Mamata Banerjee: ‘টাকা এখান থেকে তুলে নিয়ে ভাগ বসায়’, অভিযোগ করে মোদিকে চিঠি মমতার
Mamata Letter To Narendra Modi: প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে চিঠি দিলেন মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘১০০ দিনের কাজের টাকা দেয়নি কেন্দ্র।'
কলকাতা: এদিন ফের একবার কেন্দ্রের বিরুদ্ধে ফের সুর চড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) মন্তব্য, 'দুয়ারে সরকার, পাড়ায় সমাধান থেকে কন্যাশ্রী (Kanyashree), ১০০ দিনের কাজ। কেন্দ্রীয় সরকার টাকা দিচ্ছে না, তুলে নিয়ে যাচ্ছে। ১০০ দিনের কাজে কেন্দ্র টাকা দিচ্ছে না। রাজ্যের যে কোনও সমস্যা আমরা সমাধান করতে পারি।'
রাজ্যের বকেয়া টাকা চেয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে (Narendra Modi) চিঠি মুখ্যমন্ত্রীর। ৪ মাস ধরে ১০০ দিনের কাজের টাকা বকেয়া থাকার অভিযোগ আবাস যোজনায় নতুন করে বরাদ্দ টাকা না দেওয়ার অভিযোগ। অবিলম্বে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চেয়ে চিঠি দিলেন মুখ্যমন্ত্রী। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘১০০ দিনের কাজের টাকা দেয়নি কেন্দ্র। টাকা এখান থেকে তুলে নিয়ে ভাগ বসায় কেন্দ্র। সমস্যার কে সমাধান করবে?' প্রশ্ন মুখ্যমন্ত্রীর।
আরও পড়ুন, রেকর্ড গড়ল তাজমহল! ইউনেস্কোর হেরিটেজ সাইট হিসেবে এবার নয়া কীর্তি তৈরি
আমলাদের উদ্দেশে মমতা এদিন বলেন, 'আমলারা পদে বসে থাকেন সমস্যার সমাধান করার জন্য। রাজ্য সরকার অফিসারদের ভাল কাজে স্বীকৃতি দিয়েছে। খুব দ্রুত পদোন্নতির সুযোগ তৈরি করা হয়েছে। আগে ডেপুটি সেক্রেটারি হতে ১৬ বছর লাগত, এখন ৮ বছর লাগে।’
রাজ্যে সচিবের পদ প্রসঙ্গে মমতা জানান ‘যুগ্ম সচিব, অতিরিক্ত সচিবের পদ অনেক বাড়ানো হয়েছে। আইএএস অফিসার প্রয়োজনের তুলনায় রাজ্যে এখনও কম। আইএএস, ডব্লুবিসিএস আধিকারিকদের বিশেষ ভাতায় ফারাক থাকবে না। ডব্লুবিসিএস অফিসারদের প্রতিবছর স্বাস্থ্য পরীক্ষা বাধ্যতামূলক করা হচ্ছে।'
এদিকে পাল্টা তোপ দেগেছে বিজেপি নেতা রাহুল সিন্হা। বিজেপি নেতার কথায়, 'মুখ্যমন্ত্রী অর্ধসত্য বলছেন। কেন্দ্রীয় সরকারের এক খাতে দেওয়া টাকা, অন্য খাতে খরচ করছে রাজ্য'।