীমান্তও রয়েছে অনেকটা জুড়ে। তাই সতর্ক মুখ্যমন্ত্রী। সদা খোঁজ রাখছেন পরিস্থিতির।
বুধবার জলপাইগুড়িতে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠান রয়েছে। উত্তরবঙ্গের ৮টি জেলার চা বাগান শ্রমিকদের হাতে জমির পাট্টা তুলে দেবেন মুখ্যমন্ত্রী। এ ছাড়া কন্যাশ্রী, রূপশ্রী, সবুজ সাথী-সহ একগুচ্ছ সরকারি পরিষেবা প্রদান করবেন তিনি। আগামীকাল কলকাতায় ফিরবেন মুখ্যমন্ত্রী।
পরিস্থিতি স্থিতিশীল না হওয়া পর্যন্ত নেপাল যাত্রা স্থগিত রাখুন। নেপালের পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠার আবহে অ্যাডভাইসরি জারি করেছে ভারতের বিদেশমন্ত্রক। মঙ্গলবার উত্তরবঙ্গে রওনা হওয়ার আগে মুখ্যমন্ত্রীর কন্ঠেও শোনা গিয়েছে উদ্বেগের সুর। নেপাল ইস্য়ুতে শান্তি বজায় রাখার বার্তা দিয়েছেন মুখ্য়মন্ত্রী।
উত্তরাখণ্ড, উত্তরপ্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও সিকিমের সঙ্গে সাড়ে সতেরোশো কিলোমিটার সীমান্ত থাকা প্রতিবেশী নেপালে। এই পরিস্থিতিতে শান্তি বজায় রাখার আবেদন করেছেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী বলেন, 'এটা নিয়ে কেন্দ্রীয় সরকার কিছু বলতে পারে, আমি না। আমার একমাত্র অনুরোধ, শিলিগুড়ি, কালিম্পং, আমাদের বিস্তীর্ণ অঞ্চল সীমান্ত আছে। সবাইকে শান্তি বজায় রাখতে এবং যাতে কেউ কোনও অসুবিধায় জড়িয়ে না পড়ে। যেহেতু, এটা আমাদের ব্যাপার নয়। কিন্তু নেপালকেও আমরা ভালবাসি। সুতরাং, তারা তাদেরটা ঠিক করুক। আমাদের তো এই ব্যাপারে ঢোকা উচিত নয়। কিন্তু, আমরা মনে করি প্রতিবেশী ভাল থাকলে, পাড়া-পড়শি ভাল থাকলে আমরা সবাই ভাল থাকি।'
উদ্বেগের বড় কারণ হল, ভারতের সঙ্গে নেপালের মুক্ত সীমান্ত। সেখানে কোনও কাঁটাতার নেই। এখন নেপালের উত্তাল পরিস্থিতিতে, সেদেশ থেকে জঙ্গিরা ভারতে ঢুকে পড়লে তা যথেষ্ট উদ্বেগের হতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এদিকে, এরাজ্য়ের উত্তরে শিলিগুড়িতে পা রাখলেই, নেপালের টেনশন টের পাওয়া যাচ্ছে!শিলিগুড়ির পানিট্যাঙ্কিতে ৩ দিন ধরে বন্ধ ভারত-নেপাল সীমান্ত পারাপার।
The unfolding situation in our neighbouring country, Nepal, is a matter of deep concern.
— All India Trinamool Congress (@AITCofficial) September 10, 2025
Placing the interests of the state above all else, our compassionate Chief Minister, Smt. @MamataOfficial, remained at Uttar Kanya State Secretariat through the night, personally monitoring… pic.twitter.com/gyZSPDbotk






















