Mamata Banerjee: 'বাংলার দুর্গা মমতা, কলঙ্কিত করলে উচিত শিক্ষা দিতে হবে', তৃণমূল বিধায়কের মন্তব্যে বিতর্ক
Mamata Banerjee as Durga: মেদিনীপুরের ফেডারেশন হলে পেনশনার্স অ্যাসোসিয়েশনের মঞ্চে এই মন্তব্য করে বিতর্কে জড়ালেন তৃণমূল বিধায়ক অজিত মাইতি।
মেদিনীপুর: মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) মা সারদা (Maa Sarada) বা ভগীনি নিবেদিতার সঙ্গে তুলনা করেছেন তৃণমূল (TMC) নেতানেত্রীরা। সম্প্রতি স্বয়ং মা জগদ্ধাত্রীর সঙ্গে তৃণমূল সুপ্রিমোর তুলনা করেছিলেন মদন মিত্র (Madan Mitra)। এবার দুর্গার সঙ্গে মমতার তুলনা করলেন আরও এক বিধায়ক।
কী বলেছেন?
বাংলার দুর্গা মমতা বন্দ্যোপাধ্যায়। এত অনুদান দেওয়ার পরও যাঁরা তাঁকে কলঙ্কিত করবেন, তাঁদের উচিত শিক্ষা দিতে হবে! মেদিনীপুরের ফেডারেশন হলে পেনশনার্স অ্যাসোসিয়েশনের মঞ্চে এই মন্তব্য করে বিতর্কে জড়ালেন তৃণমূল বিধায়ক অজিত মাইতি।
পঞ্চায়েত ভোটের আগে ঘুরিয়ে বিরোধীদের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। এই ইস্যুতে পাল্টা তৃণমূলের কড়া সমালোচনা করেছে বিজেপি।
আরও পড়ুন, চিটফান্ডের ছকে সল্টলেকে অ্যাপে প্রতারণার অভিযোগ, ৩২ কোটি টাকা লোপাট!
তবে শুধু দেব-দেবী নয়, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্রিকেটার সচিন তেন্ডুলকর এবং প্রয়াত গায়িকা লতা মঙ্গেশকরের সঙ্গে তুলনা করেছিলেন তৃণমূল বিধায়ক তথা পরিচালক রাজ চক্রবর্তী। রাজের মন্তব্য ছিল, ‘‘ভগবান লতা মঙ্গেশকর বা সচিন তেন্ডুলকরকে যে রকম একটা উদ্দেশ্য নিয়ে জন্ম দিয়েছেন, ঠিক তেমনই মমতা বন্দ্যোপাধ্যায়কে মানুষের সেবা করতে জন্ম দিয়েছেন।’’ ব্যারাকপুরের বিধায়কের কথায়, ‘‘মমতা বন্দ্যোপাধ্যায় সেই নেত্রী, সারা ভারতের মধ্যে এমন এক মুখ্যমন্ত্রী, সবচেয়ে বেশি যিনি মানুষের কথা ভাবেন। মমতা যখন কাজ করেন, তখন ভাবেন না সামনের লোকটি কোন রঙের। তিনি সিপিএম না বিজেপি, না কি কংগ্রেস। তিনি জানেন, তাঁকে শুধু মানুষের জন্য কাজ করতে হবে।’
এর আগে বাঁকুড়ায় প্রগ্রেসিভ ফার্মাসিস্ট অ্যাসোসিয়েশনের সম্মেলনে নির্মল মাজি বলেছিলেন ‘মা সারদার মৃত্যুর কিছুদিন আগে বিবেকানন্দের সতীর্থ সন্ন্যাসীদের বলেছিলেন আমি কালীঘাট মন্দিরে যাই। তিনি বলেছিলেন মৃত্যুর পর আমি একদিন কালীঘাটের কালী ক্ষেত্রে মানুষ রূপে জন্ম নেব। ত্যাগ, তিতিক্ষা, রাজনৈতিক সামাজিক, কর্মকাণ্ডের সঙ্গে জড়িয়ে যাব।’ সংখ্যাতত্ত্বের হিসেবে মা সারদার মৃত্যুর পর মমতার জন্মের সময়ের অঙ্কটাও মিলে যাচ্ছে। শুধুমাত্র মা সারদা নয়, মমতা বন্দ্যোপাধ্যায় সিস্টার নিবেদিতা, খড়ের দুর্গা বলেও দাবি করেছিলেন নির্মল।