(Source: ECI/ABP News/ABP Majha)
Mamata Banerjee : পাখির চোখ, বিধানসভা ভোট, অভিষেককে সঙ্গে নিয়ে আজ মেঘ-রাজ্যে মমতা
Meghalaya Assembly Poll :লক্ষ্য মেঘালয়।সঙ্গে অভিষেক।কী বার্তা মমতার?
আশাবুল হোসেন, কলকাতা : আজ ৩ দিনের মেঘালয় সফরে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় ( Mamata Banerjee ) । দুপুরে শিলং বিমানবন্দরে নামবেন। আগামীকাল মেঘালয় রাজ্য তৃণমূলের কর্মী সম্মেলনে প্রধান বক্তা তৃণমূল নেত্রী।এই সফরে মমতার সঙ্গে থাকছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ( Abhishe Banerjee ) । আগামী ফেব্রুয়ারি মাসে মেঘালয় ও ত্রিপুরায় ( Tripura ) বিধানসভা নির্বাচন।
গত ২ বছর ধরে ত্রিপুরায় সাংগঠনিক শক্তি বিস্তারের চালাচ্ছে তৃণমূল। এবার তাদের লক্ষ্য মেঘালয়। ইতিমধ্যেই উত্তর-পূর্বের এই রাজ্যে একাধিক পার্টি অফিস তৈরি হয়েছে। সম্প্রতি মেঘালয় ঘুরে যান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়।এর আগে গত বছরের নভেম্বরে মেঘালয়ের প্রাক্তন মুখ্যমন্ত্রী ও ৫ বারের বিধায়ক মুকুল সাংমা সদলবলে তৃণমূলে যোগ দিয়েছেন। সেই সুবাদে এখন মেঘালয় বিধানসভায় বিরোধী দল তৃণমূল।
গত ১৮ নভেম্বর মেঘালয়ে সফর করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। মেঘালয়ের মাটিতে দাঁড়িয়ে অভিষেক দেন ঐক্যের বার্তা। ‘টিএমসি মানে বৈচিত্রের মধ্যে ঐক্য’ বলেন তিনি। NDA শাসিত মেঘালয়ে দাঁড়িয়ে, দুর্নীতি-অস্ত্রে বিজেপিকে নিশানা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর প্রশ্ন, দুর্নীতির অভিযোগ উঠলেও এখানে ED-CBI তদন্ত হয় না কেন?
২০১৮ সালে মেঘালয়ের বিধানসভা ভোটে, মেঘালয়ে সংখ্যাগরিষ্ঠ দল হিসেবে উঠে এসেছিল কংগ্রেস। ৩৪ জন বিধায়কের সমর্থন জোগাড় করে সরকার গঠন করে NDA। আর এর নেপথ্যে মূল কারিগর ছিলেন নর্থ-ইস্ট ডেমোক্র্যাটিক অ্যালায়েন্সের আহ্বায়ক হিমন্ত বিশ্বশর্মা। এরপর মেঘালয়ে কংগ্রেসে ভাঙন ধরায় তৃণমূল। প্রধান বিরোধী দল হয়ে ওঠে তারা। আগামী বছর আবার মেঘালয়ে বিধানসভা ভোট। সেই ভোটে কি তৃণমূল কোনও দাগ কাটতে পারবে? উত্তর দেবে সময়ই।
আরও পড়ুন :
'তৃণমূলের কেউ ক্ষতি করতে পারবে না' লক আপে ঢোকার আগে বার্তা পার্থর
অন্যদিকে সোমবারই মুখ্যমন্ত্রীর দুয়ারে বিজেপির সভা। বিকেল ৪টে নাগাদ সভা শুরু হওয়ার কথা রয়েছে। হাজরা মোড়ের এই সভায় প্রধান বক্তা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ও রাজ্য বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। ৩ ডিসেম্বর, ডায়মন্ড হারবারে শুভেন্দুর সভায় যোগ দিতে যাওয়ার পথে, হটুগঞ্জে বিজেপি কর্মীরা আক্রান্ত হন বলে অভিযোগ ওঠে। সেই ঘটনার প্রতিবাদেই আজ মমতার এলাকায় সভা করবেন শুভেন্দু-সুকান্ত। আগামীকাল হাজরা মোড়ে পাল্টা সভা করবে তৃণমূল।